করোনার কারনে এখন শিক্ষা হয়েছে ডিজিটাল!
অনলাইন ক্লাস করতে প্রয়োজন ইন্টারনেট ;
জুম এর মাধ্যমে বিনামূল্যে অনলাইন ক্লাস করার সুযোগ দিচ্ছে দেশিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি টেলিটক!
১০০ টাকা টেলিটক সিম এ রিচারজ করলে মূল ব্যলেন্স এ ১০০ টাকা এবং ১ মাস এর জন্য bdren জুম ফ্রি; ১ মাস পর আবার ১০০ টাকা টেলিটক সিম এ রিচারজ করলে মূল ব্যলেন্স এ ১০০ টাকা এবং ১ মাস এর জন্য bdren জুম ফ্রি; এভাবে যত খুশি তত বার ফ্রি ক্লাস করা যাবে!
তবে মনে রাখতে হবে শুধুমাত্র bdren.zoom.com এ ফ্রি ক্লাস করা যাবে,
আর তাছাড়া টেলিটক নেটওয়ার্ক এখন আগের চেয়ে উন্নত, এখন গ্রামেও টেলিটক ৪জি সম্প্রসারণ হচ্ছে
অবশ্যই নিচে দেয়া শর্তাবলি পড়ে নিন.
টেলিটক সংযোগ ব্যবহার করে ফ্রি অনলাইন ক্লাস বিষয়ক FAQ
১) ফ্রি অনলাইন ক্লাস সুবিধা কি সকল শিক্ষার্থীরদের জন্য প্রযোজ্য?
উত্তরঃ BdREN Platform এর আওতাধীন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ ফ্রি অনলাইন ক্লাস করার সুবিধা পাবেন।
২) ফ্রি অনলাইন ক্লাস সুবিধা কি ভাবে উপভোগ করা যাবে?
উত্তরঃ BdREN Platform এর আওতায়, Zoom App এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহারকারী শিক্ষারর্থীগণ ফ্রি অনলাইন ক্লাস সুবিধা উপভোগ করতে পারবেন।
৩) BdREN Platform এর মাধ্যমে ফ্রি অনলাইন ক্লাস সুবিধা উপভোগ করছি, এটা কি ভাবে চেক করা যাবে?
উত্তরঃ Zoom App এর মাধ্যমে ফ্রি অনলাইন ক্লাস সুবিধা উপভোগ করার সময় PC তে Zoom App এর বাম দিকে একটা আইকন (i) দেখা যাবে। স্মার্ট ফোনের ক্ষেত্রে Zoom আইকনে ক্লিক করলে দেখা যাবে।
৪) আমার মোবাইলে ডাটা নেই কিন্তু Wi-Fi সুবিধা রয়েছে, এক্ষেত্রে আমি কি BdREN Platform-এ প্রবেশ করতে পারবো?
উত্তরঃ হ্যাঁ, পারবেন।
৫) মোবাইলে ডাটা না থাকলেও কি ফ্রি অনলাইন ক্লাস করা যাবে বা কোন চার্জ প্রযোজ্য হবে?
উত্তরঃ BdREN Platform-এ Log in করার পর ফ্রি অনলাইন ক্লাস করার সুবিধা উপভোগ করা যাবে। তবে Log in করার পূর্বে Internet browse করার জন্য নূন্যতম ডাটা থাকতে হবে নতুবা PAY-PER-USE চার্জ প্রযোজ্য হবে।
৬) আমি BdREN Platform এর মাধ্যমে ফ্রি অনলাইন ক্লাস সুবিধা উপভোগ করছি এবং একই সাথে ফেসবুক এবং অন্যান্য ব্রাউজার ব্যবহার করছি, এক্ষেত্রে আমার ডাটার ব্যালেন্স কি হবে?
উত্তরঃ BdREN Platform-এ ক্লাস করার জন্য কোনো ডাটা চার্জ হবে না কিন্তু ক্লাস করার সময়ে Zoom (BdREN Platform) ছাড়া অন্য যে কোনো সাইট ব্রাউজ করলে ডাটা চার্জ হবে।
৭) আমি BdREN Platform এর আওতায় Zoom সংযোগে থাকা অবস্থায় আমার কোনো বন্ধু যদি Hotspot করে আমার মোবাইল ডাটা ব্যবহার করে, তবে কি আমার ডাটা চার্জ হবে?
উত্তরঃ হ্যাঁ, এক্ষেত্রে আপনার ডাটা চার্জ প্রযোজ্য হবে।
৮) আমি BdREN Platform এর আওতায় কি ভাবে Zoom এর Class লিংক পাবো?
উত্তরঃ সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয় বিষয় সংশ্লিস্ট সম্মানিত শিক্ষকগণের কাছ থেকে Zoom Class এর লিংক পাওয়া যাবে।
https://www.bdren.net.bd/news/33
http://www.teletalk.com.bd/dynamicLayout.jsp?page=121002&menuItem=20003
আমি সৌরভ সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।