বর্তমানে দেশে MFS সেবা অত্যন্ত জনপ্রিয়। এদের মধ্যে প্রথম সারিতে রয়েছে ব্রাক ব্যাংকের বিকাশ, ডাক বিভাগের নগদ এবং ডাচবাংলা ব্যাংকের রকেট এবং ইইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপায়। কিন্তু দুর্ভাগ্য বসত এসব সেবার নিজের মধ্যে লেনদেন এখনো চালু হয় নি। কিন্তু চাইলে রকেট থেকে বিনা খরচে বিকাশ এবং অন্যান্য MFS সার্ভিসে টাকা লেনদেন করা যায়। এর জন্য দরকার হবে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এপ সেলফিন। সেলফিনে একাউন্ট খোলার সাথে সাথে একটি VISA ভার্চুয়াল কার্ড পাওয়া যায় এবং আরেকটি এপ দরকার হবে সেটি হলো ডাচবাংলা ব্যাংকের Nexus Pay।
১.প্রথমে সেলফিন ও নেক্সাস পে এপে রেজিস্ট্রেশন করতে হবে।
২.নেক্সাস পে এড কার্ড অপশন থেকে রকেট সিলেক্ট করে নিজের রকেট একাউন্টটি এড করে নিতে হবে
৩.রকেট এড করার পর এখন টাকা সেলফিন একাউন্টে ট্রান্সফার করার জন্য নেক্সাস পে এপ থেকে Other Bank Transfer অপশনে যেতে হবে।
৪.এবার Beneficiary Management এ ঢুকে রাউটিং নাম্বার 125270007 দিয়ে নেক্সট চাপতে হবে এতে অটোমেটিক ভাবে ইসলামী ব্যাংক সিলেক্ট হয়ে যাবে এখন একাউন্ট নাম্বার দিতে বলবে।
৫. সেলফিন এপের ভার্চুয়াল ভিসা কার্ডে যে ১৩ সংখ্যার Acc নাম্বার (যেটি 358 দিয়ে শুরু হয়)দেয়া আছে সেটি ইনপুট দিতে হবে এবং কার্ডে যে নাম দেয়া আছে সেটি ইনপুট দিতে হবে।
৬.সাকসেসফুল ভাবে একাউন্ড এড হলে এবার EFT বা NPSB ট্রান্সফারের মাধ্যমে টাকা সেলফিনে এড করতে পারবেন। EFT এর ক্ষেত্রে শুক্র শনিবার টাকা ট্রান্সফার হবে না এবং টাকা যোগ হতে ১-২ দিন সময় লাগতে পারে। (EFT এবং NPSB এর বিস্তারিত পার্থক্য ইউটিউব থেকে জেনে নিবেন)। রকেট থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারে হাজারে ৯ টাকা চার্জ নেয়ার কথা থাকলেও আপাতত সার্ভিসটি ফ্রি রয়েছে। পরবর্তিতে চার্জ এড করলে ব্যাংক থেকে জেনে নিবেন।
সফল ভাবে সেলফিনে টাকা যোগ হয়ে গেলে সহজেই আপনি বিকাশ বা নগদের এড মানি অপশন থেকে ভিসা কার্ডের মাধ্যমে সেলফিনে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন একদম ফ্রিতেই।
(বি:দ্র: প্রথমে অল্প টাকা ট্রান্সফারের মাধ্যমে চেক করে নিবেন এবং নিজ দায়িত্বে ট্রান্সফার করবেন কোনো ভুলের জন্য আমি দায়ী থাকবো না)
আমি মুনতাসীর আহমেদ ইফতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভার্চুয়াল কার্ডটা কি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে?