গত ৮ই সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে পকোর জায়ান্ট ব্যাটারি ফোন Poco X3 NFC।
ততোটা চোখ ধাধানো কোন অাউটলুক নেই ফোনটিতে, তবে যে জিনিশ টা আপনার নজর কারবে সেটি হলো দানবীয় পকো লগো যা একেবারে অপ্রত্যাশিত।
৯.৪ এমএম পুরুত্তের ১২৫ গ্রাম ওজনের ৪জি(4G) ফোনটিতে ডিস্পেলে হিসেব ব্যবাহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির ১০৮০ প্যান যার রিফ্রেশ রেটের ১২০ Hz এর LCD Hole -Punch স্ক্রিন যা অনেকটা অপ্রচলিত। বর্তমান বাজারে প্রায় সকল mid rang ফোনগুলোতে OLED স্ক্রিন থাকে কিন্তু সেপ্টেম্বর ২০২০ যা অপ্রত্যাশিত।
প্রসেসর ও র্যাম :
ফোনটিকে থাকছে Qualcomm’s এর নতুন প্রসেসর Snapdragon 732G। ৬ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি স্টোরেজ আরো থাকছে মাইক্রো এসডি কার্ড স্লট।
ফোনটির পিছনে থাকছে সনি IMX682 সেন্সর সম্বলিত ৬৪ megapixel ক্যামেরা।
১৩ megapixel ultrawide।
২ megapixel এর একটি ম্যাক্রো এবং
২ megapixel এর একটি ম্যাক্রো Depth ক্যামেরা।
সামনে (Front /Selfie ক্যামেরা হিসেরে) থাকছে ২০ megapixel এর একটি ক্যামেরা।
ব্যাটারি :
ফোনটি বাজারে ছাড়ার পূর্বে poco ঢালাও ভাবে প্রচার করে তাদের ৫১৬০ mah এর দানবীয় ব্যাটির যা ৬৫ মিনিটে ৩৩ ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করা যাবে।
লেখাটি আমার নিজোর ব্লগ © https://ahtechlab.blogspot.com থেকে সংগৃহীত।
আমি আশরাফ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।