আসসালামুয়ালাইকুম!
স্বাগতম আমার ২য় টিউনে! আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যার সম্পর্কে আমরা অনেকেই জানি না।
আমরা যারা অনলাইন ভিডিও গেমস খেলি তারা হয়তো পিং শব্দটির সাথে পরিচিত। আজ আমরা জানব পিং আসলে কি?
কোন ইন্টারনেট কানেকশনে কেবিপিএস বা এমবিপিএস বাদেও আরো একটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, আর তা হলো পিং বা লেট্যানছি হলো একটি পরিমাপ করার স্ট্যান্ডার্ড, যা এটা পরিমাপ করতে সাহায্য করে যে, আপনার ক্লায়েন্ট ডিভাইজ থেকে ইন্টারনেট সার্ভারে সংযুক্ত হতে আপনার কতটা সময় লাগছে। আবার পিংকে কেবল একটি কম্যান্ড লাইন ও বলতে পারেন, যা প্রত্যেকটি প্রধান অপারেটিং সিস্টেমে রয়েছে। যেমন উইন্ডোজ পিসি তে কম্যান্ড প্রমট ওপেন করে “পিং” টেস্ট করতে পারেন।
পিং যেহেতু সময় দ্বারা হিসাব করা হয় তাই এর একক এবং সময়ের একক একই। পিং ms বা মিলিসেকেন্ড দ্বারা হিসাব করা হয়।
•কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে পিং চেক করবেন?
উ: প্লে-স্টোরে অনেক অ্যাপ পেয়ে যাবেন পিং চেক করার জন্য। তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে আমাদের অ্যাপটি ব্যবহার করার সাজেস্ট করব। প্লে-স্টোরে Ping Tester PRO লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। সরাসরি ইন্সটল করতে পারেন এই লিংক থেকে - https://play.google.com/store/apps/details?id=com.pingpro.abir
নিচে অ্যাপটির কিছু স্ক্রিনশর্ট অ্যাড করা হলো-
আমি আবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।