বর্তমানে আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে মোবাইল ফোন নিয়ে হচ্ছে এক রেশারেশি। মানে যে লোক সবচেয়ে দামী মোবাইল কিনলো, সেই যেন আজকের নায়ক বনে গেলো। কেন ভাই, কম দামী মোবাইল কিনলে কি ইজ্জত থাকবে না। আসলে, ব্যাপারটি এমন না। কিন্তু, বর্তমানে কম বাজেটের ফোন কেনা মানে নিজেকে একটু ছোটভাবে তুলে ধরা।
বাজেট কমপক্ষে মাঝামাঝি রেখে ফোন না কিনলে বর্তমানে একরকম বেইজ্জত হওয়ার মতোই অবস্থা হয়ে যায়, এমন ধারনা অনেকেরই থাকে।
অবশ্য দিন শেষে স্মার্ট ফোনই আমাদের রুচির বহিঃপ্রকাশ ঘটায়।
যাই হোক ২০২০ সালের শেষের দিকে 'অপ্পো' বাজারে নিয়ে এসেছিলো তাদের নতুন একটি মডেলের ফোন, যেটির মডেল ' এ ১৫ '। মাঝামাঝি বাজেটের এই ফোনটি মোবাইল বাজারে ভালোই সাড়া ফেলেছিলো। ফোনটি বাজেট ফোন হবার পাশাপাশি রুচিশীলতার পরিচয় দেয়। যাকে বলে সিম্পলে গর্জিয়াস। আজ এই বাজেট ফোনটি নিয়েই থাকছে কথা। জেনে আসা যাক এর ব্যাপারে বিস্তারিতঃ
এই ফোনের বডি ডিমেনশন হচ্ছে ১৬৪×৭৫.৪×৭.৯ মি.মি. (৬.৪৬×২.৯৭×০.৩১ ইন)। এই ফোনের মোট ওজন হচ্ছে ১৭৫ গ্রাম (৬.১৭ ওজেড)।
ফোনটির সামনের ডিসপ্লেতে, গরিলা গ্লাসের প্রটেকশন দেয়া হয়েছে। এর সাইডে এবং পিছনের বডিতে দেয়া হয়েছে প্লাস্টিক। থাকছে ডুয়্যাল সিম ব্যবহারের জন্য, ডুয়্যাল সিম স্লট।
এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে। যেটা আইপিএস এলসিডি, ৪৮০ নিটস (টাইপ)। স্ক্রিন থেকে এর বডির রেশিও ৮৩.০%। এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ৭২০×১৬০০ পিক্সেলের (২৬৯ পিপিআই ডেনসিটি)। ডিসপ্লেতে 'গরিলা গ্লাস ৩' এর প্রটেকশন তো থাকছেই।
ফোনটির প্লাটফর্মে ব্যবহার করা হয়েছে কালার ওএস ৭.২ সাথে অ্যান্ড্রয়েড ১০। প্রসেসরে থাকছে 'মিডিয়াটেক এমটি৬৭৬৫ হেলিও পি৩৫ (১২ ন্যানোমিটার)'। যেটার সিপিইউ অক্ট্যা কোর (৪এক্স২.৩৫ জিএইচজেড কোরটেক্স-এ৫৩ & ৪এক্স১.৮ জিএইচজেড কোরটেক্স-এ৫৩)। এর জিপিইউ হচ্ছে 'পাওয়ার ভিআর জিই৮৩২০'। ব্যা
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। সেগুলো হচ্ছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড এবং ২ মেগাঃ'র দুইটি আলাদা আলাদা মেক্রো ডেপথ সেন্সর। থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা মোড। এই ক্যামেরাগুলো দিয়ে ১০৮০'পি কোয়ালিটির ভিডিও সুন্দর ভাবেই রেকর্ড করা যাবে।
এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের এইচডিআর মোডের ক্যামেরা। যেটা হচ্ছে 'এফ/২.৪' এর ওয়াইড অ্যাঙ্গেলের। যেটার দ্বারাও সুন্দরভাবে ভিডিও রেকর্ড করা যাবে।
'অপ্পো' তাদের এই ফোনের মডেলটি বাজারে ছেড়েছিলো ২/৩২ এবং ৩/৩২ জিবি ভ্যারিয়্যান্টে। যেটা আরেকটু আপগ্রেড করতে পারতো 'অপ্পো'। মেমোরি কার্ড স্লটে ব্যবহার করতে পারবেন ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড।
'অপ্পো'র এই ফোনের মডেলটিতে নেটওয়ার্ক হিসেবে দিচ্ছে টেকনোলজি 'জিএসএম / এইচএসপিএ / এলটিই'। থাকছে ২জি ব্যান্ডসের 'জিএসএম ৮৫০ / ৯০০ /১৮০০ / ১৯০০ - সিম ১ এবং ২।
৩জি ব্যান্ডসের 'এইচএসডিপিএ ৮৫০ / ৯০০ / ২১০০।
অবশেষে থাকছে ৪জি ব্যান্ডসের ১, ৩, ৫, ৮, ৩৮, ৪০, ৪১ এলটিই'র স্পিড।
সাউন্ড সেগমেন্টে 'অপ্পো'র এই ফোনটি অসাধারন ছিলো। যেকোনো সাউণ্ড সুন্দর ভাবে শোনা যাচ্ছিলো কোনো ঝামেলা ছাড়াই৷ লাউডস্পিকারেও করেনি কোনো সমস্যা। এই ফোনে থাকছে ৩.৫ মি.মি.'র ইয়ারফোন জ্যাক।
'অপ্পো' তাদের এই ফোনের মডেলে রেখেছে ৪২৩০ এমএইচের নন-রিমুভেবল ব্যাটারী। ফোনের সাথে আরও থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট। যেটা দিয়ে ফোন দ্রুত চার্জ করতে পারবেন।
এই ফোনের সেন্সরে রয়েছে 'রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা 'এক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি'র। মেসেজিং এ থাকছে 'এসএমএস (থ্রেডেড ভিউ), এমএমএস, ই-মেইল, পুশ ই-মেইল এবং আইএম।
ব্রাউজারে থাকছে 'এইচটিএমএল ৫'।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
'অপ্পো' তাদের এই মডেল 'এ ১৫' তে আনেনি কোনো পরিবর্তন। তবে, ভ্যারিয়্যান্টে আনা উচিত ছিলো কিছু পরিবর্তন। সব মিলিয়ে ভালোই ছিলো ফোনটি।
বর্তমানে বাংলাদেশে রয়েছে 'অপ্পো'র এই মডেলটির একটি ভ্যারিয়্যান্ট। সেটার দাম হচ্ছে ৩/৩২ - ৳১২, ৯৯০৷
আমি মোঃ ইউসুফ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।
কারণ:
টেকটিউনস ‘ট্রাসটেড টিউন’ হিসেবে শুধুমাত্র স্পেসিফিকেশন ভিত্তিক ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ টেকটিউনস ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হয় না। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ ফরমেট অবশ্যই এই টিউনের মত হতে হয়।
করনীয়:
টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ করতে রিভিউ ফরমেট অবশ্যই এই টিউনের মত করুন।
আপনার পরবর্তী টিউনে নির্দেশিত এই গাইডলাইন মেনে টিউন করুন।