অপ্পো রেনো ৫- সংক্ষিপ্ত স্পেসিফিকেশন

বর্তমানে মোবাইল ফোনের বাজারে পাল্লা দিয়ে চলছে বিভিন্ন মোবাইল ব্র্যান্ড। কাস্টমারদের চোখে যেটা পছন্দ হয় সেটাই তারা কিনে ফেলে। এর মধ্যে কিছু মোবাইল ফোন রয়েছে, ভিতরের কলকবজার পাশাপাশি বাইরেও থাকে অত্যান্ত সুন্দর। ডিজাইন দেখলেই মনে হয় কিনে ফেলি এই ফোনটি।

সম্প্রতি এমনই একটি ফোন রিলিজ করেছে 'অপ্পো' মোবাইল ব্র্যান্ড। মডেলের নাম দেওয়া হয়েছে' রেনো ৫ '। 'অপ্পো' তাদের এই ব্র্যান্ডটি রিলিজ করেছে ২০২০ সালের, ১০ ডিসেম্বর তারিখে। তো চলুন নিচে গিয়ে দেখে আসা যাক এর বিভিন্ন তথ্যের ব্যাপারে বিস্তারিতঃ

➡বডিঃ

এই ফোনের বডি ডিমেনশন হচ্ছে ১৫৯.১×৭৩.৪×৭.৯ মি.মি.। সব মিলিয়ে এই ফোনের ওজন হচ্ছে ১৮০ গ্রাম। এই ফোনের সামনে পিছনে রয়েছে 'গরিলা গ্লাস ৩' এর প্রটেকশন। সাথে ফোনের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। সিম স্লটে থাকছে ডুয়্যাল সিম ব্যবহারের সুবিধা।

➡ডিসপ্লেঃ

এই ফোনের ডিসপ্লে হচ্ছে ৬.৪৩ ইঞ্চির। ডিস্পলেটি একটি এমোলেড ডিস্পলে৷ এবং তার থাকছে ৬০০ নিটস (টাইপ) এবং ৭৫০ নিটস (পিক)। স্ক্রিন থেকে এর বডির রেশিও ৮৫.১%। ডিস্পলের রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেলের।

➡প্লাটফর্মঃ

'অপ্পো' তাদের এই ফোনে যোগ করেছে 'কালার অএস ১১.১ ভার্সন', সাথে অ্যান্ড্রয়েড ১১। এর প্রসেসর হচ্ছে 'কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি'। যেটা অত্যান্ত শক্তিশালী একটি প্রসেসর। এই প্রসেসরটির সিপিইউ তে থাকছে অক্ট্যা কোর এবং জিপিইউ তে থাকছে 'এদ্রেনো ৬২০'।

➡ ব্যাক ক্যামেরাঃ

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেগুলো হচ্ছে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাঃ'র আল্ট্রাওয়াইড এবং ২ মেগাঃ'র দুইটি আলাদা আলাদা মেক্রো ডেপথ সেন্সরের ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ যুক্ত এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা যাবে ৪কে'র ভিডিও।

➡ফ্রন্ট ক্যামেরাঃ

এই ফোনের সামনে থাকছে একটি ইন ডিসপ্লে ক্যামেরা। যেটা ৩২ মেগাপিক্সেলের এইচডিআর মোডের৷ এটি দিয়ে ১০৮০'পি পর্যন্ত ভিডিও রেকর্ডিং সম্ভব।

➡মেমোরীঃ

'অপ্পো' তাদের এই ফোনটি বাজারে লঞ্চ করেছিলো দুইটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ৮/১২৮ এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়্যান্ট। এই ফোনে দেয়া হয়নি কোনো মেমোরি কার্ড স্লট।

➡নেটওয়ার্কঃ

অবিশ্বাস্য ভাবে, এই ফোনে 'অপ্পো' দিয়েছে ৫জি নেটওয়ার্ক। যেটা অসাধারন একটি ব্যাপার। বর্তমানে খুব কম ফোনেই এই নেটওয়ার্ক সুবিধা দেয়া হয়েছে।

➡সাউন্ডঃ

এই ফোনের সাউন্ড সেগমেন্ট ছিলো অসাধারন। এর স্পিকারে ফুল ভলিউমে ভালোই ক্লিয়ার সাউন্ড তৈরী করছিলো। থাকছে ৩.৫ মি.মি.'র ইয়ারফোন জ্যাক।

➡ব্যাটারীঃ

সুপার ভোক ২.০ এবং ৬৫ ওয়াটের স্পিডি ফাস্ট চার্জিং পোর্ট সহ এই ফোনে থাকছে ৪৩০০ এমএইচের ব্যাটারী।

➡ফিচারঃ

এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেও থাকছে কিছুটা পরিবর্তন। পিছনের বদলে 'অপ্পো' তাদের এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিয়েছে ডিসপ্লের মধ্যে। যেটা এই ফোনের ডিসপ্লের নিচে মাঝামাঝি জায়গায় অবস্থিত।

যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৫জি নেটওয়ার্ক বাদে এই ফোনে আর কোনো পরিবর্তন থাকছে না। এই পরিবর্তন গুলো এই ফোন নিয়ে গেছে অন্য লেভেলে।

➡দামঃ

বাংলাদেশে বর্তমানে এর একটি ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে। সেটার দাম হচ্ছে ৮/১২৮ - ৳৩৫, ৯৯০।

 

তো এই ছিলো ফোনটি সম্পর্কে ছোট্ট একটি স্পেসিফিকেশন, পরিকল্পনা আছে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার।

Level 0

আমি মোঃ ইউসুফ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।

কারণ:

টেকটিউনস ‘ট্রাসটেড টিউন’ হিসেবে শুধুমাত্র স্পেসিফিকেশন ভিত্তিক ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ টেকটিউনস ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হয় না। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ ফরমেট অবশ্যই এই টিউনের মত হতে হয়।

করনীয়:

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ করতে রিভিউ ফরমেট অবশ্যই এই টিউনের মত করুন

আপনার পরবর্তী টিউনে নির্দেশিত এই গাইডলাইন মেনে টিউন করুন।