দারুন দারুন সব ফিচারের মোবাইল ফোন উপহার দেয়ার জন্য বিখ্যাত কোরীয়ান মোবাইল কোম্পানি স্যামসাং। বাংলাদেশে তাদের সেটগুলোর ভালো বাজার রয়েছে। তাদের সেটগুলো সাধারণত উচ্চ কনফিগারেশানের হয়। আজকে আমরা তাদের একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ ৩০ সম্পর্কে বিস্তারিত জানব।
স্যামসাং গ্যালাক্সি এ ৩০ হলো অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) অপারেটিং সিস্টেমে চালিত একটি ডুয়াল সিম ডুয়াল সট্যান্ডবাই মোবাইল ফোন। ৪০০০ মিলিএম্পিয়ারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি একে ব্যাকাপ দেয়। এই সেটে দেয়া আছে ৬.৪ ইঞ্চি মাপের ১০৮০×২৩৪০ রেজুলেশনের সুপার এমুলেড ডিসপ্লে। এর মূল মেমোরি হলো ৮ জিবি আর এটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ছবি ও ভিডিও ধারণের জন্য এতে আছে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ও সেলফি ক্যামেরা। বায়োমেট্রিক নিরাপত্তার জন্য এই সেটে ফেস রিকগনিশন সেন্সর লাগানো আছে। বিনোদন সুবিধার ক্ষেত্রে এটি এফএম রেডিও সাপোর্ট করে। আর ইলেকট্রনিক লেনদেনের জন্য এই সেটে এনএফসি সুবিধা দেয়া আছে। এতে আরও আছে ভি২.০ ভার্সনের ব্লুটুথ এবং ২.০ ভার্সনের ইউএসবি সুবিধা। বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ ৩০ ২০, ৯৯০ টাকা দামে পাওয়া যাচ্ছে।
আমি আব্বাস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।