ফাইবার থেকে অর্ডার পাবার ২ টি সিস্টেম আছে:
সরাসরি বায়ার এসে হায়ার করতে পারে।
বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার পেতে পারেন।
আপনি এই দুইটি সিস্টেম ভালো ভাবে রপ্ত করার মাধ্যমে, ফাইবার থেকে দ্রুত অর্ডার পেতে পারেন।
এখানে আমি কিছু করণীয় বলছি, আপনি এই বিষয়গুলো ফলো করতে পারেন। আপনি এই ব্যাপার গুলো মেনে চললে আপনি অবশ্যই দ্রুত কাজ পাবেনঃ
প্রথমেই ভালো ভাবে আপনার প্রোফাইল তৈরি করুন। আপনার টাইটেল, ডেসক্রিপশন, সার্টিফিকেট, ফিল্ড অফ এক্সপার্টাইজ, সব কিছুই এড করুন।
সুন্দর একটি প্রোফাইল পিকচার এড করুন। সুন্দর বলতে এমন নয় যে আপনাকে পরিষ্কার হতে হবে, ভালো দেখতে হবে। এখানে সুন্দর বলতে আপনাকে দেখে যেন প্রোফেশনাল মনে হয়।
উপরের ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোনটি প্রোফেশনাল লুক আর কোনটি আনপ্রোফেশনাল:
এ তো গেল প্রোফাইল সেটিং। এরপরে যা করবেনঃ
এবার আপনি গিগ তৈরি করুন। নতুন অবস্থায় আপনি ৭ টি গিগ তৈরি করতে পারবেন। আপনি ৭ টি গিগ তৈরি করার চেষ্টা করুন। এতে করে বেশি করে বায়ার রিকোয়েস্ট পাবেন।
প্রত্যেকটি গিগ SEO friendly করে তৈরি করার চেষ্টা করুন
এরপর থেকে নিয়মিত ১০ টি করে বিড করুন। বিড করার ক্ষেত্রে অবশ্যই হাবিজাবি না লিখে সরাসরি কাজের বর্ণনা দিন
আর যত বেশি পারবেন এক্টিভ থাকার চেষ্টা করুন।
আমি মোঃ সোলায়মান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।