বাংলাদেশের সেরা ৫ মোবাইল ব্যাংকিং, এটিএম সুবিধা, এটিএম এ টাকা তোলার খরচ ও এটিএম সংখ্যা বিবেচনায় – এটিএম দিয়ে টাকা তুলে খরচ কমান

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

এটিএম মেশিন থেকে এখন কার্ড ছাড়াই অর্থাৎ  মোবাইল ব্যাংকিং হিসাব থেকেও টাকা তোলা যায়। আজকে এ নিয়ে  আলোচনা করব।

১) *৩২২# রকেটঃ রকেট হল ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং, উক্ত ব্যাংক এর সারাদেশে প্রায় ৪৯০০ এর অধিক অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি নিজস্ব এটিএম আছে। ATM ক্যাশ আউট খরচ হাজারে ৯ টাকা (সর্বনিম্ন ৫০০ টাকা ক্যাশ আউট)

২) *২৫৯#  এমক্যাশঃ  এটি  হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড  এর মোবাইল ব্যাংকিং, উক্ত ব্যাংক এর সারাদেশে প্রায় ২০০০  নিজস্ব এটিএম আছে (Source: IBBL FB PAGE)। ATM ক্যাশ আউট খরচ হাজারে ১০ টাকা

৩) *২৪৭#  বিকাশঃ এটি  হল ব্রাক  ব্যাংক এর মোবাইল ব্যাংকিং, উক্ত ব্যাংক এর সারাদেশে প্রায় ৪৫৭ টি (সুত্রঃ উইকি পিডিয়া)  নিজস্ব এটিএম আছে, তবে ব্রাক ব্যাংক এর পাশাপাশি  বিকাশ এর সাথে চুক্তিবদ্ধ ব্যাংক এর এটিএম থেকে  বিকাশ এর টাকা তোলা যায়। ATM ক্যাশ আউট খরচ হাজারে ১৪.৯০ টাকা (সর্বনিম্ন ৩০০০ টাকা ক্যাশ আউট)

বিকাশ এর সাথে চুক্তিবদ্ধ যেসব  ব্যাংক এর এটিএম থেকে  বিকাশ এর টাকা তোলা যায় তার তালিকাঃ 1 BASIC Bank Ltd 2 BRAC BANK 3 First Security Islami Bank Ltd. 4 IFIC Bank Ltd 5 Jamuna Bank Ltd 6 Midland Bank Ltd 7 Shahjalal Islami Bank Ltd 8 SOCIAL ISLAMI BANK LIMITED

৩) *২৬৮# উপায়ঃ এটি  হল ইউসিবি ব্যাংক এর মোবাইল ব্যাংকিং, এ টি এম ক্যাশ আউট খরচ  বাংলাদেশের সবচেয়ে কম, হাজারে ৮ টাকা। এ টি এম সংখ্যা আনুমানিক ৪০০~৫০০।

৫) *২৬৯# ওকে ওয়ালেটঃ ওয়ান ব্যাংক মোবাইল ব্যাংকিং, এটিএম ক্যাশ আউট খরচ হাজারে ১০ টাকা।

Level 2

আমি দেশ প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস