স্যামসাং এর দূর্দান্ত একটি ফোন গ‍্যালাক্সি এম ১০

কোরীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এর মোবাইল সেটগুলো বরাবরই চমৎকার সব ফিচার সমৃদ্ধ যা দিয়ে আমরা অনায়াসেই লেটেস্ট গেমগুলো খেলতে পারি এবং উন্নত গ্রাফিকস এর দরকার এমন এপ্লিকেশনগুলো চালাতে পারি।  স্যামসাং এর এম সিরিজ এর ফোনগুলোও এর ব‍্যতিক্রম নয়। আজকে আমরা এখানে আলোচনা করছি এমনি একটি ফোন  স্যামসাং  গ্যালাক্সি এম ১০ নিয়ে। এই আলোচনাটি পড়ে আপনারা এই মোবাইলের দাম ও এর ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

স্যামসাং  গ্যালাক্সি এম ১০ বাংলাদেশের বাজারে আসে ২০১৯ সালের ৫ই ফেব্রুয়ারি। ১৬৩ গ্রাম ওজনের মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেম হলো এন্ড্রয়েড ভি ৮.১ ওরিও। এটি সর্বোচ্চ ৩ জিবি র‍্যাম সাপোর্ট করে আর এতে প্রাথমিক মেমোরি হিসেবে দেয়া আছে ৩২ জিবি আর স্লট হিসেবে আছে ২৫৬ জিবি মেমোরি সুবিধা। স্যামসাং  গ্যালাক্সি এম ১০ মালি – টি৮৩০ এমপি১ জিপিউ ও এক্সাইনস ৭৮৭০ অক্টা (১৪ এন্ এম) চিপসেট সমৃদ্ধ একটি ১.৬ গিগাহার্টজ প্রসেসর চালিত ডুয়াল সিম মোবাইল ফোন যার কারণে এটি চমৎকার গ্রাফিক্স সেবা দিতে সক্ষম। এটির রয়েছে দারুণ সব সেন্সর যেমন প্রক্সিমিটি, কম্পাস, জাইরো ইত্যাদি। এটিতে ব‍্যাটারি হিসেবে দেয়া আছে একটি লিথিয়াম আয়ন ব‍্যাটরী যা ৩৪০০ এম এ এইচ শক্তি সম্পন্ন। এটিতে আরও রয়েছে ডুয়াল ১৩ এমপি ব‍্যাক ক‍্যামেরা যেটি ফেস ডিটেকশন ও জিও ট‍্যাগিঞ সাপোর্ট করে। এটি ১০৮০পি@৩০এফপিএস গতিতে ভিডিও ধারণে সক্ষম। এটির সামনের ক‍্যামেরাটি ৫ মেগাপিক্সেলের যা দিয়ে খুব ভালো মানের সেলফি তোলা যায়।

এটিতে আছে ৬.২ ইঞ্চির ১৯:৯ এসপেক্ট রেটিও এবং ৭২০*১৫২০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে যেটি দ্বারা যেকোনো ভিডিও ও মুভি ভালোভাবে উপভোগ করা যায়। এটি কালো ও নীল এই দুই রঙে পাওয়া যায়। এই ফোনটির ডাইমেনশন হলো ১৫৫.৬*৭৫.৬*৭.৭ এম এম। এই সেটের কানেক্টিভিটি সুবিধার ক্ষেত্রে বলতে গেলে এটি ডুয়াল ব‍্যান্ড ৮০২.১১ এ/বি/জি/এন্/এসি ওয়াইফাই সুবিধা দেয় ও ভি৫.০ ব্লুটুথ সাপোর্ট করে। এটির ইউএসবি ভার্সন হলো মাইক্রো ইউএসবি ভি২.০ এবং জিপিএস ভার্সন হলো +এজিপিএস। বাংলাদেশে বর্তমানে  স্যামসাং  গ্যালাক্সি এম ১০ মোবাইল ফোনটির বাজার মূল্য হলো ১০, ৯৯০ টাকা।

Level 0

আমি মনজুর খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস