অর্থনীতিতে আমার চোখে ভবিষ্যত বাংলাদেশ

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

• বাংলাদেশের অর্থনীতি কখনো রিকশার মতো ধীরে গতিয়মান আবার মোটর সাইকেলের মতো দ্রুত চলয়ামান। অর্থনীতির এই ব্রেক যতক্ষণ পর্যন্ত না ভাঙা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উন্নতি বুলবুলায়ে আমরা চক্কর খেতে থাকব। বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ৩৯ তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ২৯ তম যা দক্ষিন এশিয়ায় ২য়। বাংলাদেশ গত এক দশক ধরে গড়ে ৬.৩ শতাংশ হার ধরে রেখে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বের ৭ম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। সূএঃ উইকিপিডিয়া। এই তথ্যের ভিত্তি ধরে বলা যাবে, বাংলাদেশের অর্থনীতি উদীয়মান। কিন্তু কৃষি, , সেবা, ঔষধ, ও পোশাক খাতের অবদান আমেদের এই ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে। রেমিট্যান্স এর পরিমাণ বেশি হওয়ায় আমরা ২০১০ সালের মন্দা হতে বাছতে পার। কিন্তু তামাক, চিনি, সিমেন্ট, পেঁয়াজ প্রভৃতি জিনিস আমাদেরকে আমদানি করতে হয়। অনেক সময় উৎপাদনের ক্ষমতা থাকার সত্ত্বেও শুধু একজন সৎ উদ্যোক্তার অভাবে আমরা যত পরিমাণ উৎপাদন পাওয়ার কথা তত পরিমাণ উৎপাদিত হয়না হলেও সৎ উদ্যোক্তাদের অভাবে উৎপাদিত সম্পদ অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের কী করা উচিত। আর এই জন্য আমাদের ষড়ভূজ নিয়ম মানা উচিত।
এই ষড়ভূজ নীতি হলো ৬ দফা নীতি।
আর এগুলো হলোঃ
১. তরুণ উদ্যোক্তারা যত নতুন সুযোগ পাবে তারা তত আগ্রহী হবে। তাই প্রতিনিয়ত নতুন নতুন সেমিনার করতে হবে।
২. সেমিনার গুলোতে যেই খাতে অবনতি হচ্ছে সেই খাতগুলোকে প্রাধান্য দিতে হবে। যাতে তরুণদের মনে নতুন ব্যাবসা ও উদ্যোগের চিন্তা আসে৷
৩.তরুণত্ত্ব হলো নতুনত্ত্ব। এই বিষয় টিকে মাথায় রেখে লিডারদের তরুণ উদ্যোক্তা তৈরি করতে হবে।
৪.কথায় আছে, “একটি ভালো পরিকল্পনা, অর্ধেক যুদ্ধ জেতার সমান”। এখানে একজন তরুণ উদ্যোক্তার নতুন ভাবনাকে মূল্য দিতে হবে, দুর্নীতি করলে হবে না। তরুণদের এই ভাবনা আমাদের আধা সফলতা দিবে। আর অর্ধেক সফলতা আসবে সেই পরিকল্পনা কে রূপান্তর করার মধ্য দিয়ে।
৫. একটি সৎ উদ্যোগ ও এর সৎ পরিণতি দেওয়া।
৬.ব্যাবসার ধারা ঘন ঘন পরিবর্তন না করে স্থায়ী করা। আবার এক ব্যাবসায় সফল না হলে অন্য ব্যাবসা প্রতিষ্ঠান ব্যবহার করা।
এই নীতি গুলোকে আমরা যত বেশি আয়ত্ত করতে পারছি ততই মূলধন আমরা লাভ করছ। দুটো ব্যাপারে সবসময় সাবধানে এগোতে হবে একটি হচ্ছে দুর্নীতিকে সামলাও, সৎ টাকা ভরো নিজের কামলায়। আর দ্বিতীয় টি হলো আমরা যারা তরুণ আছি তাদেরকে গুরুত্ব দেওয়া। আমার মতে যে দেশের তরুণ যত বেশি সুযোগ পাই, সেই দেশের আগামী ততই উজ্জ্বল হয়। এখন কথা হলো তরুণরা কী ভাবছে?🤔দেশের শিক্ষার্থীরা এখন বিজ্ঞানের বিষয় গুলোর উপর বিশেষ ভাবে ঝুঁকে পড়ছে। অনেক জায়গা এটাও নজরে পড়ছে যে, শুধু মাএ ভালো গ্রেডের অভাবে সে এই স্কুলে বিজ্ঞান নিয়ে না পড়তে পারলেও, অন্য স্কুল যোগাড়
করে নিচ্ছে। যেহেতু তারা বিজ্ঞানে নতুন নতুন স্কোপ বা সুযোগ পাচ্ছে তাই তারা সেই দিকে ঝুঁকে পড়ছে। আর আমরা তরুণরা এই সোনার বাংলাদেশকে ভবিষ্যতে এমন ভাবে দেখতে চাই যে, শুধু বিজ্ঞান বিষয় নয় ব্যাবসা বিষয় পড়ার জন্য মেধাবী ছাত্ররা হুটোপাটি খায়। আর আমরা যদি তা করতে পারি তবেই তো কেল্লাফতে। পুরো অর্থনীতির পথকে আরো সূদুর করা তখন মোদের জন্য একটি সহজলভ্য ব্যাপার। ৭ কোটি কৃষক, কামার, মজুরের দেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা আমাদের জন্য শুধু সাফল্য নয় এক উচ্চ সম্মান বটে। ভবিষ্যতে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তন আনবে নতুন প্রজন্ম, ইনশাআল্লাহ।

Level 0

আমি মোহাম্মদ তাসিম ইসলাম ইমতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস