শাওমির একটি চমৎকার মোবাইল রেডমি নোট ৮ প্রো

চীনা মোবাইল ফোন নির্মাতা কোম্পানি শাওমি এর হ‍্যান্ডসেটগুলোর দাম সচরাচর আমাদের নাগালের মধ্যে থাকে। আর এর ফিচারগুলো দাম অনুযায়ী ভালো পাওয়া যায়। শাওমি রেডমি নোট ৮ প্রো ঠিক তেমনি একটি মোবাইল ফোন। তো চলুন আমরা জেনে নিই এই সেটের বিস্তারিত।

শাওমি রেডমি নোট ৮ প্রো রিলিজ হয় ২০১৯ সালের ৩১ অগাস্ট। এই ফোনটি পি২আই ন‍্যানো কোটিং গ্লাস দিয়ে তৈরি। ১৯৯ গ্রাম ওজনের এই ফোনটির বিস্তৃতি ১৭১.৩×৭৬.৪×৮.৮ মিমি। এটা ৬ জিবি র‍্যাম সাপোর্ট দেয়। প্রাথমিক মেমোরি হিসেবে এটির আছে ৬৪ জিবি এবং কার্ড স্লট হিসেবে এটি ২৫৬ জিবি পর্যন্ত সাপোর্ট করে। বিভিন্ন সেন্সর হিসেবে এতে দেয়া আছে প্রক্সিমিটি, কম্পাস, এক্সিলারোমিটার ইত্যাদি। এটির ওএস হলো এন্ড্রয়েড ৯.০ (পাই)। এর জিপিউ হলো মালি জি-৭৬এমসি৪ এবং চিপসেট হিসেবে এতে আছে মিডিয়াটেক হেলিও জি৯০টি চিপসেট। এটির আরও আছে ১০৮০×২৩৪০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে যার আকার ৬.৫৩ ইঞ্চি। এই হ‍্যান্ডসেট এ রয়েছে ৬৪+৮+২+২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ২০ মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা। এটিতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য দেয়া আছে ৪৫০০ মিলিএম্পিয়ারের লিথিয়াম পলিমার ব‍্যাটারী। বাংলাদেশে এর বর্তমান মূল্য ২৪, ৯৯৯ টাকা আর এটি পাওয়া যাচ্ছে সাদা, নীল, লাল ও কালো রঙে।

Level 1

আমি জুনায়েদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস