উইন্ডোজ পিসিতে হ্যাকিন্টোষ ইনষ্টল -পর্ব: ৪ কিভাবে ইউএসবি ওয়ারলেস ওয়াই ফাই এডাপ্টর হ্যাকিন্টোষে ব্যবহার করবেন

কিভাবে টিপি লিন্ক ইউএসবি মিনি ওয়ারলেস ওয়াই ফাই এডাপ্টর হ্যাকিন্টোষে ইনষ্টল এবং সেটআপ করবেন ধাপে ধাপে চিত্র সহকারে দেখিয়ে দিচ্ছি, হ্যাকিন্টোষ ইনষ্টল দেওযার পর নেট ব্যবহার করার আরো একটা পদ্ধতি।
TL-WN725N
ডাউনলোড করুন নিচের লিন্ক থেকে। ওপেন ব্রাউজার। এড্রেস বারে লিখুন http://www.tp-link.com অথবা নিচের লিন্ক ক্লিক করুন সরাসরি আপনাকে সেই ঠিকানায় নিয়ে যাবে। এখানে Mac OS High Sierra 10.13 ভার্সন ডাউনলোড করে ইনষ্টল প্রসেস দেখানো হলো।

Download for Operating System: Mac 10.8~10.13

ডাউনলোড করার পর জিপ ফাইল আনজিপ করুন। ফোল্ডারটি অপেন করুন।

আরো একটি ফোল্ডার দেখবেন। সেটিও খুলুন।

খোলার পর সেখানে আরো দুইটি জিপ ফাইল দেখবেন। আনজিপ করুন Mac OSX 10.13। এখানে এই ভার্সন ব্যবহার করা হয়েছে। পেনড্রাইভে সেভ করে রাখুন। হ্যাকিন্টোষ ইনষ্টল দেওয়ার পর কাজে লাগবে।

ধরে নিলাম আপনি উইন্ডোজ পিসিতে হ্যাকিন্টোষ ইনষ্টল দিয়েছেন। নিচের পদক্ষেপ  অনুসরণ করুন।

তিনটি পদক্ষেপঃ

১। এডাপ্টর কানেকশন দিন পিসির সাথে

ডেস্কটপ পিসির পিছনের ইউএসবি পোর্টে টিপি-লিন্ক ওয়ারলেস এডাপ্টর টি কানেকশন দিন

আমার সামনের ইউএসবি পোর্টে কাজ করে নাই, তাই পিছনে কানেকশন দিয়েছি।

২। ইনষ্টল ড্রাইভার এন্ড ইউটিলিটি সফটওয়্যার।

কানেকশন দেওয়ার পর আনজিপ করা ফোল্ডার থেকে এই Install.pkg ফাইল রান করুন।

৩। ওয়াইফাই কানেকশনে সংযুক্ত হওয়া।

স্টেটাসবারে TP-Link Wireless Network Utility আইকন দেখতে পাবেন।

আপনার ওয়াই-ফাই কার্ড সিলেক্ট করে ক্লিক করুন। একটা উইন্ডো আসবে পাসওয়ার্ড টাইপ করার জন্য।

ওয়াই-ফাই এর পাসওয়ার্ড টাইপ করে নেটওয়ার্ক এ সংযুক্ত হোন।

সবুজ ইন্ডিকেটর দেখলে বুজবেন আপনি কানেক্টেড। এখন আপনি হ্যাকিন্টোষে নেট ব্যবহার করতে পারবেন।

 

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস