বছরের শুরুতেই বেস্ট বাজেটে তিনটি স্মার্টফোন!

স্মার্টফোন বর্তমান সময়ে আমাদের জীবনের সাথে মিশে থাকা একটি অবিচ্ছেদ্য অংশ। একটি স্মার্টফোন ছাড়া এই সময়ে একটি দিনও পার করা মুশকিল হয়ে পড়ে। নানান কাজে এবং নানান প্রয়োজনে আমাদের একটি ভালো মানের স্মার্টফোন লাগেই। ভালো একটি স্মার্টফোন খুব প্রয়োজন হলেও, বাজেট সবসময় আমাদের নাগালের ভেতরে থাকেনা; তবে ভালো স্মার্টফোন কিন্তু দরকার! সে জন্য বছরের প্রথমে নাগালের ভেতর দামে কেনার মত ভালো তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর এই স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমে আরএম৪, প্রিমো এইচ৯ এবং প্রিমো জিএইচ৯।

প্রিমো আরএম৪ - Primo RM4

'এভরিথিং ইউ ওয়ান্ট’ ট্যাগলাইন যুক্ত প্রিমো আরএম৪ স্মার্টফোনে পাবেন; ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টাকোর হেলিও এ২৫ চিপসেট থেকে শুরু করে ট্রিপল ক্যামেরা সেটাপ, ৫৯৫০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র‍্যাম সহ আরো অনেক কিছু! স্মার্টফোনটির দাম ১০১৯৯ টাকা।

একনজরে প্রিমো আরএম৪ স্মার্টফোন

  • ১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ১২ ন্যনোমিটার প্রযুক্তির ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টা-কোর হেলিও এ২৫ চিপসেট
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি র‍্যাম
  • ৫৯৫০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ১০১৯৯ টাকা

প্রিমো এইচ৯ - Primo H9

ওয়ালটনের এই ফোনটিতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, রিয়ার মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। সম্পূর্ণ ডিভাইসকে স্পিড দিবে ARM Cortex-A55 স্ট্রাকচারের ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রোসেসর। স্মার্টফোনটির দাম ৭৩৯৯ টাকা।

এক নজরে প্রিমো এইচ৯

  • ১৯ঃ৯ রেশিও, ৬.১ ইঞ্চি ইউ-নচ সমৃদ্ধ ডিসপ্লে
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • PowerVR Rouge GE8322 জিপিইউ
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ৩২ জিবি রম, ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • দামঃ ৭৩৯৯ টাকা

প্রিমো জিএইচ৯ - Primo GH9

আজকের তালিকার সবচেয়ে সাশ্রয়ী দামে অনবদ্য এই ফোনটি হচ্ছে প্রিমো জিএইচ৯। প্রিমো জিএইচ৯ স্মার্টফোনটিতে পাবেন ১.৮ গিগাহার্জ হেলিও এ২০ প্রোসেসর এবং ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি স্টোরেজ। স্মার্টফোনটির দাম ৬৭৯৯ টাকা।

একনজরে প্রিমো জিএইচ৯

  • ৪জি কানেক্টিভিটি
  • হেলিও এ২০ চিপসেট
  • অ্যান্ড্রয়েড ১০
  • ৬.১ ইঞ্চি ১৯ঃ৯ রেসিও সমৃদ্ধ ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ডুয়াল ক্যামেরা মডিউল
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ৬৭৯৯ টাকা

নানাকারনে আমাদের বিভিন্ন সময় একটি ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার প্রয়োজন পরেই। সেই হিসেবে বাজেট যখন কম তখন আজকের তালিকা থেকে আপনার বাজেট রেঞ্জ অনুযায়ী এই তিনটি থেকে যেকোন একটি স্মার্টফোন কিনতে পারেন নিঃসন্দেহে।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াল্টন কম দামে ভালো ফোন বের করা শুরু করেছে।