আশাকরি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
থেকে প্রতিদিন নতুন কিছু শিখি, আজ এসেছি পুরাতন কিছু লিখতে।
আমরা যারা টিভি দেখি রিমোট তাদের কাছে জনপ্রিয় একটি বস্তু। মাঝমাঝে আমরা এটার জন্য মারামারিতে ও লেগে যায়।
রিমোট নিয়ে অনেকের জানা, আবার অনেকের অজানা তথ্য নিয়ে আজকে সাধারন কিছু লিখবো।
সাধারনত রিমোট দিয়ে আমরা টিভি, এসি অনেক কিছু কন্ট্রোল করি। আর এর একটা মজার ব্যাপার হলো এতে কোন সংযোগ বা তার লাগেনা। আপনার যেটা কন্ট্রোল করার ইচ্ছা সেটার দিকে তাক করলেই আপনি সহজেই দূর থেকে ম্যাজিকের মতো কোন কিছু কন্ট্রোল করতে পারেন।
রিমোট প্রধানত বেতার সিগনাল (ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ) ব্যবহার করে কাজ করে।
রিমোটে কিছু বাটন সেট করা থাকে। যেগুলোতে কিছু নির্দিষ্ট কোড সেট করা থাকে। বাটনে চাপ পড়লে সিগনাল বের হয় এবং টিভিতে ফ্রি ডিফাইন প্রোগ্রাম করা থাকে কোন সিগন্যালে কোন কাজ করতে হবে। রিমোট এবং টিভির সেন্ডিং রিসিবিং হয় ইনফ্রারেড রশ্মির মাধ্যমে। বাতাসের মাধ্যমে ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ কাঁপতে কাঁপতে ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক শক্তিকে আলোর গতিতে বহন করে নিয়ে যায়।
আপনার রিমোটের উপরের দিকে দেখবেন একটি এলইডি লাইট রয়েছে। এটা দিয়ে ইনফ্রারেড তরঙ্গ বের হয়। এটি ট্রান্সমিটার এবং টিভি বা অন্য ডিবাইস হলো রিসিবার। রিসিবারের ডিটেক্টর সিগন্যাল ডিটেক্ট করে কন্ট্রোলিং এর কাজ351 করে।
আরেকটা কথা হলো, আমরা চিন্তা করি রিমোটের LED লাইট জ্বলেনা কিন্তু এটা দেয় কেনো।
কিন্তু লাইটা জ্বলে আপনার চোখে দৃশ্যমান হয়না
আসলে, আমরা দেখতে না পেলেও কিন্তু বাটন প্রেস করার সাথে সাথে সেখান থেকে আলো বের হয়। আমরা সাধারনত খালি চোখে যে আলো দেখতে পাই তার তরঙ্গ দৈর্ঘ ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটারের মধ্যে থাকে। রিমোটের আলোর তরঙ্গ এর চেয়ে বেশি তাই আমাদের চোখে এটা দৃশ্যমান নয়।
এই আলোকেই ইনফ্রারেড আলো বলে। আমরা না দেখলেও এ আলো পোকা-মাকড় ও অন্য প্রানীরা দেখে থাকে।
তবে একটা কাজ করলে এ আলো আপনিও দেখতে পারবেন।
আপনার মোবাইলের ক্যামেরা অন করুন এবং ক্যামেরার সামনে রিমোট এনে কোন একটা বাটন আলতো করে চেপে ধরুন এবং মোবাইলের মাধ্যমেই আপনি এই আলো দেখতে পারবেন। কারন, মোবাইলে ছবি তুলতে সিসিডি নাম এক আলোক সংবেদনশীক আইসি (ইন্টেগ্রেটেড সার্কিড) ব্যবহার করা হয় যেটি কিছুটা ইনফ্রারেড আলো দেখতে পায়।
আজ আর নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন
আমি ম্যান পাওয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে শিখি অন্যকে শিখাই