স্মার্টফোন বর্তমান সময়ে আমাদের জীবনের সাথে মিশে থাকা একটি অবিচ্ছেদ্য অংশ। একটি স্মার্টফোন ছাড়া এই সময়ে একটি দিনও পার করা মুশকিল হয়ে পড়ে। নানান কাজে এবং নানান প্রয়োজনে আমাদের একটি ভালো মানের স্মার্টফোন লাগেই। ভালো একটি স্মার্টফোন খুব প্রয়োজন হলেও, বাজেট সবসময় আমাদের নাগালের ভেতরে থাকেনা; তবে ভালো স্মার্টফোন কিন্তু দরকার! সে জন্য বছরের প্রথমে নাগালের ভেতর দামে কেনার মত ভালো তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর এই স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমে আরএম৪, প্রিমো এইচ৯ এবং প্রিমো জিএইচ৯।
'এভরিথিং ইউ ওয়ান্ট’ ট্যাগলাইন যুক্ত প্রিমো আরএম৪ স্মার্টফোনে পাবেন; ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টাকোর হেলিও এ২৫ চিপসেট থেকে শুরু করে ট্রিপল ক্যামেরা সেটাপ, ৫৯৫০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র্যাম সহ আরো অনেক কিছু! স্মার্টফোনটির দাম ১০১৯৯ টাকা।
ওয়ালটনের এই ফোনটিতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, রিয়ার মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। সম্পূর্ণ ডিভাইসকে স্পিড দিবে ARM Cortex-A55 স্ট্রাকচারের ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রোসেসর। স্মার্টফোনটির দাম ৭৩৯৯ টাকা।
আজকের তালিকার সবচেয়ে সাশ্রয়ী দামে অনবদ্য এই ফোনটি হচ্ছে প্রিমো জিএইচ৯। প্রিমো জিএইচ৯ স্মার্টফোনটিতে পাবেন ১.৮ গিগাহার্জ হেলিও এ২০ প্রোসেসর এবং ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ। স্মার্টফোনটির দাম ৬৭৯৯ টাকা।
নানাকারনে আমাদের বিভিন্ন সময় একটি ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার প্রয়োজন পরেই। সেই হিসেবে বাজেট যখন কম তখন আজকের তালিকা থেকে আপনার বাজেট রেঞ্জ অনুযায়ী এই তিনটি থেকে যেকোন একটি স্মার্টফোন কিনতে পারেন নিঃসন্দেহে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
ওয়াল্টন কম দামে ভালো ফোন বের করা শুরু করেছে।