নিয়ে নিন অনলাইন ভার্চুয়াল VISA and MASTER কার্ড বিকাশ পেমেন্ট করে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

হেলো বন্ধুরা আশা করি ভাল আছেন সুস্থ আছেন।

আজকাল আমাদের একটা প্রধান সমস্যা, সবার ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টার কার্ড নেই।

আর এ জন্যে  আমরা ইন্টারনেট এ অনেক কাজ কর্ম করতে পারি না।

বিশেষ করে যারা ফ্রী লেনসিং এর কাজ করি অথবা যারা অনলাইন এ বিদেশ থেকে কিছু কেনাকাটা করতে চাই বা অনেকে আছে যাদের কার্ড দিয়ে অনলাইন অ্যাকাউন্ট এক্তিভ করতে হয় তাদের অনেক যামেলায় পরতে হয়। এই জন্য একমাত্র সমাধান হচ্ছে অনলাইন ভার্চুয়াল কার্ড।

আজকে আমি আপনাদের কে দেখাব কিভাবে বাংলাদেশ থেকে বিকাশ পেমেন্ট করে একটি অনলাইন ভার্চুয়াল কার্ড কেনা যায় এবং এই কার্ড দিয়ে কিভাবে অনলাইন থেকে কেনা কাটা করা যায়।

 

তার আগে এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে নেই। যা আপনার জানা প্রয়োজন।

ভার্চুয়াল কার্ড কি?

ভার্চুয়াল কার্ড হচ্ছে  অনলাইন কার্ড নাম্বার যেটা প্রচলিত কার্ড এর মত হাঁতে ধরতে পারবেন না, কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় সব তথ্য থাকবে। যেমন কার্ড নাম্বার, কার্ড এর মেয়াদ এবং একটি গোপন পিন নাম্বার। আর এই তথ্য গুল ব্যবহার করে আপনি অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন।

 

ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন?

আমার দেখনো এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি অনলাইন এ যে কোন কেনাকাটা করতে পারবেন

কে কোন ওয়েব সাইট বেরিফিকেশন করতে পারবেন।

পেপাল এবং ইবে মত সাইট বেরিফিকেশন করতে পারবেন

যত ডলার এর কার্ড নিয়েছেন ঠিক সেই পরিমান ডলার ব্যবহার করতে পারবেন।

ব্যবসায়ীরা এই কার্ড ব্যবহার ক'রে তাঁদের পণ্য ও সেবার বিজ্ঞাপণ Facebook, Google প্রভৃতি প্ল্যাটফর্মে কোটি কোটি গ্রাহকের কাছে পৌছে দিতে পারেন।

এটি ভার্চুয়াল, তাই গতানুগতিক প্লাস্টিক ক্রেডিট কার্ডের চেয়ে বেশি নিরাপদ, কারণ এটি হারিয়ে যাবার ভয় নেই, এবং Disposable ও সুরক্ষিত। আপনার ব্যক্তিগত আর্থিক তথ্য নিরাপদ রাখতে ভার্চুয়াল কার্ড ব্যবহার ক'রা সবসময়ই অধিকতর নিরাপদ।

কোনো বাৎসরিক বা মাসিক ফী নেই, নেই কোনো কার্ড ইস্যু ফী। কার্ড ডেলিভারির সময়ে আপনি পাবেন একটি International Virtual Credit Card (Prepaid), যেখানে আপনার ১৬ ডিজিটের কার্ড নাম্বার, ০৩ সংখ্যার CVV/CSC Code, এবং Expiry Details থাকবে।

 

কিভাবে পাবেন এই কার্ড?

গ্লোবাল ভিসা কার্ড ডট কম আপনাদের জন্য এই অসাধারণ সুবিধা চালু করেছে। ওয়েব সাইট এর লিংক দেয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন।

Home

এইখান থেকে আপনি বাংলাদেশ থেকে বিকাশ পেমেন্ট করে $৫ ডলার থেকে শুরু করে $১০০০ ডলার প্রাইস এর কার্ড কিনতে পারবেন।

 

আপনাদের সুবিধার কথা চিন্তা করে এবং কিভাবে কিনতে হয় সেটা দেখানোর জন্যে আমি $১০ ডলার এর একটি কার্ড কিনেছি এবং কিনার পর কার্ডটি কাজ করে কিনা তা দেখার জন্য অনলাইন থেকে ক্রয় করেছি।

বাকি প্রসেস গুলা দেখার জন্যে আমার ভিদেওটি ভালো করে দেখুন। ওয়েব সাইট এ প্রবেশ করার জন্যে এইখানে ক্লিক করুন।

Home

আমার এই টিউন কাওকে অনলাইন এ লেনদেন করার জনে উৎসাহিত করে না। অনলাইন এ লেনদেন নিজে বুজে শুনে তারপর নিজ দায়িত্তে করবেন।

 

 

Level 3

আমি রুদ্র মাহামুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস