Wi-Fi Signal Boost করার কার্যকরী পদ্ধতি – Wifi Antenna তৈরি করে ফ্রিতে অনেক দুরের ওয়াইফাই চালানোর উপায়!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

মনে করুন, আপনার পাশের বাসার ওয়াইফাই এর রেঞ্জ আপনার বাসায় আসে, কোনোভাবে আপনি পাসওয়ার্ড জানেন, কিন্তু রেঞ্জ কম পায় বলে আপনি সেটা ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে আপনি একটি ওয়াইফাই রিপিটার ব্যবহার করতে পারেন অথবা আপনার কাছে আগে থেকেই কোনো রাউটার থাকলে সেটা রিপিটার মুড করে ব্যবহার করতে পারেন!

তবে আজকে আমরা একটা এক্সটার্নাল ওয়াইফাই এন্টেনা তৈরি করা শিখব যার মাধ্যমে ওয়াইফাই সিগন্যাল অনেক দূর পর্যন্ত বুস্ট করা যায়!
আবার চাইলেই আমরা অনেক দূরে থাকা ওয়াইফাই সিগন্যাল গুলো রিসিভ করে চালাতে পারব;
তো চলুন শুরু করা যাক.

অনেক দূরে সিগন্যাল পাঠানোর জন্য ইয়াগী এন্টেনার ব্যবহার উল্লেখযোগ্য,
কারণ Yagi এন্টেনা ব্যবহার করলে নেটওয়ার্ক Signal গুলো চারিদিকে না ছড়িয়ে যেকোনো একদিকে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং এর ফলে আমরা অনেক দূরে থাকা ওয়াইফাই গুলো চালাতে পারি!

সাধারণত, দারাজ কিংবা অন্যান্য ওয়েবসাইটে খুঁজলে দেখতে পারবেন ওয়াইফাই এর জন্য Yagi Antenna এর দাম 2500 টাকার কাছাকাছি.
তবে আমরা দেখব কিভাবে একটি সুন্দর অ্যান্টেনা বাড়িতে ফ্রিতেই খুব সহজে তৈরি করা যায়.
মজার ব্যাপার হলো এটা তৈরি করা অনেক সহজ,

কিন্তু এর মাধ্যমে 500 মিটার থেকে ১ কিলোমিটার দূরে থাকা Wifi গুলাও ঘরে বসে চালাতে পারবেন!
আবার চাইলেই আপনার WiFi অনেক দূর পর্যন্ত বুস্ট করতে পারবেন ;

যাদের বাড়ি থেকে একটু দূরে Wi-Fi আছে কিন্তু বাড়ি থেকে Wi-Fi Signal পায় না
তাদের জন্য WiFi Gun বা External Wifi Antenna অনেক হেল্পফুল হবে 🙂
আজকে আমরা ২ ধরনের অ্যান্টেনা তৈরি করা শিখব.

১) ওয়াইফাই Disk এন্টেনা

২) Yagi Uda Antenna

আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা তৈরি করতে পারবেন.
আমি যদি তৈরি করার পদ্ধতি লিখে বুঝাতে চাই তাহলে টিউন অনেক বড় হয়ে জাবে, আর আপনাদের বুঝতেও অনেক সমস্যা হবে।
তাই তৈরি করার পদ্ধতিটা ভিডিও আকারে দিলাম.

১) Wi-Fi Gun | The Powerful Wi-Fi Booster Antenna - DIY! (Recommended)

২)15 Element 2.4 GHz Wi-Fi Yagi Antenna for Boost Wi-Fi Signal

আশাকরি ভিডিও দেখে সব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন।
বুঝতে কোনো সমস্যা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন, আমি যথাসম্ভব চেস্টা করবো হেল্প করার 🙂
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

Level 1

আমি আল আমিন ইসলাম আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস