মডার্ন টুনি মনফুল

মডার্ন টুনি
মনফুল

টুনির দাদি বোরকা পরে
নেকাবে তে মুখ ঢাকে,
হাত মোজা আর পা মোজা তো
বাহির হলেই রোজ থাকে।

বোরকা টোরকা ওসব জামা
টুনি আবার পরে না,
টুনি ভাবে এই বয়সে
কোনো মেয়েই মরে না।

বৃদ্ধ হলে পরবো ওসব
এখন পরবো জিন্স- টি শার্ট,
টুনির বাবা ভীষণ খুশি
মেয়ে যে তার খুব স্মার্ট।

ইনস্টাগ্রাম ফেসবুকেতে
টুনি হাজার লাইক পায়,
বাবার কাছে ছোট্ট আবদার
টুনি একটা বাইক চায়।

হাসি মুখে টুনির বাবা
পূরণ করে তার চাওয়া,
হঠাৎ একদিন দুর্ঘটনায়
আর হলো না পার পাওয়া।

চিরতরে মডার্ন টুনি
চলে গেল দূর দেশে,
বাবার আশা সেথায় টুনি
থাকবে পরী-হুর বেশে।

প্রশ্ন হবে হাশরেতে
পর্দা কেন কর নি?
বুঝি তুমি ভেবেছিলে
চিরস্থায়ী ধরনী?

টুনি তখন জবাব দিবে
কেউতো আমায় বলে নি,
মোহর মারা হৃদয়টা তাই
প্রভুর রাহে গলে নি।

কাঠগড়াতে দাঈউস বাবা
হবে তখন গুনাহগার
বাবা মেয়ে দু'জনারই
বন্ধ হবে জান্নাহ দ্বার।

Level 0

আমি মনফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস