আপনি এসাইনমেন্ট করছেন।
নিয়মানুসারে এক পেজ লিখে এক পেজ গ্যাপও দিচ্ছেন।
সুন্দর!
আপনি ১০টা অফসেট খরচ করে ৫ পৃষ্ঠা লিখলেন, ৫ পাতা গ্যাপ দিলেন। ঐ ৫ পৃষ্ঠা নষ্ট করলেন। এরকম দুইটা এসাইনমেন্টে নষ্ট হচ্ছে ১০ পৃষ্ঠা, মানে ৫ টা অফসেটের সিট।
এবার আসেন পাটিগণিতে যাই।
আপনি একজন নষ্ট করলেন ৫টা অফসেট।
আরো দশ লক্ষ এসাইনমেন্টকারী নষ্ট করলো সব মিলিয়ে ৫০ লক্ষ অফসেট।
একটা গাছ থেকে মোট ৮, ৩৩৩.৩৩ টা অফসেটের সিট বানানো সম্ভব।
এবার ক্লাস ফাইভের একটা হিসাব দেখাই,
৫০ লক্ষকে ভাগ দেই এই সংখ্যাটা দিয়ে, উত্তর কত আসে জানেন?
মোট ৬০০!
আপনি এক সপ্তাহের এসাইনমেন্ট জমা দেয়ার জন্য ৬০০ গাছকে কেবল কাগজ অপচয়ের মাধ্যমে মেরে ফেললেন।
এখানে আপনার কোনো দোষ নাই। আমরা সিস্টেমে আছি একটা, কাগজের এক পাশ খালি রেখে আমিও লিখেছি। জানি এছাড়া উপায় নাই, নাম্বার দিবে না স্যাররা।
আমার আজকে লিখার উদ্দেশ্য সেই সিস্টেমের উদ্দেশ্যে আওয়াজ তুলা, সবাইকে সব কিছু হিসাব দেখিয়ে সিস্টেমের বিরুদ্ধে সচেতন করা। আওয়াজ তুলুন সবাই মিলে। সিস্টেম পাল্টাতে হবে।
এক সপ্তাহের অপচয় করা কাগজ তৈরির জন্য ৬০০ গাছকে জীবন দিতে হয়েছে। ৬০ সপ্তাহের জন্য জীবন দিতে হবে ৩৬ হাজার গাছকে।
আপনিই বেছে নিন, আওয়াজ তুলে সিস্টেম পালটে ৩৬০০০ গাছ বাঁচাবেন নাকি ২০ বছর পরে মরুজ বাংলাদেশে গরমে ঘামতে ঘামতে শেষ নিঃশ্বাস ফেলবেন?
দীপু নাম্বার টু তে একটা মজার ঘটনা ছিল। দৌড় প্রতিযোগিতাতে ড্রিল স্যারকে মজার শাস্তি দেয়ার জন্য ও তার অত্যাচার থেকে বাঁচার জন্য সবাই একই লাইনে দৌড় দিয়েছিল। বাচ্চাকালে সবাই পড়েছেন হয়তো। শেষমেষ ঐক্যই তাদের জিতিয়েছিল। দে চেঞ্জড দ্য সিস্টেম।
আমরা যদি একে একে সকলে গ্যাপ দেওয়া বন্ধ করি তাহলেই সম্ভব। প্রয়োজনে স্কুল কলেজের শিক্ষকের সাথে কথা বলবো। আমরা এক লক্ষ জন পেজ বাদ না দিলে সিস্টেম পাল্টাতে বাধ্য।
#Say_no_to_wasting_page
আমি সুমাইয়া মৌ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।