এখন অনেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করে।কিন্তু আপনার নিজের দেয়া নাম এর সাথে আপনি যে সাইট থেকে আপনার ওয়েবসাইট খুলেছেন তার নাম যদি থাকে তাহলে কেমন লাগবে।এটা আপনার ওয়েবসাইট এর নাম বড় করবে এবং আপনার ওয়েবসাইটকে করবে আকর্ষনহীন।তা ছাড়া এত বড় ওয়েবসাইট এর নাম মনে রাখা কষ্ট সাধ্য।যেমন ধরুন-www.bondhuta.webnode.com. এত বড় ওয়েবসাইট এর নাম মনে রাখা কঠিন হয়ে যাবে।কিন্তু এটা যদি-www.bondhuta.tk হয় তাহলে তা মনে রাখা অনেক সহজ হবে।আর এর জন্যই আমার আজকের টিউন।মাত্র ৪টি স্টেপ কাজ করে আপনি এই কাজটি করতে পারেন।
প্রথমে এখানে ক্লিক করুন।তারপর-
স্টেপ ১-
#Enter your URL here..... স্থানে আপনার ওয়েবসাইট এর নাম লিখুন এবং next ক্লিক করুন।
এরপর একটি পেজ আসবে-
স্টেপ-২
#প্রাপ্ত পেজ এর উপরে The web will be Renamed..... বক্সে আপনার ওয়েবসাইট এর পরিবর্তিত নাম এখানে দেখাবে।আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট এর নাম পরিবর্তন করতে পারেন।
স্টেপ-৩
#Type the character you see in this picture এই বক্সে প্রাপ্ত character এর নাম লিখুন।
স্টেপ-৪
#confirm এ ক্লিক করুন।
ব্যস,হয়ে গেল আপনার ওয়েবসাই
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
micromission ভাই কে বলছি,গুগল সাধারনত এসব ব্যপারে কোন সমস্যা করে না।কারন পুরো ব্যাপারটা আসলে আপনার ফ্রি ওয়েবসাইট নির্মাতা কোম্পানির কাজ।আর এটা ফ্রি ওয়েবসাইট বিল্ডারদের জন্য।
ভাই যদি কোন খারাপ কাজ না করেন তাহলে গুগল কোন সমস্যা করবে না। আর এটাতে তো করবেই না। তবে এই নামে আপনি সার্চ পজিশন পাবেন না কারন এখানে আপনার কী ওয়ার্ড কাজ করবে না। এটা মাস্ক ফরোয়ার্ড সার্ভিস।
ধন্যবাদ।
কিন্তু google সমস্যা করেব না তো?