প্রিয় ভাই বোনেরা আসসালামুয়ালাইকুম,
আমরা সবাই কিছু না কিছু কাজ বা ব্যাবসা বা কোন লিঙ্ক প্রমট করতে চাই বা কিছু কাজ অন্যকে দিয়ে করিয়ে নিতে চাই। যারা ব্যবসায়ী ভাই ভাই বোনেরা আছেন তারা তাদের ব্যাবসার প্রসার ঘটাতে চান। যারা ছোট খাটো লেখালেখির জন্য অন্য কাউকে খোঁজেন, যারা ইউটিউবার ভাই বোনেরা আছেন, তারা চান তাদের চ্যানেল সবার কাছে পৌঁছে দিতে, যারা তাদের ফেইসবুক গ্রুপ বা পেইজ সবার কাছে পৌঁছে দিতে চান, বা যারা গুগল বা ট্রাস্ট পাইলট রিভিউ চান, যাদের ওয়েবসাইট প্রমট অথবা যে কোন ধরনের ছোট খাটো বিষয়ে অনন্যে শরণাপন্ন হতে হয় বা অনেক টাকা পয়শা খরচ করতে হয়, তাদের জন্য একটা সহজ সমাধান দেবার জন্যেই আমার এই টিউন। পয়শা আর সময় নষ্ট করবেন না।
http://www.WorkersEngine.com নামের একটা সাইট আছে এখানে আপনার বিজ্ঞাপণ বা আপনার লিঙ্কের প্রমোশন বা বুস্ট খুব কম খরচে করতে পারবেন। এমনকি যারা অনলাইনে কাজ করে ঘরে বসে কিছু পয়শা ইনকাম করতে চান, তাদের জন্যও সাইটটি অনেক বিশ্বস্ত।
কাজ করায় বা জব টিউন করায় সাহায্য লাগলে আমাকে মেসেজ করতে পারেন। আমি এখানে কাজ করি এবং অনেক বার পেমেন্ট পেয়েছি এবং নিজে জব টিউন করে তার রেজাল্ট ও ভাল পেয়েছি।
আমি শেখ জিতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।