#অনুপ্রেরণামূলক_টিউন
কখনও ভাগ্যকে জিজ্ঞেস করবেন নাহ- আজ পর্যন্ত সে আপনাকে কি দিয়েছে!
বরং প্রশ্ন নিজেকে করুন- যে এখনও পর্যন্ত আপনি জীবনে কি করেছেন?
আজ যদি আপনি মাথা নিচু করে পড়তে পারেন, দেখবেন কাল আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন!
জীবনে সমস্যা যতই বড় হোক না কেনো- কখনওই হতাশ হবেন নাহ। কারণ- রোদ যতই তীব্র হোক না কেনো, সেটা কখনোই সমুদ্রকে শুকাতে পারবে নাহ!
আজ আমার খারাপ সময় কিন্তু কোনো চিন্তা করি নাহ। কারণ- পরিস্থিতি খারাপ দেখে হেরে যাবো তেমন মানুষ আমি নই!
যখন আমি এই পৃথিবীতে এসেছি তখন সবাই হেসেছে কেবল আমিই কেঁদেছি। আর আমি এমন কাজ করে যাবো যাতে আমার মৃত্যুর পর আমি হাসতে পারি আর পৃথিবী কাঁদবে!
অন্যের কথা ভাবা বন্ধ করুন। কারণ- যার কাছে কিছুই থাকে না, লোক তাকে দেখে হাসে। আর যার কাছে সব কিছু থাকে, এই পৃথিবী তাকে দেখে হিংসা করে। কিছু লোক তাদের ফেসবুকের ভালো ভালো স্টাটাস আপনাকে দেখাবে কিন্তু আপনি ওসব না দেখে নিজের জীবনের ভালো স্টাটাস তৈরি করুন!
পাথরের একটাই দূর্বলতা, সে কখনও গলে নাহ। কিন্তু আবার এটাই হলো পাথরের ভালো গুন- যে সে কখনও বদলে যায় নাহ!
কিছু যায় আসে না লোকে আমার সম্পর্কে কি ভাবে, কিন্তু আমি অনেক ভালো, আর এটা আমার মা বলে।
কিছু হলে সমুদ্রের মতো হও, যাতে লোকের ঘাম ছুটে যায় আপনার দূরত্ব মাপতে মাপতে!
পৃথিবীতে সব থেকে বেশি স্বপ্ন নষ্ট করেছে কেবল একটি মাত্র কথা। আর সেটি হলো- লোকে কি বলবে!
জীবনে কখনোই কাউকে নিয়ে মজা করবেন নাহ। কারণ আপনি হয়তো জানেন নাহ- সে ভিতরে ভিতরে কোন লড়াইটা লড়ছে!
ধৈর্য রাখুন, সব সমস্যার দিন একদিন পার হয়ে যাবে। আজ যারাই আপনাকে দেখে হাসছে, কাল তারাই আপনাকে হাত তালি দেবে।
জয় নিশ্চিত জেনে তো সবাইই লড়াই করতে পাড়ে কিন্তু সাহসী তো সে- যে হেরে যাবে জেনেও ময়দান ছেড়ে যায় নাহ!
কারোর বর্তমান দেখে হিংসা করবেন নাহ। কারণ- সময়ের এতো ক্ষমতা যে, সে কয়লাকেও হীরা তৈরি করতে পারে।
ভালো কাজ করতে থাকুন, লোক আপনার প্রসংশা করুক আর না করুক। কারণ- অর্ধেকেরও বেশি লোক যখন ঘুমিয়ে থাকে তখনও সূর্য রোজ ওঠে!
নিজেকে অতীতের মতো তৈরি করুন যাতে লোক আপনাকে দুইবার ব্যবহার করতে না পারে। পূর্ণতার ইচ্ছায় মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। কিন্তু এরা ভুলে যায়- অর্ধেক চাঁদও অনেক সুন্দর হয়!
উড়তে দাও ধূলোকে, কতোদূর উড়বে। হাওয়া যখনই সাথ ছেড়ে দিবে, সে তখনই মাটিতে এসে পরবে। যে কাল কাল করেছে, সে আফসোস করছে। আর যে আজকের ভরসায় চলা শুরু করেছে, সেই কেবল ইতিহাস লিখবে!.
চলো বিশ্বাস করলাম- ভাগ্যের সিদ্ধান্ত কখনও বদলানো যায় নাহ। কিন্তু আপনি সিদ্ধান্ত তো নিয়ে দেখুন। কে জানে হয়তো ভাগ্যই বদলে যাবে!
উইনারের কাছে রেজাল্ট আর লুজারদের কাছে কেবল এক্সকিউজ থাকে!
স্বপ্ন দেখা ও পূর্ণ করার মাঝে কেবল পরিশ্রমের পার্থক্য থাকে।
খুশির ফুল আপনার জীবনেও ফুটে উঠবে। আপনার পরিশ্রমে এই পৃথিবীও বদলে যাবে। চিন্তা করুন সেটা আপনি পেয়ে গেছেন। আর দেখবেন- একদিন আপনি সেটা পেয়ে গেছেন
আমি সুমাইয়া মৌ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।