বছরখানেক আগে গেমারস চয়েজ ট্যাগলাইন দিয়ে ওয়ালটন বাজারে এনেছিল তাদের বাজেট কিলার গেমিং স্মার্টফোন প্রিমো আরএক্স৭ মিনি। প্রিমো আরএক্স৭ মিনি স্মার্টফোনটি পুরো দেশের স্মার্টফোন বাজারকে কাপিয়ে দেবার পাশাপাশি বহু মানুষের বিশ্বাস অর্জন করে নিয়েছিল। তারি ধারাবাহিকতায় সবার মনে এই আর৭ মিনি পরবর্তী সাক্সেসরের প্রতি খুব আশা ছিল; আর ওয়ালটন যেন সেই আশা একদমই নিরাশ হতে দেয়নি!
একনজরে প্রিমো আরএক্স৮ মিনিঃ
‘গেমারস চয়েজ রিলোড’ ট্যাগলাইন দিয়ে ওয়ালটন বাজারে এনেছে প্রিমো আরএক্স৭ মিনির সাক্সেসর, প্রিমো আরএক্স৮ মিনি! অন্যতম আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, দেশীয় কোম্পানি হিসেবে ওয়ালটনই এই স্মার্টফোনটিতে প্রথম স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে এসেছে। গেমিং এর জন্য স্মার্টফোনটিকে আদর্শ করতে, ওয়ালটন স্মার্টফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। চিপসেটের সাথে গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট হিসেবে থাকছে এডরিনো ৫১২ জিপিইউ।
অনবদ্য এই বাজেট কিলার স্মার্টফোনটি ১০ জুন থেকে ওয়ালটনের ইপ্লাজা থেকে শুরু করে, ওয়ালটন প্লাজা এমনকি যেকোনো ওয়ালটন স্মার্টফোন উপলব্ধ রিটেইল শপ থেকে প্রিবুক দেয়া যাবে। আর প্রিবুকের ক্ষেত্রে স্মার্টফোনটিতে পাওয়া যাবে ফ্ল্যাট ১০০০ টাকা ডিস্কাউন্ট। স্মার্টফোনটির দাম ১১৯৯৯ হলেও, প্রিবুক দিলে গ্রাহকরা স্মার্টফোনটি ১০৯৯৯ টাকায় কিনতে পারবেন। স্মার্টফোনটি অনলাইনে ইপ্লাজা থেকে অর্ডার করতে পারেন এই ঠিকানা থেকে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।