সেরা ১২ টি কীবোর্ড সর্টকার্ট শুধুমাত্র Winodows ব্যবহারকারীদের জন্য

সেরা ১২ টি কীবোর্ড সর্টকার্ট (Best Hotkeys for Windows)

আজকে আমি এই লেখার মাধ্যমে বলতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটার সর্টকার্ট যা আপনার কম্পিউটারের দক্ষতা কে আরো এক লেভেল এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক।

Windows + L এটি অসাধারণ একটি কম্পিউটার সর্টকার্ট। এই কী দিয়ে আপনি আপনার কম্পিউটারের যেকোনো অবস্থায় থেকে প্রেস করে কম্পিউটার কে লক করতে পারবেন। এবং নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে পুনার‍রায় লগ ইন করে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। যদি এই সর্টকার্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট বক্সে বলে ফেলুন।

Windows + F4:

যখন আপনার কম্পিউটারের মাউস কাজ করে না। আর আপনি কম্পিউটার টিকে বন্ধ বা রিস্টার্ট করতে চান তখন এই সর্টকার্ট চেপে কম্পিউটারের বন্ধ করা বা রিস্টার্ট করার সকল অপশন পেয়ে যাবেন। অথবা আপনি যদি কিবোর্ড দিয়ে কম্পিউটার কে কন্ট্রোল করতে চান তাহলে এই সর্টকার্ট অনেক কাজে লাগবে।

Windows + S:

আপনার কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার খুজতে অনেক সাহায্যকারী একটি সর্টকার্ট। চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন।

F4:

কোনো ফাইল বা ফোল্ডার কে পুনারায় নামকরণ বা (Rename) করতে এই সর্টকার্ট ব্যবহার করতে পারেন।

Windows + C:

Cortana এর সাথে কথা বলতে চান। তাহলে এখনই প্রেস করে ফেলুন Windows+C। আর মনের কথা বলে ফেলুন খুব সহজে।

F11 or Windows logo key + UP Arrow key:

আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম যখন ছোট-বড় বা (minimize or mazimize) করতে এই সর্টকার্ট গুলো ব্যবহার করতে পারেন। কত সহজ তাই না

Ctrl + Z:

ইস একটা গুরুত্বপূর্ন ডকুমেন্ট মুছে ফেললাম আবার কীভাবে পাব? সমস্যা নেই আপনার জন্য অসাধারণ একটি সর্টকার্ট (Ctrl+Z) হ্যা একবার চেপেই তো দেখুন। কাজ করে কি না?

Ctrl + W:

আবার মাউস পয়েন্টার টি কে ঐ কোনায় নিয়ে গিয়ে (Close) আইকনে ক্লিক করা কতটা বিরক্ত। এখান থেকে কিভাবে মুক্তি পাব?

আরে ভাই থামেন এই নেন (Ctrl+W) প্রেস করেন আর খুব সহজে মিনিমাইজ (Close) করে ফেলেন।

Windows + Left / Right Arrow Key:

ভাই আমি একসাথে দুইটা সফটওয়্যার একসাথে কাজ করতে চাই। যেমন ধরেন এক সাইটে PDF ফাইল খুলে রাখব আরেক পাশে MS Word খুলে লেখা লেখি করবো। এর কোনো সমাধান আছে কী?

হ্যা ভাই আছে, আর না থাকলেও আপনার জন্য বানিয়ে নিব। প্রেস করে ফেলুন কীবোর্ডের Windows key + আপনি সফটওয়্যারটিকে কোন সাইটে নিতে চাচ্ছেন সেই কী চাপুন। যেমন বাম সাইটে পিডিএফ খুলে রাখবেন তার জন্য(Windows key + Left Arrow key) একই ভাবে অপর সফটওয়্যারটি ডান দিকে নেওয়ার জন্য (Windows key + Right Arrow key)।

Ctrl + Shift + Esc :

আচ্ছা আপনার কম্পিউটার কীভাবে কাজ করছে। কতটা স্প্রিডে কাজ করছে। সেইটা দেখার কোনো উপায় আছে কি?

হ্যা অবশ্যই আছে, তার জন্য (Ctrl + Shift + Esc) এই কী গুলো চাপুন তাহলেই আপনার সিস্টেমের Task Manager Open হয়ে যাবে।

Windows + T:

কম্পিউটারের টাস্ক ম্যানেজার থেকে সফটওয়্যার সিলেক্ট করে ওপেন করার কোনো টেকনিক আছে কী মাউস ছাড়াই?

আরে ভাই দাড়ান, আপনি এত অলস কেনো সব জায়গাতে সর্টকার্ট খুঁজে বেড়ান।

না ভাই সেটা না, সময়ের মূল্য আছে তো। তাই জানতে চাচ্ছিলাম।

ওহ তাই, তাহলে ঠিক জায়গায় এসেছেন। প্রেস করেন (windows + T)।

Windows + Number:

আমার না (Windows + T) চাপতে গেলে অনেক দেরি হয়। অনেক সফটওয়্যার সেটাপ দেওয়া আছে তাই।

আসলেই আপনি জিনিয়াস একটা না একটা সমস্যা বের করবেনই। আমিও তো আর মুখের উপর না করতে পারিনা।

দেখুন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার টি টাস্কবারে কত নাম্বারে অবস্থান করছে। আর প্রেস করেন (Windows + টাস্কবারে কত নাম্বারে আছে সেই নাম্বারটি।

শেষ কথা,

হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন। আশা করি ভালো আছেন। কারণ এই মূহর্তে আপনি আমার লেখা টি পড়ছেন। জানিনা কত টা সাহায্য করতে পেরেছি। তা টিউমেন্ট বক্সে জানা তে ভুলবেন না। কারণ আপনার একটা মন্তব্য আমার কাছে অনেক কিছু

 

Level 1

আমি মোঃ সোলায়মান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস