কিভাবে সি-প্যানেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন?

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম। শুরুতেই দোয়া করছি তাদের সুস্থতার জন্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাই সাবধানে থাকুন, মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং বাহির থেকে বাসায় ফিরে প্রথমেই সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন

 

কম খরচে ডোমেইন হোস্টিং কেনার জন্য যোগাযোগ করুন এইখানে ঢাকা ওয়েব হোস্ট লি.

এই টিউনটি আপনার সি-প্যানেল একাউন্টের সিকিউরিটি নিয়ে করা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু অনেকেই জানে না কিভাবে এটি ইউজ করতে হয়। অনেক সি-প্যানেল ইউজার তাদের ডাটার নিরাপত্তার স্বার্থে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে চায়। এখন দেখাবো কিভাবে সি-প্যানেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন?

টু ফ্যাক্টর অপশনটি ব্যবহার করার জন্য অবশ্যই একটি স্মার্ট ফোনের প্রয়োজন। যদি আপনার স্মার্ট ফোন থাকে তাহলে নিচে দেয়া স্টেপগুলো অনুসরণ করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কনফিগার করে নিন।

১। আপনার সি-প্যানেল একাউন্টে লগইন করুন।

২। সিকিউরিটি সেকশন থেকে Two-Factor Authentication এ ক্লিক করুন।

৩। Set Up Two-Factor Authentication বাটনে ক্লিক করুন।

৪। আপনার স্মার্ট ফোনের অ্যাপ স্টোর থেকে একটি QR Code Scanner অ্যাপ্লিকেশন ইন্সটল করুন এবং Step 1 এ যে QR কোডটি দেখতে পাচ্ছেন তা স্ক্যান করুন। স্ক্যান হয়ে গেলে আপনি ৬ ডিজিটের একটি কোড পাবেন। কোডটি ছবিতে দেখানো Step 2 তে বসিয়ে Configure Two-Factor Authentication বাটনে ক্লিক করুন।

কোন কারণে যদি আপনি Step 1 এ QR কোডটি দেখতে না পান, তাহলে কোডটির নিচে দেখবেন একটি ইউজার নেইম এবং একটি সিক্রেট কি দেয়া থাকবে। এই তথ্যগুলো আপনার ইন্সটল করা অ্যাপ্লিকেশনে বসাবেন এবং পরবর্তীতে একইভাবে ৬ ডিজিটের একটি কোড পাবেন, কোডটি Step 2 এ বসিয়ে কনফিগার করে নিন।

ধন্যবাদ।

Level 0

আমি কামরান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস