বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম। শুরুতেই দোয়া করছি তাদের সুস্থতার জন্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাই সাবধানে থাকুন, মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং বাহির থেকে বাসায় ফিরে প্রথমেই সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
.বিডি ডোমেইন ইন্টারনেটে একটি শীর্ষ স্তরের কান্ট্রি ডোমেন (সিসিটিএলডি)। এটি ইন্টারনেট বিশ্বে বাংলাদেশের ঠিকানা। .বিডি বাংলাদেশের পতাকাকে উপস্থাপন করে। দেশীয় সকল প্রতিষ্ঠান চায় এই কান্ট্রি ডোমেইন ব্যবহার করতে কিন্তু ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে অনেকেই ঝামেলার মনে করেন। আবার অনেকে এই ডোমেইন সম্পর্কে কিছু না জেনে রেজিস্ট্রেশন করে ফেলেন। তো যাই হোক, আজকে কিছুটা বিস্তারিত আলোচনা করবো আমাদের দেশীয় ডোমেইন সম্পর্কে এবং আপনাদের মোটামুটি একটা ধারণা দেয়ার চেষ্টা করবো।
বিডি ডোমেন বাংলাদেশে আপনার এসইও(SEO) র্যাঙ্কিংয়ের উন্নতি করবে এবং আপনার প্রতিষ্ঠানকে আপনার ক্লায়েন্টদের কাছে আস্থার জায়গা হিসেবে গড়ে তুলে সাহায্য করবে।
আসলে ডোমেইন হচ্ছে শুধুমাত্র একটা নাম। অন্য যে কোন ডোমেইন নামের শেষে শুধু .bd বসালেই হয়ে যায় (এই যেমন ধরুন dwhtutorial.com.bd/.org.bd/.info.bd সহ এমন আরও অনেক)। রেজিস্ট্রেশন করতেই যত সব তথ্য প্রদান করতে হয় এই আর কি। তো আসুন জেনে নেই এই ডোমেইন রেজিস্ট্রেশন করতে হলে কি কি কাগজপত্র বা তথ্য প্রদান করা বাধ্যতামূলক।
১। আপনার নিজস্ব ওয়েবসাইট অথবা ব্লগের জন্য আপনাকে অবশ্যই NID Card এর ফটোকপি দিতে হবে।
২। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আপনাকে দেশীয় ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। বিটিসিএল এর শর্তানুযায়ী ট্রেড লাইসেন্সে আপনার প্রতিষ্ঠানের দেয়া নামের সাথে আপনার ডোমেইন নামের মিল থাকতে হবে।
৩। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই প্রতিষ্ঠানের লাইসেন্স আবশ্যক।
কোথা থেকে, কিভাবে আপনি এই ডোমেইন কিনতে পারবেন?
আপনি চাইলে বিটিসিএল এর অফিশিয়াল ওয়েবসাইট https://bdia.btcl.com.bd/ থেকে অনলাইনে এই ডোমেইন কিনতে পারবেন। আপনি চাইলে স্ব শরীরে বিটিসিএল এর অফিসে যেয়েও কাজটি করতে পারবেন। আর আপনি যদি এত ঝামেলা পোহাতে না চান তাহলে আপনি চাইলেই বিকাশ, রকেট, ব্যাংক অথবা অন্যান্য পেমেন্ট মেথোড ব্যবহার করে Dhaka Web Host Ltd. এর মাধ্যমে আপনার পছন্দের ডোমেইন রেজিস্ট্রেশন করাতে পারবেন। তারা বিটিসিএল এর প্রাইসের সাথে তাদের নির্ধারিত সার্ভিস চার্জ নিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করতে আপনাকে সহায়তা করবে। ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে আপনার পছন্দের ডোমেইনটি ফ্রি আছে কি না তা চেক করে নিবেন। চেক করার জন্য বিডি ডোমেইন চেক এই লিংকটি ভিজিট করতে পারেন।
কত বছরের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন?
আপনাকে নুন্যতম ২ বছরের জন্য ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে হবে যা পরবর্তীতে আপনি প্রয়োজন মত প্রতি বছর রিনিউ করিয়ে নিতে পারবেন। অবশ্যই যত দ্রুত সম্ভব রিনিউ করে নিবেন নয়তো দেরি করার কারনে আপনাকে জরিমান গুনতে হবে।
আসুন দেখি কোন ডোমেইন নাম কোন ধরনের প্রতিষ্ঠানকে উপস্থাপন করে
.gov.bd শুধুমাত্র সরকারের কাছে সীমাবদ্ধ
.com.bd ব্যবহৃত হয় ব্যবসা অথবা বানিজ্যিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে
.org.bd ব্যবহৃত হয় অলাভজনক প্রতিষ্ঠানের জন্য
.net.bd বাংলাদেশী ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীর অবকাঠামোতে সীমাবদ্ধ
.info.bd ব্যক্তিগত নামের উদ্দেশ্যে নিবন্ধন করতে পারবেন
.edu.bd বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সীমাবদ্ধ
.ac.bd বাংলাদেশী একাডেমিক ইনস্টেকটিউনসউট, স্কুল এবং কোচিং সেন্টারের জন্য সীমাবদ্ধ
ধন্যবাদ।
-
কম খরচে ডোমেইন হোস্টিং কেনার জন্য যোগাযোগ করুন এইখানে ঢাকা ওয়েব হোস্ট লি.
আমি কামরান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।