নতুন একটি মৌসুমের শুরুতে নিজের পছন্দের একটি ভালো স্মার্টফোন কেনাতে যদি দারুন অফার পাওয়া যায়, তবে কিন্তু খারাপ হয়না! প্রতি শীতের মত এবারও ওয়ালটন তাদের তিনটি স্মার্টফোনে বিশেষ মূল্য ছাড় নিয়ে এসেছে! আর এই তিনটি স্মার্টফোন হলঃ প্রিমো এন৪, প্রিমো আরএম৪ এবং প্রিমো এস৭ প্রো। নতুন অফারে স্মার্টফোন তিনটি পাওয়া যাবে যথাক্রমে ৯৭৯৯, ১০১৯৯ এবং ১৯, ৯৯৯ টাকায়।
যারা বাজেট মূল্যে একটি ভালো গেমিং স্মার্টফোন চাচ্ছেন, তাদের জন্য প্রিমো এন৪ সেরা। স্মার্টফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেক এর ৬৭৬৩ (অক্টাকোর) প্রসেসর। যাতে থাকছে ২.০ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন ৮টি করটেক্স এ-৫৫ কোর। আর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে এতে পাচ্ছেন মালি এমপি জি৭১ জিপিইউ। এতে পাবেন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটিতে পাবজি এবং ফ্রি-ফায়ার এর মত গেমস গুলো খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। এবার শীতকালীন অফারে প্রিমো এন৪ এর ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম ভার্সন পাওয়া যাবে ৯৭৯৯ টাকায়।
স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখে আসুন।
শীতকালীন অফারে মাত্র ১০১৯৯ টাকায় ‘এভরিথিং ইউ ওয়ান্ট’ ট্যাগলাইন নিয়ে নতুন প্রিমো আরএম৪ স্মার্টফোনে পাবেন; ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টাকোর হেলিও এ২৫ চিপসেট থেকে শুরু করে ট্রিপল ক্যামেরা সেটাপ, ৫৯৫০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র্যাম সহ আরো অনেক কিছু! যেসকল ইউজাররা দৈনন্দিন কাজ এবং গেমিং এর জন্য তুলনামূলক বড় ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোন খোঁজেন তাদের জন্য স্মার্টফোনটি দারুন।
স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখে আসুন।
স্মার্টফোন চালানোর ক্ষেত্রে যদি প্রিমিয়ামনেস আপনার কাছে বেশি প্রাধান্যযুক্ত হয়, তবে প্রিমো এস৭ প্রো আপনার জন্যই তৈরি। স্মার্টফোনটিতে পাওয়া যাবে একটি ফ্লাগশিপ গ্রেড প্রসেসর। আর এটি হচ্ছে মিডিয়াটেক পি৭০। মিডিয়াটেক পি৭০, ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তিতে তৈরি ২.১ গিগাহার্জ বাজস্পিড সম্বলিত করটেক্স এ৭৩/ এ৫৩ ভিত্তিক অক্টাকোর প্রসেসর। আর এই সিপিইউ ইউনিট এর সাথে আপনি জিপিউ তথা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পাবেন মালি জি-৭২ এমপি৩ জিপিইউ। আর এই চিপসেটে ট্রিপল কোর আইএসপি এবং ডুয়াল কোর এপিইউ থাকার ফলে একদম Raw এইচ-ডি-আর ছবিগুলো এই ক্যামেরার মাধ্যমে তুলতে পারবেন কোনরকম কোয়ালিটির লস ছাড়াই। আর এটি ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি বলে, এটি ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি প্রসেসর এর চাইতে ১৫ শতাংশ বেশি পাওয়ার এফিসিয়েন্ট।
স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখে আসুন।
ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই তিনটি স্মার্টফোনেও পাবেন ৩০ দিনের রিপ্লেস্মেন্ট গ্যারান্টিসহ ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। নতুন নতুন শীতের এই আবেশে, ওয়ালটনের দারুন এই তিনটি স্মার্টফোন এর ভেতর থেকে সময় থাকতে আপনার পছন্দেরটি লুফে নিন অফারগুলো শেষ হবার আগেই।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।