একনজরে দেখে নিন রবিএয়ারটেল, জিপি, টেলিটক ও বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।
ব্যালেন্স চেক কোডঃ
জিপিঃ *৫৬৬#
রবিএয়ারটেলঃ *১#
টেলিটকঃ *১৫২#
বাংলালিংকঃ *১২৪#
ইমার্জেন্সি ব্যালেন্স আনার কোডঃ
জিপিঃ *১০১০*১#
রবিএয়ারটেলঃ *৮#
টেলিটকঃ *১১২২#
বাংলালিংকঃ *৮৭৪#
ইন্টারনেট ব্যালেন্স চেক কোডঃ
জিপিঃ *১২১*১#
রবিএয়ারটেলঃ *৩#
টেলিটকঃ *১১১# > ৮
বাংলালিংকঃ *১২১*১#
নিজের নাম্বার চেক করার কোডঃ
জিপিঃ *২#
রবিএয়ারটেলঃ *২#
টেলিটকঃ *৫৫১# অথবা p লিখে ১৫৪ এ মেসেজ দিন।
বাংলালিংকঃ *৫১১#
Promotional SMS বা বিরক্তিকর মেসেজ বন্ধ করার কোডঃ
জিপিঃ *১২১*১১০১#
রবিএয়ারটেলঃ *৭#
টেলিটকঃ ১২১ এ কল করুন।
বাংলালিংকঃ *১২১*৮*৬#
প্রমোশনাল মেসেজ আসার সার্ভিস বন্ধ করার পরও অথবা বিরক্তিকর মেসেজ আসলে ১০০ ডায়াল করে বিটিআরসির কাছে অভিযোগ জানান।
আপনার বিশেষ অফার জানবেন যে কোড ডায়াল করেঃ
রবি এয়ারটেলঃ *৮৮৮#
জিপিঃ *১২১*৫#
বাংলালিংকঃ *৮৮৮#
টেলিটকঃ *১২১*২# / *১১১# এর প্রমোশনাল অফার অপশন
টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোডঃ
জিপিঃ *121*6*1#
রবিএয়ারটেলঃ *৯#
টেলিটকঃ STOP ALL লিখে মেসেজ দিন 335 এ
বাংলালিংকঃ *121*7*1*2*1#
সার্ভিস বন্ধ করার পরও অযথা টাকা কাটলে ১০০ ডায়াল করে বিটিআরসির কাছে অভিযোগ জানান।
ইন্টারনেট প্যাক কেনার কোডঃ
জিপিঃ *৫০০০#
রবি এয়ারটেলঃ *৪#
টেলিটকঃ *১১১#
বাংলালিংকঃ *৫০০০#
সকল সেবা একসাথে পেতে যেকোনো সিম থেকে ডায়াল করুন *১২১# অথবা ডাউনলোড করুন MyGP / MyTeletalk / MY Robi / My BL / My Airtel
আমি দেশ প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।