বর্তমান সময়ে অনলাইন ক্লাস থেকে শুরু করে বিভিন্ন কাজে একটি তুলনামূলক মানসম্মত স্মার্টফোন সবারই প্রয়োজন! তবে সমস্যাটা আমাদের বাজেট এর সাথে। বর্তমান সময়ে একটি তুলনামূলক ভালো স্মার্টফোন বলতে তাতে ৩ জিবি র্যাম থাকা চাই! বাজারে আমাদের সাধ্যের ভেতর বেশিরভাগ সময়ই ভালো কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়া যায় না। তাদের জন্য আজকের আর্টিকেল, আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব, সল্প মূল্যে বাজারে ৩ জিবি র্যামের সেরা স্মার্টফোনগুলো নিয়ে।
বাজেট এর ভেতর যারা দারুন একটি গেমিং স্মার্টফোন চান, তাদের জন্য বিগত বছর লঞ্চ হওয়া ওয়ালটন এর পক্ষ থেকে একটি যুগান্তকারী স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএক্স৭ মিনি। স্মার্টফোনটি ছিল একসময়কার বাজারের টপ সেলার, আর এক সময়কার টপ সেলার মানে স্মার্টফোনটি অবশ্যই দামের সাথে পারফরমেন্সের দিক দিয়ে অনবদ্য ছিল তা একদম আর বলতে! স্মার্টফোন্টির স্পেসিফিকেশন থেকে এর বিল্ট কোয়ালিটি দুটোই এর দামের হিসেবে একদম পয়সা অসুল!
প্রিমো আরএক্স৭ মিনি স্মার্টফোনটির রিভিউ।
অসাধারন ডিজাইন এবং দারুন স্পেসিফিকেশনে ৮৫৯৯ টাকায় ওয়ালটনের আরেকটি অনবদ্য স্মার্টফোন হচ্ছে প্রিমো এইচএম৫। প্রিমো এইচএম৫ এর দারুন লুক এবং এর স্পেসিফিকেশন স্মার্টফোনটির দামের সাথে গ্রাহকদের ভেতর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল এবং নিয়েছে। এইচএম সিরিজের এই ফোন এইচএম৫ এর অন্যতম আকর্ষণ এর ৩ জিবি র্যাম, ৬৪ জিবি রম, ৪৯০০ এমএএইচ ব্যাটারি, হেলিও এ২০ চিপসেট সহ আরো অনেক কিছু।
প্রিমো এইচএম৫ স্মার্টফোনটির রিভিউ।
ওয়ালটনের সাশ্রয় মূল্যের স্মার্টফোন সমগ্রের মধ্যে অন্যতম আরেকটি সংযোজন প্রিমো এইচ ৯। প্রিমো এইচ৯ এর রিয়ার প্যানেলে থাকছে ১৩+২ মেগাপিক্সেলের সেন্সর নিয়ে একটি ডুয়াল ক্যামেরা মডিউল আর সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ৩২ জিবি ইন্টারনাল মেমরি এর পাশাপাশি এই স্মার্টরফোনটিতে আপনি অতিরিক্ত ১২৮ জিবি পর্যন্ত এক্সট্রা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন! স্মার্টফোনটির দাম মাত্র ৭৮৯৯ টাকা।
প্রিমো এইচ৯ স্মার্টফোনটির রিভিউ।
স্মার্টফোন গুলো দেখতে অবশ্যই চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজায়; আর সবগুলো স্মার্টফোনের সাথেই আপনি পাবেন ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। আশা করি আজকের লেখাটি ভালো লাগল, নিচে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।