প্রথম অবাক হই কয়েক বছর আগে। ফেসবুক টিউমেন্টে হাসির কিছু হলে অনেক লিখতো lol. আমিতো ভেবে পাই না এই lol টা কি? লোল নাকি লল? এটা নাকি Laugh out loud মানে হাহ হাহ হাহ.
কখনো দেখি OMG. বাপরে। ভাবতে ভাবতে বের করলাম এইটা হবে দুক্কু পাইলে যেমন চিল্লায় "ও মায়া গো 😭"। কিন্ত না, পরে জানলাম এটা Oh My God 😱
এরপর দেখি চ্যাট করতে করতে হঠাৎ কেউ বলে brb. কি যন্ত্রণা, এই brb আবার কি? শরমে জিজ্ঞেস করতেও পারি না। পাছে না মূর্খ ভাবে। সেই পর্বও গেলো। পরে বুঝেছিলাম এটা be right back. মা গো. 🤔
তারপর দেখি কেউ মারা গেলে লিখে RIP. হায়রে এটা আবার কি? প্রথমে ভাবছি RIP VAN WINKLE একটা গল্প পড়ছিলাম যেটায় সে অনেক বছর ঘুমায় কাটায় দিছিলো। সেটার সাথে সম্পর্কিত কিছু? যেহেতু চিরনিদ্রা? পরে দেখি এইটা Rest in Peace 😐
কার যেনো জন্মদিনে উইশ করছিলাম, "শুভ জন্মদিন। অনেক অনেক শুভকামনা। " কিন্ত উপরে নিচে দেখি HBD এর সিরিয়াল। ও বাবা, এই ২টা শব্দ লেখতেও এত কষ্ট? সেইটা নাকি Happy Birthday 🙄
লেটেস্ট যেটা দেখে চিন্তায় 🤔 পড়ছিলাম সেটা হচ্ছে TIA. এটা কি? টিয়া। একটা কিছু লিখে নিচে লিখতেছে TIA. ভাইরে ভাই, কি অবস্থা! বহুত চিন্তা করে বের করলাম এইটা নাকি Thanks in Advance 😂
এই যদি অবস্থা হয় তাইলে সামনে দুনিয়া আরো ছোট হতে হতে কি অবস্থা হবে দেখেন:
* কাউকে ডাকার সময় বলবে: CH (Come here)
* কুশলাদি জিজ্ঞেস করতে বলবে: HAY (How are you?)
* অথবা কি খবর?: WP (What's up?)
* উত্তরে বলবে: IAF (I am fine)
* রাগ হলে চিল্লায়া বলবে: GL (Get lost!)
* lol এর মত চিল্লায়া কান্দার সময় লিখবে: COL (Cry out loud)
* ছবি দেখে টিউমেন্ট করবে: SB (So Beautiful)
* ধন্যবাদ দিতে হলে বলবে TY (Thank You)
ভাবতেছি, কয়দিন পর মনে হয় ভাষাই উঠে যাবে, ইমোতেই দুনিয়া চলবে 🙂
আমি সুমাইয়া মৌ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।