সাফল্য এবং অর্জনের ১০টি উদ্ধৃতি
সাফল্য বা সফলতা মূলত কোন আকস্মিক ব্যাপার নয়। সাফল্য ক্রমান্বয়ে অর্জিত মানুষের মৌলিক কিছু গুনাবলীর সমষ্টি। সাফল্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। একজন কৃষকের ছেলের কাছে সাফল্য হতে পারে পড়াশুনা শেষ করে জীবন পরিচালনা করার জন্য নূনতম একটি চাকুরী পাওয়া। কিন্তু অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী একটি পরিবারের সন্তানের কাছে সাফল্য হলো পড়াশুনা শেষ করে ব্যাবসা করে গাড়ী, বাড়ী, অঢেল টাকা আয় করা।
সুতারাং একজনের কাছে যা সাফল্য অন্য জনের কাছে তা ব্যর্থতা। সাফল্যের সার্বজনীন রুপরেখা নির্ণয় করা খুবই কষ্টকর। তবুও সাফল্যের সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে.
“আপনি জীবনে যা চান তা পাওয়াই সাফল্য যদি এ পাওয়ার মাঝেই আপনার সুখ নিহিত থাকে। ”
জীবনে যে সকল ব্যক্তিবর্গ সফলতা পেয়েছেন তাদের ইতিহাস পাঠ করলে দেখা যায় যে অনেক শ্রম, সাধনা, আর অধ্যাবসায়ের মাধ্যমে তারা সাফল্যের শিখরে আরোহন করতে পেরেছে। যে সকল বিষয়বস্তু মানুষকে সফল হতে সাহায্য করে তা নিম্নরুপ :
১। লক্ষমাত্রাঃ
আপনি যে কাজই করুন না কেন তার প্রত্যেকটি কাজের লক্ষমাত্রা নির্ধারন না করলে আপনি কাংক্ষীত অবস্থানে পৌছুতে পারবেন না। তাই কাজে সফলতা পাবার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রথমে কাজের লক্ষমাত্রা নির্ধারন করে নিতে হবে। আর আপনাকে সেই লক্ষমাত্রায় পৌছানোর ইচ্ছাটাও প্রবল রাখতে হবে তবেই আপনি সফলতার দুয়ারে পৌছুতে পারবেন।
২। আকাঙ্খাঃ
কোন কিছু লাভের জন্য আপনার ঐকান্তিক আকাঙ্খা থাকতে হবে। আপনি যা পেতে চান তা যদি যুক্তিসঙ্গত হয় এবং পাওয়ার জন্য যথার্থ চেষ্টা করেন তাহলে তা পাওয়া আপনার পক্ষে সম্ভব। তবে চাওয়ার আগ্রহ থাকতে হবে প্রবল।
৩। কঠোর পরিশ্রমঃ
দৈবক্রমে সাফল্য পাওয়া যায় না। সাফল্য লাভের জন্য দরকার নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম। আমরা অনেকেই আছি জীবনে সফলতা চাই কিন্তু পরিশ্রম করতে রাজী নই। তাই আমরা সফলতার মুখও দেখতে পাই না। কঠোর এবং অতিরিক্ত শ্রম দেওয়ার মানসিকতা থাকলে সাফল্যের ছোঁয়া আপনি স্পর্শ করতে পারবেন। অনেক মহৎ প্রতিভা ও কঠোর পরিশ্রর না করার কারনে তা নষ্ট হয়ে যায়। তাই আপনাকে সফলতা পেতে হলে অবশ্যেই কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে।
৪। অঙ্গীকারঃ
সাফল্য ও সমৃদ্ধির জন্য যে কোন কাজের জন্য দরকার অঙ্গীকার। কোন জায়গায় পৌছতে হলে লক্ষহীন ভাবে চললে হবে না কিংবা নোঙ্গরে বাধা থাকলে চলবে না। এর জন্য চাই পরিকল্পনা মাফিক জীনব। খেলোয়াড়েরা যখন মাঠে খেলতে নামে তখন তারা অঙ্গিকার করে জেতার জন্য। তবুও একদল হেরে যায়। এই হেরে যাবার কারন তাদের ক্ষমতা কিংবা দক্ষতার অভাব নয় বরং তাদের অঙ্গীকার বা আবেগের ব্যাপারটি। অঙ্গীকার বা আবেগের ব্যাপারটি খেলোয়াড়দের মনে যতই প্রবল থাকে ততই তারা সফলতার দ্বারপ্রান্তে থাকে। তাই প্রত্যেকটি কাজে থাকতে হবে সঠিক পরিকল্পনা এবং অঙ্গীকারবদ্ধতা।
৫। দায়িত্ববোধঃ
জীবনে সফলতা পাবার জন্য দায়িত্বশীল হতে হবে। আপনি দায়িত্ব না নিয়ে প্রচুর বিত্ত বৈভরে মালিক হবেন, নাম-যশ পাবেন এবং সুন্দর জীবন যাপন করবেন তা সম্ভব নয়। সফলতা পাবার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে। তবে ঝুকি বা দ্বায়িত্ব নেবার অর্থ এই নয় যে সকল কাজ আপনি একা করবেন কিংবা অপরিকল্পিত সিদ্ধান্ত নিবেন। আপনি দায়িত্ব নিবেন সুবিবেচনা করে এবং আপনার কাজের যাবতীয় সফলতার দিক খুটিনাটি পরিক্ষা করে।
৬। চরিত্রঃ
জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের প্রতিষ্ঠার পেছনে মূলত তাদের উত্তম চরিত্র কাজ করেছে। যারা চরিত্রবান তারা সবাই পৃথিবীতে স্মরনীয় হয়ে আছেন। উত্তম চরিত্র মুল্যবান রত্নের চেয়েও দামী। এক চরিত্রের গুনাবলি জন্য আপনার জীবনে অনেক কিছুই অর্জন করা সম্ভব। আপনার চরিত্র যদি সুন্দর ও মধুময় হয় তাহলে পৃথিবীর সকল লোক আপনাকে সম্মান জানাতে বাধ্য থাকবে। তাই সফলতা এবং চরিত্র একে অপরের পরিপূরক।
আমি মোঃ নাজিম উদ্দিন ডাবলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।