আমি krishna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Blogspot এ রেজিষ্ট্রেশনের জন্য যেতে হবে http://www.blogger.com এ। আর সব বাংলাতে থাকলেও বাংলা ভাষায় থাকা অবস্থায় আপনি ওখানে লগইন করলে এড গেজেট এ এডসেন্স অপশনটি পাবেন না তাই ইংরেজী ভাষাতেই ব্যাবহার করুন। তবে আমার মতে এরকম সাইট বানানোর জন্য http://www.weebly.com সবচাইতে ভাল। আর টেকটিউনসে এডসেন্স এর উপর বিস্তারিত আছে যা আপনি আর অন্য কোন বাংলা সাইটে পাবেন না। এই লিংকে গেলে এ বিষয়ক অনেক লেখা পাবেন https://www.techtunes.io/tuner/sakil13/ । আর আরো যদি প্রয়োজন মনে করেন আমার এডসেন্স এর উপর একটি ব্লগ আছে http://earndollerbd.blogspot.com । এখানে গেলে আপনার এডসেন্স এর সকল খুটিনাটি বিষয়, একাউন্ট ওপেন করা থেকে শুরু করে এসইও, আয় বাড়ানোর পদ্ধতি, চেক ভাঙানো সব কিছু জানতে পারবেন।
@শাকিল ভাই,
১) একই এডসেন্সের একাউন্ট থেকে বিভিন্ন ওয়েব সাইটে এড দেওয়া যায়।
২) বিভিন্ন বাংলা ওয়েব সাইট- এ দেখি গুগোল- এর এড কিভাবে এড গুলি দেয়।
হ্যাঁ গুগোল ফী হোস্টিং allow করে। তবে সব ফ্রী হোস্টিং নয়। তবে আমার জানামতে সব চেয়ে ভালো হয় blogspot ।এখানে আপনি ওয়েব ডিজাইন এর ঝামেলা ছাড়াই শুধু রেজিস্ট্রেশান করে ভালো মানের সাইট তৈরী করতে পারবেন।এবং গুগোল এটা থেকে allow করবে।
উদাহরন হিসেবে http://www.alaminsumon.blogspot.com এখানে ভিজিট করতে পারেন।আর রেজিস্ট্রেশান এর জন্য আপনি আপনার জি-মেইল একাউন্ট ইউজ্ করতে পারেন। http://www.blogspot.com এখান থেকে।ওখানে সব বাংলা তেই লেখা আছে তারপরো বুঝতে সমস্যা হলে জানাবেন।