বর্তমান যুগে প্রযুক্তিগত অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। প্রযুক্তিগতভাবে অনেক পরিবর্তনই নিয়ে আসছে অনেক নতুন কিছু। যুগের সাথে তাল মিলিয়ে হয়ে আসছে এসব প্রযুক্তিগত পরিবর্তন। তবে এসবের ভেতর গ্যাজেটের পরবর্তনই বেশী পরিলক্ষিত। অনেকেই গেজেট ব্যবহার করে শখের বশ, আবার অনেকে ব্যবহার করে নিজের প্রয়োজনে।
শুধু বিদেশে নয়, দেশেও গেজেটের চাহিদা প্রতিদিন বেড়েই যাচ্ছে। বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে প্রযুক্তির সাথেই আমাদের উঠাবসা। হবেনাই বা কেন সকল দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছে এই গেজেট। হোক সেটা বাসার ভেতরের কাজ অথবা বাসার বাইরের। এর ভেতর কিছু প্রয়োজনীয় গ্যাজেট রয়েছে যার ব্যাপারে হয়তো আপনি আগে কখনো জানেননি বা শুনেননি, চোখের দেখা তো দূরে থাক।
আজ কথা হবে আটটি স্মার্ট গ্যাজেট নিয়ে যেগুলো এর আগে হয়তো আপনি দেখেননি। চলুন নিচে গিয়ে দেখে আসা যাক এই আটটি স্মার্ট গ্যাজেট এর ব্যাপারে বিস্তারিত তথ্যঃ
কথা বলতে যাচ্ছি একটি আংটি নিয়ে। জি, এই আংটির ভিতরেই থাকছে অনেক রহস্য রোমাঞ্চ। এই আংটিতে রয়েছে একটি বাটন, চাপ দিলে আপনি আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির লোকজনের সাথে কথা বলতে পারবেন। আপনার মোবাইলে কেউ ফোন দিলে এই আংটিতে ভাইব্রেশন হবে, ফলে আপনি আপনার সেই কলটিও রিসিভ করতে পারবেন এই আংটি দিয়ে। এই আংটি টির নাম হচ্ছে 'দি নিম্ব'। আংটিটি রিচার্জেবল।
আপনি ইউটিউব একটি সুন্দর ভিডিও বানাতে যাচ্ছেন অথবা ভ্লগ করতে চাচ্ছেন কোন একটা ভিডিও নিয়ে। সে ক্ষেত্রে এই ডোবোট রিজিট হতে পারে আপনার একটি পছন্দের জিনিস। এটা পারফেক্ট স্মার্টফোন স্টাবিলিজার হয়ে থাকে। যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন দিয়েই তৈরী করতে পারবেন অসাধারন ভিডিওগ্রাফি।
এই গেজেট এর মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্রোল এবং দরকারি সিস্টেম রয়েছে। যেগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং মন মত ভিডিও সেটআপ করে নিতে পারবেন।
আয়রনম্যান দেখেননি এরকম লোক খুব কমই আছেন। সে মুভিতে মেইন যে ক্যারেক্টার ছিল সে বিভিন্নভাবে ভিডিওগ্রাফি দেখতে পারত তার ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে। ঠিক এরকমই ভার্চুয়াল সিস্টেম দেখতে পারবেন আপনি এই অরা এক্সে। অবিশ্বাস্য হলেও এই অরা এক্স হচ্ছে একটি হেডফোন। তবে এই হেডফোনে একটি সিস্টেম রয়েছে যেটির মাধ্যমে আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন বিভিন্ন ভিডিও।
হেডফোনটি কানে লাগিয়ে তারপর ডান পাশে মাইকের মত একটি সিস্টেম পাবেন, সেই মাইকের উপরে ডানকানের স্থানে একটি বাটন পেয়ে যাবেন। সেটায় চাপ দিয়েই আপনি আপনার মন মত ভিডিও সেটআপ করে নিতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের গেমস বা অন্যান্য সকল জিনিসপত্র দেখতে পারবেন।
এই গেজেটটি দেখতে অনেক ছোট। কিন্তু ছোট মরিচে ঝাল বেশী। এই গ্যাজেট টি ই তার প্রমান। এটির ডিজাইন ছোটখাটো একটি নটের মত। কিন্তু এটি একটি পাওয়ার ব্যাংক। এটি দিয়ে আপনার মোবাইল ফোনে আপনি চার্জ করতে পারবেন অনেক অনেক ফাস্ট।
এখন যে জিনিসটা নিয়ে কথা বলব সেটি দেখতে ছোটখাটো একটা ফুটবলের মত। কিন্তু এটি একটি রোবট। যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের। এই রোবটটির ভেতরে দেওয়া হয়েছে এমন কিছু জিনিস যা আপনার কথা শুনবে। এছাড়াও এটি দিয়ে করতে পারবেন বিভিন্ন ধরনের কাজ।
এখন যেই জিনিসটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে একটি হাই স্পিডি ড্রোন। ড্রোন টির ডিজাইন অনেকটা জেট বিমানের মত করা হয়েছে। এটি দেখতে অন্যান্য ড্রোনের মতো নয়। এই ড্রোনের মধ্যে টু এক্স অ্যাক্সিস দেয়া হয়েছে। যেটা এর ক্যামেরা কে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ঘুরাতে সাহায্য করে। স্বাভাবিকভাবে এটাকে আপনি আপনার স্মার্ট ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন।
আপনাদের মারিও কন্ট্রা এবং অ্যাডভেঞ্চার আইলান গেমের কথা তো মনেই আছে। যেই গেমস গুলি আমরা ছোটবেলায় অনেক খেলতাম। আপনি এই গেইমিং কনসোলের মাধ্যমে পেয়ে যাবেন সেই ছোটবেলার ফিলিংস। এই গেইমিং কনসোল টি আপনি যেকোনো জায়গাতেই নিয়ে যেতে পারবেন। কারণ এটি আকারে অনেক ছোট, অনেকটা আমাদের স্মার্টফোনের মতো।
আপনি চাইলে আপনার পিসি, ল্যাপটপ অথবা স্মার্ট টিভির সাথে এই গেমিং কনসোলটি কানেক্ট করেও এই গেমসগুলো খেলতে পারবেন।
ই-বাইক তো সবারই পরিচিত। এই বাইক অনেক পাওয়ারফুল হয়ে থাকে। কারণ এই বাইক ফিচার্সে থাকে সাড়ে ৩৫০ পাওয়ারের ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে ২০ মাইল পর্যন্ত পারে যেতে পারবেন এই বাইকটি নিয়ে। আপনি চাইলে এই বাইকটি প্যাডেল দিয়েও ইউজ করতে পারবেন এবং প্যাডেল ছাড়াও ইউজ করতে পারবেন।
আমি মোঃ ইউসুফ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনে ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী হাই-রেজুলেশনের, হাই-কোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক, Copyright Free ও Royalty-Free ইমেইজ Full Size ও ওয়াটারমার্ক মুক্ত ইমেইজ যোগ করা হয়নি।
করনীয়:
‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী টিউনে হাই-রেজুলেশনের ওয়াটারমার্ক মুক্ত ইমেইজ যোগ করুন। সেই সাথে হাই-কোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক, Copyright Free ও Royalty-Free ইমেইজ Full Size এ যোগ করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।