আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…?
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত Techtunes সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের টিউনে আপনাদের দেখাবো যেভাবে আপনারা ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য সাবমিট করে রিভিউতে পাঠাবেন।
ফলে ফেসবুক টিম তথ্যগুলো যাচাই করে সবকিছু ঠিক থাকলে আইডিটা ব্যাক চলে আসবে।
আমি জানি techtunes এর আগে ডিজেবল আইডি ব্যাক আনার জন্য প্রয়োজনীয় তথ্য সাবমিট করা নিয়ে টিউন রয়েছে।
কিন্তু বর্তমানে covid-19 এর কারণে সেই লিংক দিয়ে তথ্য সাবমিট হচ্ছেনা।
ফলে অনেকে ডিজেবল আইডি নিয়ে সমস্যায় পড়েছেন।
তাই নতুন একটা প্রসেস দেখাতে চলেছি এই টিউনে যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে পারবেন।
আগের টিউন অনুযায়ী সাবমিট করতে গেলে আপনারা যে সমস্যায় পড়ছেন নিচে লক্ষ করুন।
এবার আসি আসল কথায় কিভাবে তাহলে ফেসবুক ডিজেবল আইডির জন্য প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আইডি রিভিউতে পাঠাবেন।
এর জন্য প্রথমেএখানে ক্লিক করুন
এবার ভিডিও টা দেখুন
বক্সে এই লেখাটি দিন।
Hello sir,
Iam the real user of this account.By mistake your security system disabled my personal facebook account and you have disabled my account against Facebook community standards.But I give enough identification to reopen my Facebook account.I hope you will see my apeal and open My facebook account as soon as possible.Thank sou sir.
আরেকটা বক্সে এই লেখাটি দিন।
Dear Facebook team we have not posted any content on facebook and we have not made any mistake due to which our account should be disabled.You check our identify and open my account.
দেখুন সাবমিট হয়ে গেছে।
সাথে সাথে মেইলে আসার পর সাবমিট করার মেইল দেখতে পাবেন।
এভাবে খুব সহজে আপনাদের ডিজেবল আইডিটাকে রিভিউতে পাঠাতে পারবেন।
অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনার ডিজেবল ফেসবুক একাউন্ট এর নাম এবং জন্মতারিখ যেন আপনার দেওয়া তথ্যের সাথে মিল থাকে।
আইডি ব্যাক আসতে কতদিন সময় লাগতে পারে সেটা ঠিকভাবে বলা যাচ্ছেনা কারণ Covid-19 এর কারণে আইডি ব্যাক আসতে সময় লাগতে পারে।
সঠিক তথ্য দিয়ে থাকলে দেরিতে হলেও আইডিটা ব্যাক আসবে।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন।
আমি রিফাত হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।