সার্চ এর ১০ টি উপায়! সার্চ করে খুঁজে পান না, সমাধান নিন!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে সালাম ও ভালবাসা জানাই। আশা করি ভালো আছেন।
আজ আমরা কিভাবে সার্চ করে সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় তা নিয়ে কিছু কথা বলবো।
আমরা যারা ইন্টারনেট দুনিয়ার সাথে সংযুক্ত, তাদেরকে প্রায় প্রতি নিয়ত সার্চ করতে হয় এটা সেটা। কিন্তু অতিরিক্ত ওয়েব সাইট ও অপ্রয়োজনীয় বিষয়ের জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসটা পাওয়াই কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যদি সহজ কিছু উপায় ফলো করি, তাহলে বিষয়টা সহজ হয়ে যায়।
যেমন;

১. ধরুন, আমরা টেকতিউন্স সাইটকে খুজবো। এখন আমরা এ সম্পর্কে শুধু একটা জিনিস জানি যে এটা বাংলা টেকনোলজি সাইট। তাহলে আমাদেরকে বাংলায় ‘টেকতিউন্স’ লিখে সার্চ দিতে হবে! এতে বিষয়টা সহজ হয়ে যাবে।

২. আমরা যেটা খুজবেন সেটা হুবহু লিখে দিবো। যেমন, ধরুন আমরা খুঁজবো Hawk Eye-র ডেফিনেশন বা এটা কি? তাহলে আমরা যদি লিখি, ‘Hawk Eye means/Hawk eye is the ’ তাহলে এই লেখাটা এসে পরেরটা আসবে। বিষয়টা সহজ হয়ে গেল।

৩. আবার ধরুন, আমরা নিউটন এর তৃতীয় সূত্র পারি, কিন্তু দ্বিতীয় সূত্র ভুলে গেছি। তাহলে আমরা যদি, ‘Every action has same and oposite reaction’ লিখে সার্চ দেই তবে, এই সূত্রসহ অন্য সূত্রগুলু চলে আসবে।

৪. যদি এমন হয়, আমরা লিমিটেড নেট কানেকশন ইউজ করি। বড় সাইজের ভিডিও নামাতে পারবো না। সার্চ দিলেতো ছোট বড় সব চলে আসে। কিন্তু দেখতেই হবে। তবে আমরা সার্চ করতে পারি, ভিডিও এর নাম লিখে শেষে এক্সটেনশন দিয়ে। যেমন, 3gp কিংবা mp4। আমরা জানি এই এক্সটেনশগুলুর সাইজ ছোট হয়। ‘Beautiful bangladesh.mp4’ দেখা যাবে এইটা চলে আসছে। ‘রথ দেখাও হলো, কলা বেচাও হল!’

৫. আমরা যেটা ডাউনলোড করবো সেটার সাথে যদি ‘free download’ কথাটা লাগিয়ে দেই, তবে সার্চ এ অপেক্ষাকৃত ভালো জিনিস আসবে আমাদের অনুকূলে।

৬. ধরা যাক আমরা বই ডাউনলোড করবো। এখন যদি শুধু বইয়ের নাম লিখে সার্চ দেই, তাহলে অনেক কিছু আসবে, বেশিভাগ জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারবো না। কিন্তু, আমরা যদি বইয়ের নামের শেষে এক্সটেনশন লাগিয়ে দেই! যেমন, kobi.pdf by Humayun Ahmed!তাহলে কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। একইভাবে গান ডাউনলোডের সময়, free ownload oshamajik.mp3 by warfaze! এভাবে খুঁজি, তাহলে সহজেই পেয়ে যাবো। Razz

৭. সাইট খুঁজতে চাইলে যদি এইভাবে খুঁজি, Site: wikileaks ; তাহলে বিষয়টা বেশ কাজে দিবে। বিশেষ করে ডোমেইন জানা না থাকলে!

৮. এছাড়া ‘Intitle: bangle e-book’ লিখে টাইটেলের কিছু খোঁজা(যেমনঃ সাইটের টাইটেলে যা থাকে) হয় বা, শব্দের মানে জানা (Cow in bangleSmile, যায় সহজেই, এই উপায় ফলো করে।

৯. টাইম, কারেন্সি, হিসেব/নিকাশ, কনভার্ট : আমরা জাস্ট ইনপুটটা(যেটা থেকে বিশয়টা হবে! যেমন; 1USD in BDT এই ধরনের) দিয়ে, সার্চ দিবো। কারন ইনপুটের পাশেই আউটপুট থাকে। বেরিয়ে আসবে অতি সহজেই।

১০. আবার ছবি খুঁজতে গেলে যদি লিখি, Images/pic of Jason Statham তাহলে দেখা যাবে ইমেজ আসছে সহজেই। তবে গুগল নিজেই সার্চ এ ইমেজ অপশন রাখায় এতে খুব একটা অসুবিধা হয় না!

আশা করি এই ট্রিপ্সগুলু কাজে দিবে। তাছাড়া ইমেজ সার্চের জন্য গুগল সহ সকল বড় বড় সার্চ ইঞ্জিনে ইমেজ সার্চ অপশন তো আছেই।

Level 0

আমি মোঃ রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন ডিজিটাল মার্কেটার, ভাল লাগে নতুন কিছু শিখতে ও শিখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস