স্মার্টফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা সব সময়ের জন্য অসম্ভব ছিল। যাহোক, পাই নেটওয়ার্ক চালু হওয়ার সাথে সাথে কন্সেপ্ট টা এখন বদলে গেছে। একমাত্র পাই নেটওয়ার্ক দ্বারাই সম্ভব স্মার্টফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা, যা একটি ফ্রী মাইনিং অ্যাপ স্মার্টফোনের জন্য।
পাই হচ্ছে একটি নতুন ক্রিপ্টোকারেন্সি যা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পি.এইচ.ডি অর্জনকারী কিছু শিক্ষার্থীরা মিলে উদ্ভাবন করেছে। এই বিপ্লবী নতুন ক্রিপ্টোকারেন্সি বিশ্বে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি আপনাকে ধনীও করতে পারে! এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার সাফল্য তার গ্রাহকদের সম্মিলিত অবদানের উপর নির্ভর করে। ক্রিপ্টোকারেন্সিগুলোর মত এটিও ডিজিটাল অর্থের নতুন রূপ যা সরকার বা ব্যাংকগুলির পরিবর্তে নির্দিষ্ট একটি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রণ, রক্ষণ ও সুরক্ষিত থাকে। এই ক্রিপ্টোকারেন্সি সুরক্ষিত এবং এর নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে আপনিও পাই মাইনিং করতে পারবেন। ব্যবহারকারীরা ইতিমধ্যে তাদের বন্ধু এবং পরিবারের মধ্যে এর প্রসার ঘটাচ্ছে যার কারণে খুব অল্প সময়ে এটি বিশ্বে ১ কোটির ও বেশী ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এর আরেকটি কারণ হচ্ছে, বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সিগুলি (বিটকয়েনের মতো) প্রতিদিন মানুষের ব্যবহার এবং অ্যাক্সেসের জন্য কঠিন। যদিও পাই নেটওয়ার্ক একদম হাতের মুঠোয়।
প্রথমত, Google Play Store বা App Store থেকে Pi Network সার্চ করে ডাউনলোড করে নিন। তারপর Country>Bangladesh (+880) সিলেক্ট করে সাইন আপ করে নিন। পাসওয়ার্ড সেট করার পরে নাম দিতে বলবে। এক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের নাম ব্যবহার করতে হবে, যাদের Passport নেই তারা যে নামে Passport বানাবেন ঐ নাম ব্যবহার করবেন। Name এবং Username সেট করার পরে Invitation Code দিতে বলবে, সেক্ষেত্রে TANVEERBTC এই কোড টি ব্যবহার করুন। এবার আসি মূল কথায়, এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ঘন্টায় একটি নির্দিষ্ট রেট অনুযায়ী কাজ করবে তা থেকে উপার্জন হবে। তবে যত বেশী ব্যবহারকারী সংগ্রহ করতে পারবেন তত বেশী বাড়তি রেটে উপার্জন করতে পারবেন। পাই উপার্জন করার জন্য প্রতি ২৪ ঘন্টা পর পর অ্যাপের লাইটেনিং বাটন টি চালু করে দিতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প বর্তমানে ১ কোটির ও বেশী ব্যবহারকারী নিয়ে মাইনিং অবস্থায় আছে। এই অ্যাপের ১০ কোটি ব্যবহারকারী হলে মাইনিং বন্ধ হয়ে যাবে এবং বাজারে USD/EUR/GBP উপর এর মান নির্ধারণ হবে।
বিস্তারিত জানতে – minepi.com
আমি আহমেদ তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।