কিভাবে আমেরিকা থেকে বিকাশে বাংলাদেশে টাকা পাঠাবেন

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশী লোকজন বসবাস করেন। তাদের মধ্যে অনেকেই এ দেশে স্থায়ীভাবে আবার অনেকে অস্থায়ীভাবে আছেন। তারা বিভিন্ন উৎসব উপলক্ষে আবার অনেক সময় জরুরি প্রয়োজনে বাংলাদেশে স্বজনদের কাছে টাকা পাঠাতে চান। এ জন্য মানি ট্রান্সফারের অনেক উপায় আছে যেমন ওয়েস্টা্র্ন ইউনিয়ন, মানিগ্রাম, জুম ইত্যাদি। আপনি চাইলে বিকাশের মাধ্যমেও এই টাকা বাংলাদেশে পাঠাতে পারেন। নিচে এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

আরও পড়ুন: কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়

এই জন্য প্রথমেই আপনাকে আপনার নিকটস্থ বিকাশ এক্সচেঞ্জ হাউজ অথবা বিকাশ এজেন্ট ব্যাংকে যেতে হবে। এবার তাদের বলুন আপনি কত টাকা বাংলাদেশে পাঠাতে চাচ্ছেন। তারা ঐ মূল‍্যমানের মূদ্রা মার্কিন ডলার থেকে বাংলাদেশী টাকায় কনভার্ট করে দেখবেন বাংলাদেশে প্রাপক কত টাকা হাতে পাবেন। এরপর তাদের বাংলাদেশী প্রাপকের বিকাশ নাম্বার দিতে হবে। এখন তারা আপনাকে একটি রেমিট্যান্স ফর্ম দিবে যেটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ওখানকার অফিসার আপনার ফর্মে দেয়া তথ‍্যাবলী যাচাই করে দেখবেন। সব ঠিক থাকলে এরপর তারা মূহূর্তে আপনার টাকা বাংলাদেশে প্রাপকের বিকাশ একাউন্টে পাঠিয়ে দেবেন।

এরপর বাংলাদেশী প্রাপক নিকটস্থ বিকাশ এজেন্টের কাছে যাবেন এবং তাকে অবশ্যই এন আই ডি কার্ড দেখাতে হবে। ঐ বিকাশ এজেন্ট আমেরিকা থেকে পাঠানো টাকার অঙ্ক মিলিয়ে দেখবেন। তিনি আরও দেখবেন পাঠানো টাকার পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে আছে কিনা। এখানে বলে রাখা দরকার আমেরিকা থেকে একবারে সর্বোচ্চ 1, 50, 000 টাকা বিকাশে বাংলাদেশে পাঠানো যায়। এরপর বাংলাদেশী প্রাপক তার কাছে পাঠানো টাকা ঐ বিকাশ এজেন্ট থেকে বুঝে নিবেন।

Level 0

আমি ফরিদুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস