বাজারে নিত্যনতুন প্রযুক্তির সকল বাজেট স্মার্টফোন আনার জন্য এক কথায় সেরা দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। আমরা যারা অনেকে খুবই টাইট বাজেটে ভালো কোন স্মার্টফোন পাবো কিনা বলে চিন্তায় থাকি, তাদের জন্য ওয়ালটনের আছে বেশ কিছু অনবদ্য স্মার্টফোন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ১০ হাজারের ভেতর দারুন কিছু মডেলের স্মার্টফোন, যা এই বাজেটে হতে পারে আপনার জন্য একেকটি সেরা স্মার্টফোন। যেখানে দেশের একটি বিপুল সংখ্যক মানুষের বাজেট ১০ হাজার টাকার নিচে, সেখানে ওয়ালটন বিশেষ করে ঠিক সেইসকল গ্রাহকদের জন্যই দারুন দারুন সকল বাজেট স্মার্টফোন প্রতিনিয়ত নিয়ে আসে। আজকের ১০ হাজারের বাজেটে বাজার সেরা স্মার্টফোনের তালিকায় থাকবে, প্রিমো এইচ৯, প্রিমো এইচএম এবং প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোন।
১৯ঃ৯ রেশিও সমৃদ্ধ ৬.১ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে নিয়ে ৮৬৯০ টাকায় ওয়ালটনের দারুন একটি স্মার্টফোন প্রিমো এইচ৯। স্মার্টফোনটির হার্ডওয়্যার সেকশনে পাওয়া যাবে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, যার সাথে থাকছে পাওয়ারভিআর জিই৮৩২২ জিপিইউ। সাথে থাকছে ডিডিআর৪ ‘৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। বাজেট স্মার্টফোন হওয়া সত্ত্বেও স্মার্টফোনটির রিয়ার প্যানেলে আপনি দারুন শাইনি এবং গ্র্যাডিয়েন্ট ফিনিস পাবেন। স্মার্টফোনটি ৪ টি কালারে বাজারে পাওয়া যাবে, আর প্রতিটি কালারই অনেক আকর্ষণীয়।
প্রিমো এইচ৯ স্মার্টফোনটির রিভিউ।
মাত্র ৮৫৯৯ টাকায় বাজারকে ব্যাপক গরম করে রেখেছে ওয়ালটন এর নতুন স্মার্টফোন প্রিমো এইচএম৫। এইচএম সিরিজের নতুন এই ফোন এইচএম৫ এর অন্যতম আকর্ষণ এর ৩ জিবি র্যাম, ৬৪ জিবি রম, ৪৯০০ এমএএইচ ব্যাটারি, হেলিও এ২০ চিপসেট সহ আরো অনেক কিছু। বাজেট ডিভাইস হলেও প্রিমো এইচএম৫ এর ডিজাইন দারুন। স্মার্টফোনটি একটি প্লাস্টিক ইউনি-বডি ডিজাইনে তৈরি। প্রিমো এইচএম৫ ডিভাইসকে হার্ডওয়্যার এর দিক দিয়ে ব্যাকআপ দিবে মিডিয়াটেক এর ১২ ন্যনোমিটার প্রযুক্তিতে তৈরি হেলিও এ২০ চিপসেট। এটি একটি ১.৮ গিগাহার্জ ক্লক -স্পিডের কোয়াড কোর সিপিইউ।
প্রিমো এইচএম৫ স্মার্টফোনটির রিভিউ।
এইচএম৫ স্মার্টফোনের পর ওয়ালটন বাজারে নিয়ে প্রিমো এইচ৯ প্রো এর সাক্সেসর হিসেবে নিয়ে আসে আরেকটি বাজেট স্মার্টফোন প্রিমো এইচ৯ প্রো। এর দাম ৯৪৯৯ টাকা। প্রিমো এইচ৯ এর সিকুয়াল এই এইচ৯ প্রো স্মার্টফোনটির দারুন কিছু স্পেক্সের ভেতর আপনি দেখতে পাবেন; ৬৪ জিবি রম, ৪ জিবি র্যাম, ১.৮ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ট্রিপল ক্যামেরা সেটাপ সহ আরো অনেককিছু। প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেক এর ১২ ন্যনোমিটার প্রযুক্তিতে তৈরি হেলিও এ২০ চিপসেট। এটি একটি ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের কোয়াড কোর সিপিইউ। এনটুটু বেঞ্চমার্কে এর স্কোর এসেছে ৮১১৯২।
প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোনটির রিভিউ।
তো আপনার বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে হয়, তাহলে উপরের তালিকার ৩ টি স্মার্টফোন থেকে আপনার সুবিধামত বাজেটে যেকোনো একটি পছন্দ করে নিতে পারেন। ওয়ালটনের প্রতিটি স্মার্টফোনের সাথেই আপনি পাবেন ১ বছরের বিক্রয়ত্তর ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেস্মেন্ট গ্যারান্টি। স্মার্টফোনগুলো সামনাসামনি দেখতে ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।