বর্তমানে বহু ধরনের উপায় রয়েছে ব্লগ আর্টিকেলকে পিডিএফ ফাইলে কনভার্ট করার।
সাধারণত আর্টিকেলের জন্য পিডিএফ তৈরী করলে সেক্ষেত্রে একজন ভিজিটর তা ডাউনলোড করতে পারেন এবং অবসর সময়ে পড়তে পারেন। এছাড়াও যদি আপনার পিডিএফ ফাইলটিতে কোন লিংক থাকে, সেক্ষেত্রেও উক্ত ব্যক্তি আপনার ওয়েবসাইট ভিজিট করবে।
একইভাবে পিডিএফ সাবমিশনের জন্য বহু ধরনের ওয়েবসাইট রয়েছে। যেখানে পিডিএফ প্রকাশ করে নিজের ওয়েবসাইটের জন্য লিংক নেওয়া যায়। এতে করে আপনার সাইটের যেমন অথরিটি বাড়বে, একইভাবে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পাবে।
কেন ব্লগ আর্টিকেল পিডিএফ করা উচিত?
একটি ওয়েবসাইটে আর্টিকেল অথবা বিভিন্ন কনটেন্ট পাবলিশ করার জন্য পিডিএফ উত্তম একটি মাধ্যম। তা আজকের এই লেখার মধ্যমে কিছু বুলেট পয়েন্টের মাধ্যমে নিম্নে তুলে ধরা হলো এবং তার কিছু প্রয়োজনীয়তা ও উপযোগিতা উল্লেখপূর্বক ব্যাখ্যা করা হল।
কিভাবে ব্লগ আর্টিকেলকে পিডিএফ এ কনভার্ট করবেন?
এটা অত্যন্ত সহজ, কেবল নিম্নের ধাপগুলি অনুসরণ করতে হবে।
১. সবার প্রথমে কম্পিউটার থেকে গুগল ক্রোমে প্রবেশ করুন।
২. এখন আপনার ওয়েবসাইটটা ওপেন করতে হবে।
৩. যে আর্টিকেলটি পিডিএফ করবেন সে আর্টিকেল ওপেন করেন।
৪. এবার মাউসের রাইট বাটন ক্লিক করুন।
৫. প্রিন্ট অপশন থেকে ডেস্টিনেশন অপশনে ক্লিক করে Save as PDF অপশন সিলেক্ট করুন।
৬. এবার প্রিন্ট অপশনে ক্লিক করুন এবং ফাইলটি আপনার কম্পিউটারে সেইভ করুন।
পিডিএফ তৈরি হয়ে গিয়েছে।
কিভাবে পিডিএফ ফাইলটি এডিট করবেন?
পিডিএফ ফাইল এডিট করা বেশ সহজ যদি আপনি PDF Insider (https://pdfinsider.com/en) টুলস ওয়েবসাইটটি ব্যবহার করেন। নিচের সকল ধাপগুলি অনুসরণ করে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করুন।
১. প্রথমে PDF Insider ওয়েবসাইটে যান এবং Edit PDF (https://pdfinsider.com/en/edit-pdf) অপশনে ক্লিক করুন।
২. ক্লিক SELECT FILES।
৩. ক্লিক Submit অপশন।
৪. এবার Edit PDF বাটনে ক্লিক করুন।
৫. এখন আপনার পিডিএফ ফাইলটি এডিট করুন এবং ডাউনলোড করুন।
পরিশেষে এটা আশা করা যায়, যে আপনি পুরো আর্টিকেলটি পড়েছেন এবং কিভাবে ব্লগ আর্টিকেল পিডিএফ এ কনভার্ট করা যায় তা জেনে উপকৃত হয়েছেন। এখন, আপনার নিজের সাইটের জন্য এই সিস্টেমটা ফলো করে পিডিএফ তৈরি করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।
এতে করে ভিজিটররা সহজে প্রিভিউ দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে।
আমি হৃদয় রেহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।