আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এডমিন? কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন? রিসেট করতে পারছেন না কারণ এডমিন ই-মেইলও মনে নেই! আসুন দেখি কিভাবে সি-প্যানেল phpMyAdmin থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন? চাইলে এডমিন ইউজার নেইম এবং ই-মেইলও পরিবর্তন করতে পারবেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম। শুরুতেই দোয়া করছি তাদের সুস্থতার জন্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাই সাবধানে থাকুন, মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং বাহির থেকে বাসায় ফিরে প্রথমেই সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন

আজকের টিউনটিও অন্য সব টিউন থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাকে বিপদ থেকে উদ্ধারের একমাত্র রাস্তা। আজকে দেখবো কিভাবে সি-প্যানেল phpMyAdmin থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন? চাইলে এডমিন ইউজার নেইম এবং ই-মেইলও পরিবর্তন করতে পারবেন।

তো চলুন শুরু করি.

১। আপনার সি-প্যানেল একাউন্টে লগইন করুন।

২।  DATABASES সেকশন থেকে phpMyAdmin এ ক্লিক করুন।

৩। নিচের ছবিতে দেখানো অপশনগুলো সিরিয়াল বাই ফলো করুন।

যেমনঃ প্রথমে ডাটাবেইজের নামের পাশে + আইকনে ক্লিক করুন। এরপর wp_users এ ক্লিক করুন। তারপর Edit এ ক্লিক করুন। দুই নাম্বার অপশনে wp এর পরিবর্তে অন্য নামও থাকতে পারে।

আপনি যদি ডাটাবেইজের নাম ভুলে যান অথবা একাধিক ডাটাবেইজ থাকে, তাহলে সি-প্যানেলে ফাইলস্‌ সেকশন থেকে File Manager এ যেয়ে public_html ডিরেক্টরি থেকে wp_config.php ফাইলটি ওপেন করে ডাটাবেইজের নাম দেখে নিবেন।

৪। এখানে user_pass থেকে আপনার এডমিনের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এর জন্য পাশে থেকে ড্রপ ডাউন অপশনগুলো থেকে MD5 সিলেক্ট করুন এবং পাশে থাকা ঘর থেকে পূর্ববর্তী এনকোডেড পাসওয়ার্ড মুছে আপনার নতুন পাসওয়ার্ড লিখুন এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। সব শেষে নিচে থেকে Go বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেলে আপনার কাজ।

ঠিক এভাবেই আপনি এই একই অপশন থেকে আপনার এডমিনের ইউজার নেইম এবং ই-মেইলও পরিবর্তন করতে পারবেন।

ধন্যবাদ।

-

কম খরচে ডোমেইন হোস্টিং কেনার জন্য যোগাযোগ করুন এইখানে ঢাকা ওয়েব হোস্ট লি.

Level 0

আমি কামরান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস