মাইক্রোটিক রাউটার টিউটোরিয়াল-০১: ফিচারসমূহ

মাইক্রোটিক কি?

মাইক্রোটিক হলো, একটি নেটওয়ার্ক প্রডাক্ট প্রস্তুতকারি কম্পানির নাম। এই কম্পানি, ১৯৯৬সালে তাদের কার্যক্রম শুরু করে। কম্পানিটি Latvia দেশের Riga শহরে অবস্থিত। তাদের তৈরিকৃত নেটওয়ার্কিং প্রডাক্টের এর  মান ভাল এবং কম মূল্যে হওয়াই, সাথে সাথে সার্ভিসের জন্য আজ সকলের কাছে সুপরিচিত। আপনি যদি মাইক্রোটিক কম্পানির তৈরিকৃত প্রডাক্টের কোন সমস্যার সম্মুখীন হন তাহলে  [email protected]  এ সরাসরি ই-মেইল করতে পারেন।  তাদের কর্তৃপক্ষ ৩দিনের কার্য দিবসের মধ্যে আপনাকে ই-মেইল এর রি-প্লে দিয়ে থাকে।

 

মাইক্রোটিক রাউটার কি?

মাইক্রোটিক রাউটার হল মাইক্রোটিক কম্পানির তৈরিকৃত একটি রাউটার। এই রাউটার দিয়ে বেশ কিছু করা যায়। যেমন:-

  • ব্যান্ডওইথ ম্যানেজ করা
  • DHCP server কনফিগার করা। যার ফলে ক্লায়েন্ট অটুমেটিক্যালি আইপি পাবে।
  • কোন ওয়েবসাইট ব্লক করা।
  • Hotspot কনফিগার করা।
  • Wireless কনফিগার করা।
  • Routing কনফিগার করা।
  • PPPoE server এবং client কনফিগার করা।
  • Log server কনফিগার করা।
  • VPN কনফিগার করা।
  • Firewall কনফিগার করা।
  • Load balance এবং failover কনফিগার করা ইত্যাদি।

আমরা প্রত্যেকটি ফিচার ডিটেইলস আলোচনা করবো।

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস