অনেক সময় দেখা যায় আমাদের সিমে সার্ভিস চালু হয় অটোমেটিক এবং টাকা কেটে নিয়ে যায়। আবার আমরা নিজেরাও অনেক সার্ভিস চালু করে থাকি বিভিন্ন প্রয়োজন এ। টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোডঃ
১) গ্রামীণফোনঃ
*121*6*1# ডায়াল করে বন্ধ করুন অথবা ১২১ এ ফোন করে বন্ধ বলুন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
২)রবিএয়ারটেলঃ
*৯# ডায়াল করে বন্ধ করুন অথবা ১২১ এ ফোন করে বন্ধ বলুন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে অথবা মাই রবি / মাই এয়ারটেল এপ এর VAS অপশন থেকে বন্ধ করতে পারবেন।
৩) টেলিটক আমাদের ফোনঃ
STOP ALL লিখে মেসেজ দিন 335 এ অথবা ১২১ এ ফোন করে বন্ধ বলুন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
৪) বাংলালিংকঃ
*121*7*1*2*1# ডায়াল করে বন্ধ করুন অথবা ১২১ এ ফোন করে বন্ধ বলুন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
সার্ভিস বন্ধ করার পরও অযথা টাকা কাটলে ১০০ ডায়াল করে বিটিআরসির কাছে অভিযোগ জানান।
আমি দেশ প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।