আপওয়ার্ক নিয়ে A to Z সম্পূর্ণ ধারণা ও লাইভ কাজ দেখে নিন!
upwork complete guide নিয়ে এ আর্টিকেল পড়ে আপনি অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক সম্পর্কে জানতে পারার পাশা পাশি কাজ করার সাহস পাবেন।
এ article টির মধ্যে Online Marketplace আপওয়ার্ক নিয়ে আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তরের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অজানা তথ্য ও বিষয় তুলে ধরা হয়েছে, যেগুলো beginner ও advance level সবার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি.
এ টিউন বা আর্টিকেল থেকে যাহা জানব -
→ Upwork কি?
→ আপওয়ার্ক যাদের জন্যে উপর্যুক্ত জায়গা
→ Upwork profile কিভাবে সহযে এপ্রোভ করবেন
→ Upwork account approved ও invitation পাওয়ার সহয উপায় গুলা কি কি
→ upwork proposal cover letter লেখার নিয়ম এবং সিক্রেট কিছু টিপস দেওয়া হল
→ পূর্ব-সতর্কতা, আপওয়ার্ক একাউন্ট সুরক্ষা নিশ্চায়ন ও ভবিষ্যৎ কি করবেন
→ সহযে কাজ পাওয়ার গোপন টেকনিক
→ এ কাউন্ট সাসপেন্ড হওয়ার মূল কারণসমূহ গুলা কিকি হতে পারে এবং কেন হয়
→ একাউন্ট ভেরিফিকেশ্ন, টাকা তোলা সহ আর অনেক কিছু আসুন জেনে নিই এই ফুল কোর্স এ আর কি কি আছে।
No 1.অনলাইনে ইনকাম যেভাবে শুরু করবেন
No 2. How to approve Upwork Account
No 3. How to Upwork Account Complete
No 4. Upwork Readiness Test
No 5. Upwork Rising Talent
No 6. Upwork Specialized Profile
No 7. Upwork Payment Method
No 8. Upwork Withdraw Money Payment Method
No 9. Upwork Hourly Job details
No 10. Upwork Project Catalog Create upwork Gig
No 11. How to Get First Job Tips
No 12. How to choose Best Buyer
No 13. Upwork Proposal Search Tips
No 14. Cover Letter tips for beginners
No 15. Upwork Cover letter Data entry
No 16. Upwork Tips 0% Comission
No 17. Job Filtering with Cover letter
No 18. Upwork Account Suspended Solution
No 19. Rejected Upwork Project Catalog
No 20. Upwork Review Edit
No 21. How To Buy Upwork Connects
No 22. Upwork COver Letter Tips Web developer
No 23. Upwork Toprated Badge
No 24. 1 job apply 1 interview tips
No 25. Get Upwork JOb Without Apply Safe Upwork Connect
No 26. Upwork Video Verification
Full Cource Here : https://www.youtube.com/watch?v=_od3KP6M1RI
Upwork কি:
Upwork হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে উপর্যুক্ত কাজের বিনিময়ে ঘরে বসেই অর্থ উপার্জন করা যায়। অনলাইনে অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে যেমন- fiverr, upwork, freelancer, odesk, seo clerk, five squid etc সাইট। এসব মার্কেটপ্লেস সাইটের মাধ্যমে অনেক কোম্পানি কাজের offer করে, আর আমরা ফ্রিল্যান্সাররা উপর্যুক্ত অর্থের বিনিময়ে ঐ কাজ করে দেই। এইক্ষেত্রে ঐ মার্কেটপ্লেস সাইটটিও ভ্যাট বসিয়ে কিছু টাকা কেটে রেখে দেয়। এভাবে ক্লায়েন্ট, ফ্রিল্যান্সার ওয়ার্কার, মার্কেটপ্লেস মালিক সবাই উপকৃত হন। েভাবেই মার্কেটপ্লেস কাজ করে থাকে। তবে এখানে প্রফশনাল না হয়ে একাউন্ট না খোলায় ভালো।
আপনি যদি নিজেকে উপর্যুক্ত, দক্ষ প্রমাণ করতে পারেন তাহলে সবার মত আপনিও online এর যেকোনো মার্কেটপ্লেসে কাজ করে অনেক অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক।
উপর্যুক্ত দক্ষতা থাকলে upworkএ বিভিন্ন ক্লায়েন্ট থেকে কাজের বিনিময়ে অর্থ উপার্জন অনেক সহজ ও সেরা একটি মাধ্যম। আপনি আপওয়ার্ক মার্কেটপ্লেস ভিত্তিক কাজ করা কঠিন হবে তাই সবার প্রিয় মার্কেটপ্লেস আপওয়ার্ক।
Upwork যাদের জন্যে উপর্যুক্ত জায়গাঃ-
শুধু অফলাইনে নয়, Digital marketing এর এ যুগে নিজের ঘরে বসে Online এ income করার অনেক সহজ পথ রয়েছে। আপনি যদি কোনো একটা বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করতে পারেন, খুব ভাল কাজ জানেন যেমন- গ্রাফিক্স ডিজাইন, ui design, web development, SEO, ও্যেব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন etc এসব কাজ জানা থাকলে ঘরে বসেই অনলাইন থেকে খুব সহজে ইনকাম করা যায়। এক্ষেত্রে মাসে হাজারো ডলার ইনকাম করা কোন ব্যাপার না। সোজা কথায় বলতে গেলে যারা Online এ কোনো কাজে খুব অভিজ্ঞতা, দক্ষতার পরিচয় দিতে পারে, তাদের জন্য কাজ করার জন্য আপওয়ার্ক একটা সেরা মার্কেটপ্লেস।
online এ এসব কাজে দক্ষতা ও ধৈর্য ছাড়া আপওয়ার্কে কাজ করতে আসাটাই বৃথা, তাই আগে পূর্ণাংগভাবে কাজ শেখুন, তারপর ইনকামের চিন্তা করুন। তখন, আমার পক্ষ থেকেও আপনাকে বলব, আপওয়ার্কে স্বাগতম!
Upwork profile/account সাজানো:
Upwork overview /সংক্ষিপ্ত বিবরণ: প্রোপাইলের প্রথমেই থাকা overview/সংক্ষিপ্ত বিবরণটা খুব সুন্দর করে গুছিয়ে প্রাঞ্জল, মার্জিত ভাষায় লিখবেন। যেন খুব সহযে বোঝা যায়। বায়ার আপনার কে ডেকে কথা বলতে পারবে না তাই আপনার প্রফাইল দেখেই আপনাকে ডাকবে সেহেতু আগে প্রফাইলটি আগে ঠিক করুন।
Photo/picture: হাস্যজ্জল চেহারায় ফরমাল প্রপেশনাল ফটো ব্যবহার করা ভাল। সান গ্লাস মুক্ত ছবি দিবেন এবং পিছনের ব্যক্রাউন্ড ক্লিয়ার দিবেন। এক কালারের ছবি হলে ভালো হয়
Upeork Hourly Rate: এ রেট দ্বারা ক্লায়েন্ট আপনার দক্ষতা বুঝতে পারে আপনি কতটা দক্ষ। তাই আপনার দক্ষতা অনুযায়ী hourly rate সেট করুন, ঘন্টায় কত ডলারে আপনি কাজ করবেন। এই hourly rate এর সাথে সামঞ্জস্য রেখে জবে বিড করুন। যেমন-আপনার hourly rate যদি 5 ডলার হয় তাহলে 4-6 ডলার জবে বিড করুন। এবং সেটা আপনার প্রাপ্য সেটায় ব্যভার করুন বেশী বেশি দিয়ে কোন লাভ নেই
Upwork skills list:
ভুল skills প্রদর্শন না করে সেসব কাজ জানেন ঐসব কাজ স্কিলে সিলেক্ট করে যুক্ত করুন। যেটার উপর আপনার দক্ষতা আছে এবং যেটা আপনি ১০০% বলতে পারবেন যে আমি পারব সেতায় দিবেন
Build a upwork Portfolio: ক্লায়েন্টকে আপনার দক্ষতা বুঝাতে সঠিক Portfolio খুব কাজ দেয়। তাই এটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলুন। অবশ্যই নিজে যেটা করছেন সেটাই দিবেন।
Certifications: Educational certificate মেনুতে সেটি আপলোড না করলেও চলবে। তবে অনলাইন বা অফলাইনে কোনো কোর্সের সার্টিফিকেট থাকলে তা দিবেন। যে কয়টা থাকবে সে কয়টায় দিবেন
Employment history: পূর্বে আপনি কোথাও কি জব করেছেন তা দিবেন, পার্টটাইম হলেও দিবেন। এতে করে ক্লায়েন্ট আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বুঝতে পারবে। তবে ভুল তথ্য দিয়েন না। যাহা বলিবেন সত্য বলিবেন। এটা গুগলেও ইন্ডেক্স হয়ে থাকে সেহেতু অবশ্যই বানান ঠিক করে সুন্দর করে গুছিয়ে লিখবেন
Be honest with Client: যদি ইংরেজি কম পারেন, কোনো একটি কাজে দক্ষতা কম থাকে তা অবশ্যই ক্লায়েন্টকে জানান। মনে রাখবেন, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। রাখাল বালকের কথা মনে আছে তো।
এক্সট্রা জেনে নিন : আপনারা অনেকেই হয়ত জেনে থাকবে যে, আপওয়ার্ক তাদের নিজস্ব সাইটে ৬টা মডিউলে ভাগ করে খুব সুন্দরভাবে video tutorial ও article আকারে বলে দিয়েছে আপওয়ার্কে কিভাবে account create করতে হয়, profile approved করতে হয়, সাজাতে হয়, কাজ করতে হয়। এজন্য নিচের লিংকটি দেখুন-
Toutube Link : https://www.youtube.com/channel/UCX8HBUCZlPayarZXbalEl5Q?view_as=subscriber
যারা beginner লেভেলে অছে তাদেরকে upwork রুলগুলো ও একাউন্ট সুরক্ষাসহ কিছু নিয়মকানুন ও কলাকৌশল জানা লাগে যাতে করে আপওয়ার্কে নিজের অবস্থান তৈরি করতে পারে, কাজ পায় ও একাউন্ট সুরক্ষা পায়।
যারা upwork এ নতুন, তারা অনেক সাধারণ রুল গুলো না জানার কারণে রুল ব্রেক করে ফেলে যার কারণে তাদের আইডি ব্যান করা হয়ে থাকে।
এ টিউন থেকে আমরা a to z সম্পূর্ণ জানতে পারতেছি কিভাবে নিজের upwork id সাজাতে হয়।
upwork proposal cover letter লেখার নিয়ম:
প্রোপাইলের সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আসে cover letter লেখার পালা।
Salutation: শুরুতে Man! বা Dear hiring manager না লিখে hi there দিয়ে শুরু করতে পারেন।
ক্লায়েন্টের work history থাকলে ঐখান থেকে পুরনো কামলার ফিডব্যাক টিউমেন্ট থেকে ক্লায়েন্টের নাম জেনে নিতে পারে, এটা একটা ট্রিকস। তখন ক্লায়েন্টের নাম ধরে তাকে সম্বোধন করতে পারেন, তবে আচরণ হতে হবে মার্জিত।
First sentence: ১ম বাক্যটা যেন খুব সুন্দর মার্জিত হয়। কারণ এটা চোখে পড়ে বেশি।
যদি দেখেন যে, client এর job post বড়, তাহলে আপনিও client এর মত বড় করে cover letter লিখতে পারেন।
ক্লায়েন্ট যদি small job post দেয়, আপনিও অল্পতে মুল কথার সমন্নয়ে cover letterটি ছোট করে লিখবেন।
About Job Question: ক্লায়েন্টকে আজাইরা প্রশ্ন না করে সরাসরি কাজের কথা, টেকনিক্যাল স্পেসিফিক প্রশ্ন করতে পারেন। যেমন- ক্লায়েন্ট যদি জব সময়ের অভাবে হোক, আর যে কারণে হোক ডেসক্রিপশন না লিখে থাকে তাহলে তা জিজ্ঞেস করতে পারেন।
Service offer: আপনি ক্লায়েন্টকে কি কি সেবা দিতে পারেন তা জানাতে পারেন এবং অপার করতে পারেন।
client এর সাথে communicate করার জন্য upwork ছাড়াও অন্য মাধ্যম ব্যবহার করার ব্যাপারেও কথা বলতে পারেন, এতে আপনারই লাভ হবে।
আপনাকে ভালো করে কভার লেটার লেখা শিখতে হবে। বায়ার কে কনভিন্স করতে হবে কি লিখে ইত্যাদি ইত্যাদি
Upwork account approved হওয়ার ও invitation পাওয়ার উপায়:
উপরের দেওয়া সবগুলো রুল ফলো করলে, সব কাজ ঠিকভাবে করা থাকলে আশা করি আপনার account approved হবে। আর যদি না হয় তাহলে টিউমেন্ট বক্সে লিখবেন আমি রিপ্লায় দিব
সতর্কতাঃ
যেসব ক্লায়েন্ট এর আইডির payment method varified করা না, তাদের কাজ করবেন না, সে অনুরোধ করলেও না। এসব ক্ষেত্রে টাকা নিতে পারা যায় না। এছাড়া, ক্লায়েন্টের রেটিং চেক করে নেওয়া উচিৎ। তার জয়েনিং এর ডেট, কত ব্যায় করছে, কত দিন আগে যোগ দান করছে হারারিং রেট এ ছাড়াও কোন দেশের ক্লাইয়েন্ট সেটা দেখতে হবে বাংলাদেশ, ভারত, পাকিস্থান শ্রীলংকা, ভুটান, নেপাল এরকম দেশের কাজ প্রথমে না করাই বুদ্ধিমানের কাজ হবে।
আপওয়ার্কে কাজ পাওয়ার টেকনিক - how to bid on upwork:
» মনে রাখবেন, client চায় তার কাজটি যে কম অর্থে করে দিবে তাকে দিয়ে করাতে। এক্ষেত্রে কেউ 50 dollar চাইল, আর আপনি 5dollar চাইলেন, তাহলে এক্ষেত্রে কাজটি আপনি পাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ ক্ষেত্রে
» কাভার লেটার লেখার ক্ষেত্রে বিশাল আকারে মেসেজ না লিখে simply সরাসরি মুল কাজের কথা লিখলে ক্লায়েন্ট পছন্দ করেন ও আকর্ষিত হন। এক্ষেত্রে আপনি কি কি কাজ পারেন সে দক্ষতাগুলো সুন্দরভাবে দক্ষভাবে নিজেরমত করে ফুটিয়ে তুলুন।
» job post পড়ে client এর কোনো প্রশ্ন থাকলে তা cover letter এ উল্লেখ করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে তা করুন। কিভাবে jobটি সম্পুর্ণ করতে পারবেন তা প্রক্রিয়াসহ লিখুন।
» আপওয়ার্কে প্রতিদিন regularly আসুন, নতুন user হলে বেশি বেশি সময় দিন, client এর মেসেজ যত দ্রুত reply দেওয়ার মাধ্যমে কাজের প্রতি আন্তরিকতা ফুটিয়ে তুলুন। কাজ না পেলে freeতে হলেও কাজ করুন, অভিজ্ঞতা বাড়ান।
» marketplace এ প্রতি মুহুর্তে পাওয়া আপডেট সব কাজে দ্রুত বিড(দিনে সর্বোচ্চ ২-৩ টি বিড করুন) করুন, আবেদন করুন। তবে কন্ট্রাকটরের ইন্টারভিউতে আবেদন না করাই ভাল।
»তবে, client এর শর্ত পূরণ করতে না পারলে ঐ কাজে bid না করাই শ্রেয়। মানে করবেন না
Upwork account Suspended হওয়ার কারণসমূহ:
১)) অতিরিক্ত bid করে কাজ না পেলে account ব্যান করা হয়। যেমন- ডেইলি ৫-৬ বিড় করে কাজ পেলেন না। তবে, ৩০-৪০টা বিড় করে ১০ টা কাজ পেলে সমস্যা নেই।
এক্ষেত্রে সাজেশন হল: একদিনে সর্বোচ্চ ২টি বিড করা।
২)) প্রোপাইল ক্যাটাগরির সাথে বিড করা জায়গার ক্যাটাগরির ম্যাচ না করলে একাউন্ট ব্যান করা হয়। যেমন- আপনার প্রোপাইলে স্কিল web developer দেওয়া অথচ বিড করেছেন গ্রাফিক্স ডিজাইনে।
৩)) প্রোপাইলে স্কিল লেভেলের সাথে বিড করা জবের স্কিল লেভেল ম্যাচ না করলে আইডি ব্যান করা হয়। তবে intermediate level সিলেক্ট করা থাকলে এন্টি লেভেলে বিড করলে পারবেন, কিন্তু এন্টি level select করা থাকলে আপনি যদি medium/expert লেভেলে বিড করেন তাহলে id ব্যান করা হতে পারে।
৪)) একাইন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হলে আইডি ব্যান করা হয়। যেমন: video ভেরিফিকেশন, nid ভেরিফিকেশন।
এক্ষেত্রে সাজেশন হল: video varification চাইলে দ্রুত সম্ভব ১সপ্তাহে এর মধ্যে তা complete করে ফেলুন।
৫))কারো প্রোপাইল কপি করলে আইডি ব্যান করা হয়।
৬))একই নামে দুইটি id চালালে আইডি bann করা হয়।
৭)) client যদি job এ condition দিয়ে থাকে, ওই condition যদি আপনার সাথে match না করে তাহলে id ব্যান করা হয়। যেমন- জব কন্ডিশন অনেক সময় দেশ:রাশিয়া, ভাষা:রুশ, সাক্সেস স্কোর:৮০% ইত্যাদি দেওয়া থাকে যা আপনার সাথে match করে না, ওইসব জায়গায় bid করবেন না।
৮)) client এর সাথে খারাফ ব্যবহার করলে আইডি bann করা হয়।
৯)) সর্বোপরি, আপওয়ার্কের terms & condition রুল ব্রেক করলে অর্থাৎ যেকোনো রুল ভঙ্গ করলে আইডি ব্যান করা হয়।
upwork extension :
Upwork এর জন্য ব্রাউজারে দুটা extension ব্যবহার করতে পারেন। অনেকেই এগুলো firefox, chrome তে ব্যবহার করে, কোনো problem হয় নাই। risk মনে করলে ব্যবহার করার দরকার নাই।
১. Auto Refresh Plus.
(এই extension এর মাধ্যমে 24 ঘন্টা online এ থাকতে পারবেন ফলে invitation এবং job ইন্টারভিউয়ের চান্স বেশি থাকে। )
২. RSS Feed Reader
(এটার মাধ্যমে আপনার job field এ নতুন কোনো job post হলে শব্দ হবে এবং notification পাবেন। ফলে job ফিড বার বার refresh করতে হবে না। )
Upwork Tutorial Bangla Question & answer:
অজানা প্রশ্নোত্তর পর্বঃ
# প্রশ্ন:
আমার Upwork Account শুধু error আসে, অনেকবার profile edit করে Resubmited করা হয়েছে তবুও যেন Profile Approved হচ্ছে না। এখন আমি কি করব?
উত্তরঃ
আপনার proposal এর সবকিছু পুনরায় নতুন করে সাজান। প্রজেক্টগুলোর photo এবং details গুলো, link গুলো দেন। হয়ত, ঐ দিনই ১০ মিনিট এর মধ্যেই confirmation email পাবেন।
এক্ষেত্রে, বিস্তারিত বলতে গেলে profile edit করে ভাল মত title, Skill, education, description সবকিছু ঠিকঠাক completely লিখুন এবং portfolio যুক্ত করে submit করুন। আশা করি, আপনার id approved হবে.
অথবা, Online থেকে video tutorial দেখে দেখে নিতে পারেন।
# প্রশ্ন:
আমি upwork এ নতুন। কিভাবে কাজ শুরু করব কারো guide পেলে খুব ভাল হত। senior ভাইদের help আশা করছি, আমাকে কিছু উপদেশ দেন?
উত্তরঃ
৬-৯ মাস daily আপওয়ার্কে ৪-৫ ঘন্টা করে সময় দেন, inshaa Allah কাজ পেয়ে যাবেন। কিভাবে কাজ পাবেন সেটা ঐ সময়ই আপনাকে বলে দিবে।
প্রথম চাকরি পেতে গেলে যেমন বেগ পেতে হয় তেমন প্রথম কাজ পী একটূ ঝামেলা হয়ে থাকে তবে ধৈয্য ধারন করে কাজ চালিয়ে যেতে হবে একদিন কাজ পাবেন ইনশাল্লাহ
# প্রশ্ন:
upwork এ কি অন্যের credit card use করা যায়?
উত্তরঃ
কিসের জন্যে? যদি Connectes কেনার জন্যে হয়,
তাহলে উত্তর হবে- হ্যা, পারবেন। তবে credit card টি অবশ্যই dual currency card হতে হবে। পায়নিয়ার মাস্টার কার্ড হলে হবে। আবার নিজের ব্যালেন্স থেকেও কানেক্ট কিনতে পারিবেন। ধন্যবাদ
(আর যদি all purpose অর্থাৎ সবকিছু করার জন্যে হয়, তাহলে উত্তর কি হবে আপনিই আন্দাজ করতে পেরেছেন আশা করি)))
নিচের প্রস্ন গুলা কালেক্টড আপনার প্রশ্ন এখানে করুন এড করে দেওয়া হবে।
# প্রশ্ন:
আমি আপওয়ার্কে নতুন, কিভাবে বিড করব এবং কিভাবে cover letter লিখবো একটু জানান?
উত্তরঃ
এক্ষেত্রে আমার এ আর্টিকেল ভাল করে ফলো করলে আশা করি সব উত্তর পেয়ে যাবেন। তারপরও বুঝতে কোনো সমস্যা হলে YouTube এ Upwork এর অনেক tutorial আছে সেগুলো দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=u3b4Fy90pC4&list=PL1QAXQCQJrlB_DNE2QHCTz8cNQ5B_Rdvc
বিট করার ক্ষেত্রে, নতুন user হলে কিছুক্ষেত্রে সুবিধা আছে যেমন-
new user হয়ে থাকলে এবং bid শেষ হয়ে গেলে, সেক্ষেত্রে review নিয়ে bid এর Dollar পাওয়া যাবে। এক্ষেত্রে উপরন্তু আপনার profile এ একটি reviewও হল, ডবল সুবিধা। সুবিধাটি শুধুমাত্র নতুন user এর জন্য। লেগে থাকলে পারবেন হেরে গেলে ত গেলেনই
# প্রশ্ন:
আমার কার্ড নাই, তাই কিনতে পারছি না। Nymeria connect কিভাবে কিনব?
উত্তরঃ
আপনি kendo ব্যবহার করতে পারেন।
# প্রশ্ন:
EBL ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডে USD ডলার লোড করে Upwork এ কানেক্ট কিনা যায়?
উত্তরঃ
ডলার এনডোর্স করা থাকলে যাবে।
card টা visa powered হলে যাবে।
EBL এর কার্ডগুলো সাধারণত visa card দিয়ে powered হয়. মানে international transection গুলো হয় visar medium দিয়ে.
EBL এর devid কার্ড visa powered। এক্ষেত্রে এটা আপনার কাছে থাকলে তা দিয়ে upwork account কানেক্ট করতে পারবেন।
# প্রশ্ন:
এক ভাই বলল EBL এর কার্ড দিয়ে Upwork এর Membership plan করতে পারছে না। আমার প্রশ্ন হলো কোন কার্ড দিয়ে সহজ ভাবে কানেক্ট ক্রয় এবং Membership plan ইজিলি করা যাবে?
উত্তরঃ
Lifestyle card ব্যবহার করতে পারেন।
ebl এর debit card দিয়ে করা যায়।
EBL Aqua card দিয়ে যাবে না.
# প্রশ্ন:
Upwork এ ২০% সার্ভিস চার্জ কিভাবে কাটা হয়। ৫০০ ডলারের উপরে আয় হলে ১০% কাটবে এমনটাই জানতাম। আমার বর্তমান প্রজেক্ট(Hourly) শুরুর আগে সর্বমোট আয় ছিল ১৮০ ডলার। এখন ৬০০+ডলার। আমার এখনো ২০% হারেই service charge কাটছে। full details জনালে উপকার হত?
উত্তরঃ
মনে রাখবেন, specific ক্লায়েন্ট হলে সেক্ষেত্রে ঐ client হতে ৫০০ ডলারের উপরে ইনকাম হলে সেক্ষেত্রে প্রথম 500 ডলার এর জন্য 20% charge কাটা হয় এবং পরের ইনকাম হতে ১০% চার্জ কাটা হয়, এক্ষেত্রে পরের ১০০ dollar এর জন্য ১০% charge কাটা হবে।
মনে রাখবেন যে এটা শুধু সুনির্দিষ্ট কোনো ঐ একই কাস্টমারের ক্ষেত্রে প্রযোজ্য, যদি ভিন্ন ভিন্ন client হয় তাহলে হবে না।
# প্রশ্ন:
আমি এখনো NID কার্ড হাতে পাই নি. NID কার্ড ছাড়া কি Upwork একাউন্ট approve হয়.?
উত্তরঃ
Passport বা Driving Licence দিয়েও করতে পারা যায়।
# প্রশ্ন:
Client এর End থেকে Contract End করা ও Feedback দেয়ার কোন টিউটোরিয়াল আছে কি?(অনেক চেস্টার পরও Client বুঝতেছে না How to end)
উত্তরঃ
Screenshot পাঠান client কে। মনে রাখবেন, আপনার contact end করার প্রসেস এবং client এর প্রসেস same.
এটা দেখুন-
https://support.upwork.com/hc/en-us/articles/211062248-End-a-Freelancer-s-Contract
এটা ১০০% কাজ করবে আশা রাখতে পারেন।
এছাড়াও,
এটা দেখতে পারেন-
https://support.upwork.com/hc/en-us/articles/211062188-Leave-Feedback-on-a-Contract
# প্রশ্ন:
Payment withdraw করার জন্যে payment method profile নাম এর সাথে কি একই হতে হয়?
উত্তর:
একই হতে হয় না. দুই জায়গাই একই নাম না হলেও হবে. তবে একটু risk থেকেই যায়। যেমন- দামী কার্ড অনেকগুলো প্রোপাইলের সাথে যুক্ত থাকলে সমস্যা হতে পারে।
# প্রশ্ন:
upwork থেকে payoneer এর মাধ্যমে dutch bangla bank টাকা উইথড্র দিয়ে কেউ কি প্রণোদনা পেয়েছেন কি এখন পর্যন্ত?
আমি upwork থেকে ডিরেক্ট dutch bangla bank উইথড্রর কথা বলছি না। কেউ কেউ বলতেছে এভাবে প্রণোদনা পেয়েছে, আবার অনেকে বলতেছে তারা পাচ্ছে না। যদি এই পদ্ধতিতে প্রণোদনা পাওয়ার কোনো system থাকে তাহলে hundred percent sure হয়ে জানান please)
উত্তরঃ
(Upwork > Payoneer > DBBL
2% Intensive))
পেওনি থেকে উইথড্রো দিলে সেটা রেভিডেন্স হিসেবে ধরা হবে না। একে তো money broker কোম্পানি আবার Taka টা প্রথমে Bank asia এর কাছে যাবে সেখান থেকে convert হয়ে আপনার bank account এ আসবে।
সব শেষ কথা হলো Bangladesh Bank ২দিন আগে একটা notice দিয়েছে যে কোন প্রনোদনার টাকা ফ্রিলান্স earning এ দেওয়া হবে না।
জেনে রাখা ভাল-
payoneer usd কিনতে easypaid.net অথনা payqen.com বেস্ট bkash to payoneer।
# প্রশ্ন:
গত February মাসে আমার নিজের অনেক চেস্টার পর upwork account এপ্রুভ হয় এবং একটা কাজও পাই, তা হল ফটোশপে barecode তৈরির। American client মাঝে মাঝে কাজটা দেয়। তখন থেকে আমি আর কোনো কাজে বিড করি নাই কারন আমি কাজ করতাম grafix design এবং কিছু পত্র-পত্রিকার page মেক আপের এবং সর্বশেষ দৈনিক ইনকিলাবে web administrator এর কাজ করতাম কিন্তু অনেক আগে থেকেই আমার আগ্রহ web design এবং development এর উপর। তাই এখন কোনো কাজে bid না করে HTML, CSS, Bootstrap এবং WordPress এর practice করি। এবং এর মধ্যে 6টির মতো ওয়েব সাইট তৈরি করি WordPress দিয়ে। যার মধ্যে ১টি নিউজপোর্টাল, ২টি ই-কমার্স এবং ২টি অন্যান্য। আজ প্রথম WordPress Customization এর উপর ২টি বিড করলাম কিন্তু connect কেটেছে ৫টি এছাড়া কোনো ব্যালেন্স কাটেনি। এমনটা কেন হল?
(60টা কানেকক্ট ছিল। এবং একবার মেম্বরশিপ নিয়েছিলাম তখন 130 কানেকক্ট হয়েছিল)
উত্তরঃ
নতুন ব্যবহারকারীদের কিছু free connect দেওয়া থাকে, যা শেষ হয়ে গেলে (dollar দিয়ে)কিনতে হয়। এক্ষেত্রে আপনারও মনে হয় কিছু free connect ছিল।
job post এ connect দেখায়, বাজেটের উপরে। 1/2/4/6 এইভাবে connect কাটে এক এক job এ.
# প্রশ্ন:
Upwork proposal এর মধ্যে কি ওয়েবসাইটের portfolio page শেয়ার করা যাবে?
উত্তর:
হ্যা, পারা যায়। কিন্তু এসব এক্সটারনাল লিনক ইন্টার্ভিউ টাইমের মধ্যে শেয়ার করাটা ভাল। তা না করে বরং proposal এ আপওয়ার্ক default portfolio লিনক শেয়ার করাটাই বেটার।
মনে রাখবেন, external contact পুরোদমে আপওয়ার্কের terms and condition বিরোধী। তাই, এসব ক্ষেত্রে সতর্ক থাকবেন।
# প্রশ্ন:
আমি মেম্বারশিপ কিনবো upwork কিন্তু আমার মাস্টার কার্ড নাই। কিন্তু আমার ভাইর আছে, এতে আমার id কোন সমস্যা হইবো?
উত্তর:
এক্ষেত্রে আপনার ভাই clinet id খুলে আপনাকে hire করতে পারে। এতে সুবিধা হচ্ছে- feedback আসবে + membership কেনার $ ও আসবে. মানে এক ডিলে দুই পাখি মারা!
# প্রশ্ন:
account $ দিয়ে কি membership কেনা যাবে?
উত্তর:
হ্যা, পারা যায়।
Upcoming Post:
next time আবারো একটা বিশাল article নিয়ে খুবশীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ।
নেক্সট টিউনে আলোচনা করব কিভাবে সবচেয়ে সহযে একটায় বিড করে একতা কাজ পাবেন সেটা নিয়ে।
এছাড়াও, Upwork bangla video tutorial নিয়ে খুব শীগ্রই হাজির হচ্ছি। আশা করি freelancing bangla tutorial গুলো আপনাদের উপকারে আসবে। চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
এছাড়াও, upwork bangla tutorial এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট এর ফুল কোর্স অতিশীঘ্রই দেওয়া হবে।
Need More Help Just Join Our Group Free Support https://chat.whatsapp.com/BWocE1Z1h3v7lRMvvp6e2L
আমি মোঃ জাহাঙ্গীর আলম। CEO, Satkhira। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wordpress With SEO