বর্তমানে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। সারাদিনে একবার হলেও ফেসবুক, ইউটিউব, গুগল, কোরা কিংবা খবর পড়তে বিভিন্ন পোর্টাল ব্রাউজ করি। সহজ কথায় ইন্টারনেট আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিয়েছে। আমরা অনেক সময় সচরাচর ওয়েবসাইটগুলো ব্রাউজ করা ছাড়াও নিজেদের অজান্তে আরো অনেক সাইটই ইন্টারনেটে ব্রাউজ করে থাকি। এইরকম লাখ লাখ ওয়েবসাইটের ভিড়ে কিছু ওয়েবসাইট আছে যা আসলেই বিস্ময়কর। এখানে আছে সেরকমই ৭টি ওয়েবসাইট
1. The Face of Facebook: ওয়েবসাইটটিতে ঢুকলে প্রথমেই মনে হবে মরুভূমিতে তপ্ত রোদে জ্বল জ্বল করা বালিকণার সমাহার। আসলে ওয়েবসাইটটি হল ফেসবুক একাউন্টগুলোর তথ্যবান্ডার। জ্বল জ্বল করা বালিকণার ন্যায় অংশগুলো হলো একেকটি প্রোফাইল পিকচার। ফেসবুকের এ যাবতকালের সমস্ত প্রোফাইলের আপডেটেড পিকচারগুলোই এখানে আছে। ওয়েবসাইটটিতে ঢুকে পেইজের যে কোনো অংশে একটি ক্লিক করলেই পেইজটি জুম হয়ে ফেসবুক ইউজারদের প্রোফাইল পিকচারগুলো দেখা যাবে। মাউস ডানে বামে, উপরে নিচে নড়াচড়া করেও প্রোফাইল পিকচারগুলি দেখা যাবে। এখান থেকে যেকোন একটি পিকচারের উপরে ক্লিক করলে সেই পিকচারের উইজারের একাউন্টটি ব্রাউজারের নতুন একটি ট্যাবে ওপেন হবে। ওয়েবসাইটটিতে প্রতি মুহুর্তে ফেসবুকে কতগুলো একাউন্ট তৈরি হচ্ছে সেটাও রিয়েল টাইমে ক্যালকুলেট করে দেখানো হচ্ছে। এই বিস্ময়কর ওয়েবসাটটির লিংক - THE FACES OF FACEBOOK
2. Pointer Pointer: আরো বিস্ময়কর একটি ওয়েবসাইট এটি। ওয়েবসাইটটিতে ঢুকে ওয়েবপেইজে মাউস পয়েন্টার যেখানেই নেয়া হবে সেখানেই আঙুল দিয়ে কিছু একটা ‘নির্দেশ’ করার মতো ছবি ওপেন হবে। মাউস পয়েন্টার যেখানেই ধরা হবে সেখানেই আঙুল দিয়ে ‘নির্দেশ’ করার অংশটি থাকবে। খুবই অদ্ভুত একটি ওয়েবসাইট এটি। ওয়েবসাইটটির লিংক - pointerpointer.com
3. Ancient earth Globe: ওয়েবসাইটটিতে ঢুকে প্রথমে চোখের সামনে মহাবিশ্ব ছাড়া কিছু বোঝাই মুশকিল। কিন্তু ওয়েবপেইজটির ডান পাশের উপরের কর্নার থেকে Remove Clouds এ ক্লিক করতেই ৬০০ মিলিয়ন বছর আগের পৃথিবীর একটি ত্রিমাত্রিক নকশা ওপেন হবে। আসলে ওয়েবসাইটটি হল ৬০০ মিলিয়ন বছর আগের First Multicellular Life থেকে ৬৫ মিলিয়ন বছর আগের ডাইনাসোর বিলুপ্তি হয়ে বর্তমান পৃথিবীর একটি ত্রিমাত্রিক নকশা। প্রতিটি নকশা আবার জুম করে করে দেখা যায়। ৬০০ মিলিয়ন বছর আগে পৃথিবী কেমন ছিল এবং পরিবর্তিত হতে হতে বর্তমানে কেমন হলো সেগুলো বাম পাশের নিচের কর্নারে বিস্তারিত সহ জানা যায়। বিস্ময়কর শিক্ষণীয় এই ওয়েবসাইটের লিংক - Ancient Earth
4. Norse Attack Map: এই ওয়েবসাইটটি মূলত প্রতি মুহূর্তে কোন দেশ থেকে কোন দেশে, কোন পদ্ধতিতে, কি টাইপের হ্যাকিংগুলো হচ্ছে সেটার একটি লাইভ ম্যাপ। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে অবাক হয়ে যেতে হবে। প্রযুক্তির কল্যাণে কত কিছুই সম্ভব। ওয়েবসাইটটির লিংক - NorseCorp - NorseCorp.com
5. Internet Archive: ইন্টারনেট আর্কাইভ, নাম শুনলেই পুরো ইন্টারনেট দুনিয়াটা আমাদের সামনে চলে আসে। কিন্তু আসলে এই ওয়েবসাইটটি তথ্যবহুল একটি ভিন্ন রকম ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে ঢুকে উপরে থাকা গোলাপি এবং কালো কালারে লেখা WayBackMachine এর ডান পাশে সার্চ বক্সে কোন ওয়েবসাইটের এড্রেস লিখে এন্টার দিলেই সেই ওয়েবসাইটের যাত্রাকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল ডাটার একটা গ্রাফ স্কেল চলে আসবে। সেই গ্রাফ থেকে দিন তারিখ অনুযায়ী ওয়েবসাইটের ইন্টারফেস শো করবে। মানে Internet Archive ওয়েবসাইটটির মাধ্যমে ফেসবুক, ইউটিউব, গুগল সহ বিশ্বের সকল ওয়েবসাইটের যাত্রাকাল থেকে বর্তমান কাল পর্যন্ত ওয়েবসাইটের সমস্ত ডাটা সংগ্রহ করে রাখে। ইউজার যখন ইচ্ছে তখন কোন সময়ের ডাটাগুলো কি ছিল, ওয়েবসাইটটি কেমন ছিল তা সম্পর্কে অবগত হতে পারে। এমনকি একটিভ ওয়েবসাইট গুলোর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইট গুলোর ডাটাও সেখানে পাওয়া যাবে। তথ্যবহুল ওয়েবসাইটটির লিংক - Digital Library of Free & Borrowable Books, Movies, Music & Wayback Machine
6. Zoomquilt: এটি খুবই আশ্চর্যজনক একটি ওয়েবসাইট। আপনারা অনেকেই ইনফিনিটি জুমের কথা শুনেছেন, কিন্তু হয়ত দেখেননি। এই ওয়েবসাইটটি মূলত স্থিরচিত্রের মধ্যে সীমাহীন ভাবে জুম হতে থাকা কোন একটি রূপকথা বা সভ্যতার গল্প। যেখানে আছে আকাশ, বন-জঙ্গল, পাহাড়-পর্বত, রাজ প্রাসাদ, মানুষ, জীবজন্তু ইত্যাদি। স্থিরচিত্রগুলো এমনভাবে জুম হতে থাকবে যে দেখে বোঝার উপায় নেই কিভাবে এত নিখুতভাবে এটি তৈরি করা হয়েছে। বিস্ময়কর ওয়েবসাইটটির লিংক - Zoomquilt
7. Essay Typer: অনলাইনে নির্ভুলভাবে Essay বা ইংরেজি প্রবন্ধ লেখার জন্যে সবচেয়ে সহজ ওয়েবসাইট এটি। ওয়েবসাইটটিতে ঢুকে যেকোন একটি শব্দ লিখে এন্টার চাপলেই.doc পেইজ খুলে যাবে। সেখানে কী-বোর্ড থেকে যা ইচ্ছে টাইপ করে গেলেও নির্ভুলভাবে একটি প্রবন্ধ প্রিন্ট হতে থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হল কী-বোর্ডে যা ইচ্ছে তা টাইপ করলেও প্রবন্ধটি প্রিন্ট হওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে। ওয়েবসাইটের লিংক - EssayTyper
তথ্যসূত্র :-ইন্টারেনেট
ভুলত্রুটি মার্জনীয়।
ধন্যবাদ 🖤
আমি মোঃ সোলায়মান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।