বর্তমানে বাংলাদেশের বেশ কিছু প্রয়োজনীয় ওয়েব সাইট

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশ প্রযুক্তি জগতে অনেক এগিয়ে গেছে। সেই কারণে এই দেশে মোবাইল ফোন ও ইন্টারনেটে ব‍্যাবহারকারী ও দিন দিন বেড়ে চলেছে। এখন বাংলাদেশে এমন কিছু অনলাইন সেবা চালু হয়েছে যেগুলো আমাদের প্রাত‍্যহিক জীবনযাপনকে অত‍্যন্ত আরামদায়ক ও সহজ করে তুলেছে।

আজকে আমরা এখানে ঠিক সেরকম কিছু বাংলাদেশী অনলাইন সেবা সম্পর্কে আলোচনা করলাম।

মোবাইল প্রাইস বিডি

মোবাইল প্রাইস বিডি এমন একটি দারুন ওয়েব সাইট যেখানে ভিজিট করে আপনি মূহূর্তে ঘরে বসেই জেনে নিতে পারবেন বাংলাদেশের সব ধরনের মোবাইল ফোনের বর্তমান বাজার মূল্য। এখানে সব ব্রান্ডের মোবাইল ফোন গুলোর দাম তাদের বিস্তারিত স্পেসিফিকেশন সহ দেয়া আছে। তাই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন ও বাজেট অনুসারে আপনার হ‍্যান্ডসেট খুঁজে নিতে পারবেন। কোন কোন ফোনের মূল্য কমল অথবা বাড়ল, কোনো সেটে ডিস্কাউন্ট‌ অফার চলছে কিনা সেটাও এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। মোবাইল প্রাইস বিডি নিয়মিত প্রযুক্তি জগতের খবর ও প্রকাশ করে থাকে। সব মিলিয়ে গ‍্যাজেট প্রেমীদের জন্য এটি একটি দারুন ওয়েব সাইট।

পাঠাউ

পাঠাউ হলো একটি জনপ্রিয় বাংলাদেশী রাইড শেয়ারিং সার্ভিস। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে তাদের সেবা চালু আছে। তাদের সেবা নেবার জন্য আপনাকে মোবাইলে তাদের অ‍্যাপ ইনস্টল করে নিতে হবে। তারা বর্তমানে কুরিয়ার ও ফুড ডেলিভারি সেবাও দিয়ে থাকে।

দারাজ বিডি

দারাজ হলো একটি জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসেই নানা ধরনের পন‍্য ক্রয় করতে পারবেন এবং আপনার বাসায় তা ডেলিভারি নিতে পারবেন। এখানে আপনি ফ‍্যাশন আইটেম, কিডস আইটেম, মোবাইল, ক‍্যামেরা, ল‍্যাপটপ ও অন‍্যান‍্য ইলেকট্রনিক আইটেম কিনতে পারবেন। তারা বিভিন্ন উপলক্ষে ডিস্কাউন্ট, কুপন ইত্যাদির সুবিধা দিয়ে থাকে। তাদেরকে আপনি সকল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ব‍্যান্ক এর মাধ্যমেও পন‍্য মূল‍্য পরিশোধ করতে পারেন। তারা ক‍্যাশ অন ডেলিভারি সুবিধাও দিয়ে থাকে।

সহজ ডট কম

সহজ ডট কম মূলত তাদের অনলাইন টিকেট সুবিধার জন্য বিখ্যাত। তাদের মাধ্যমে আপনি বিভিন্ন গন্তব্যে যাত্রার জন্য তারিখ অনুসারে বাস ও লঞ্চের টিকেট অনলাইনে বুকিং দিতে পারেন। আপনার যদি সময় স্বল্পতা থাকে তবে এটি হবে একটি সাশ্রয়ী মাধ‍্যম। বর্তমানে তাদের সাথে বাংলাদেশী সকল শীর্ষ পরিবহন কোম্পানির চুক্তি আছে। তাই সহজ ডট কম এর মাধ্যমে আপনি নির্দ্বিধায় বাস ও লঞ্চের টিকেট বুকিং দিতে পারেন এবং আপনার অফিস অথবা বাসায় তা ডেলিভারি নিতে পারেন।

চালডাল

বর্তমানে কর্মব‍্যস্ত জীবনে আমরা অনেকেই বাজারে যাওয়ার সময় করে উঠতে পারিনা। কিন্তু এই বাজারে যাওয়ার ঝামেলা থেকে রেহাই পেতে এবং সাশ্রয়ী দামে দ্রুততার সাথে বাসায় দৈনন্দিন বাজার পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশে চালু আছে চালডাল ডট কমের সার্ভিস। আপনি এই কোম্পানির মাধ্যমে নিত‍্যপ্রয়োজনীয় সকল সামগ্রী যেমন মাছ, গোস্ত, চাল, ডাল, শাক, সব্জি ঘরে পাওয়ার সুবিধা নিতে পারেন। এজন্য আপনাকে তাদের ওয়েব সাইট chaldal.com এ গিয়ে অর্ডার করতে হবে। আপনি মোবাইল অ‍্যাপ এর মাধ্যমেও তাদের সেবা নিতে পারেন। এজন্য আপনাকে আপনার আইফোন অথবা এন্ড্রয়েড মোবাইল ফোনে তাদের অ‍্যাপটি ইন্সটল করে নিতে হবে। বর্তমানে চালডাল পূরো ঢাকা শহরে তাদের সেবা চালু রেখেছে।

Level 0

আমি মুনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস