কিভাবে মোবাইল এর ওয়াইফাই ইন্টারনেট হ্যাকিন্টোষে ব্যবহার করবেন।
হ্যাকিন্টোষ ইনষ্টল দেওয়ার আগে বিশেষ করে ইন্টারনেট এক্সেস পেতে আপনাকে ভেবে দেখতে কোন ইন্টারনেট প্লাটফর্ম ব্যবহার করবেন সেই অনুযায়ী ড্রাইভার ডাউনলোড করে পেনড্রাইভে সেভ করুন। তাছাড়া কোনটি আপনার হ্যাকিন্টোষ পিসিতে কাজ করবে আমি আপনি কেউ জানি না। তাই আগেভাগে প্রস্তুতি গ্রহন করা, যেটা কাজে লাগে। নিম্নেউল্লেখিত ইন্টারনেট প্লাটফর্ম এর ড্রাইভার ডাউনলোড করে পেনড্রাইভ এ সংগ্রহ করে রাখা। আগে ভাগেই ড্রাইভার গুলো সংগ্রহ করা থাকলে হ্যাকিন্টোষ ইনষ্টল দেওয়ার পর যেন ইন্টারনেট ব্যবহার করা যায়।
ইন্টারনেট প্লাটফর্মঃ
@ ১-ব্রডবেন্ড ইন্টারনেট
@ ২-মোবাইল ইন্টারনেট
HoRNDIS
@ ৩- USB WiFi Adapters
TL-WN725N nano USB WiFi Adapters
ইউএসবি কেবল ব্যবহার করে হ্যাকিন্টোষ ম্যাক এর সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোন টিথারিং করা একদম সহজ। নিচের ধাপগুলি অনুসরণ করুন, যাতে আপনি আপনার হ্যাকিন্টোষ ম্যাকটিতে অ্যান্ড্রয়েডের ইন্টারনেট সংযোগটি ব্যবহার করতে পারেন।
HoRNDIS হলো ম্যাকওএসের ড্রাইভার, এটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নেটিভ ইউএসবি টিথারিং মোড দ্বারা ইন্টারনেট এক্সেস পেতে সাহায্য করে কোনোরকম রুট এক্সেস ছাড়াই।
HoRNDIS, (pronounced horrendous) is a driver created by Joshua Wise for Mac OS X users with 10.6.8 and above.
শুরু করার আগে যা করতে হবে -
১। ডাউনলোড লেটেস্ট ভার্সন বাইনারি পেকেজ হরেনডাস (HoRNDIS)।
→ HoRNDIS
২। ডিসএবল SIP(System Integrity Protection)।
কিভাবে SIP (System Integrity Protection) ম্যাকওএস সিস্টেমে ডিসেএবল করবেন।
মেনুবারে আপেল সিম্বলে ক্লিক করুন।
ক্লিক রিস্টার্ট
ম্যাকওএস বুট স্ক্রিন আসলে Boot Recovery from Recovery HD সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন।
পিসি রিকোভারি মোডে স্টার্ট হবে।
মেনুবারে Utilities টেবে ক্লিক করুন। তারপর টারমিনাল সিলেক্ট করে অপেন করুন।
টার্মিনাল বক্স আসলে টাইপ করুন >csrutil disable টাইপ করে কিবোর্ডে এন্টার বাটন চাপুন।
মেনুবারে আপেল সিম্বলে ক্লিক করুন।
ক্লিক রিস্টার্ট, হ্যাকিন্টোষ অপেন হওয়ার পর ওপেন টার্মিনাল
টাইপ sudo mount - uw /
পাসওয়ার্ড টাইপ করে কিবোর্ড থেকে এন্টার কী চাপুন। ক্লোজ টার্মিনাল
ইনস্টল হরেনডাস (HoRNDIS) লেটেস্ট ভার্সন বাইনারি পেকেজ
হরেনডাস ড্রাইভার লোডেড হওয়ার জন্য রিস্টার্ট হ্যাকিন্টোষ
ইউএসবি কেবল দ্বারা আপনার ফোন এবং ম্যাক কানেকশন দিন। যখনই কানেকশন দিবেন তখনই ম্যাক আপনার ফোনটিকে চিনতে পারবে।
Tethering & Mobile Hotspot চালু করার জন্য মোবাইলের সেটিংস অপশনে যান।
সেটিংস এ যাওয়ার পর টেপ কানেকশনস।
ওয়াইফাই চালু থাকবে। টেপ Mobile Hotspot & Tethering
USB Tethering এর সুইচ অন করুন
মেনুবারে আপেল সিম্বলে ক্লিক করুন। তারপর ক্লিক System Preferences
System Preferences উইন্ডো আসলে সেখান থেকে ক্লিক Network
সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার মোবাইলের কানেকশন হ্যাকিন্টোষে দেখতে পাবেন। আমার স্যামসং মোবাইল এবং নকিয়া দুটোই ব্যবহার করে দেখলাম। ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।