আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে থাকি।
এই লেখাতে আমি মোবাইল ব্যাংকিং সেবাদাতাদের কোড ও হেল্পালাইন নাম্বার সম্পরকে জানাব।
এই মোবাইল ব্যাংকিং ছাড়াও মোবাইল অপারেটর পরিচালিত কিছু সেবা আছে যা দিয়ে বিল পরিশোধ এর মত সীমিত সেবা করা যায়, তবে ক্যাশ আউট বা সেন্ড মানি করা যায় না। যেমনঃ
১) গ্রামীণফোন জিপেঃ *৭৭৭#
২) টেলিটক বিল পেমেন্ট সিস্টেম (টিবিপিএস) *৭২৭#
৩) রবি আজিয়াটার রবিক্যাশঃ *৭৮৭# ও *৪০০*১#
আমি দেশ প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।