ব্লগারের অ্যাডমিন ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করুন সহজেই

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ব্লগারে লগইন ইমেইল অ্যাড্রেস বা অ্যাডমিন ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করার কোনো অপশন নেই। ব্লগার সরাসরি এটি পরিবর্তন করার অনুমতি দেয় না। তবে কখনো কখনো ব্লগের ইমেইল অ্যাড্রেসটি আপডেট করা বা চেঞ্জ করার প্রয়োজন হয়। তখন আপনি কী করবেন?

আজকের টিউনে আমি দেখাবো কীভাবে সহজেই ব্লগের অ্যাডমিন ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে হয়

প্রথমে আমরা দেখে নেই ব্লগার ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করার সম্ভাব্য কিছু কারণঃ

➲ নতুন ব্লগাররা সাধারণত এলোমেলো ইমেইল আইডি দিয়ে তাদের ব্লগ তৈরি করেন এবং পরে অনুভব করেন যে তাদের ইমেইল অ্যাড্রেসটি চেঞ্জ করা উচিত।

➲ যদি আপনার একাধিক ব্লগ থাকে এবং ব্লগগুলো বিভিন্ন ইমেইলের সাথে যুক্ত থাকে,  তখন সবগুলো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি ব্লগগুলোর ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করে একটি ড্যাসবোর্ড থেকেই প্রত্যেকটি ব্লগ চালাতে পারবেন।

➲ আপনার ইমেইলটি যদি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।

আমি আগেই বলেছি ব্লগারের ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করার কোনো সরাসরি উপায় নেই। তাহলে কীভাবে সম্ভব? নিচের ধাপগুলো ফলো করুন।

১ | যে ব্লগের ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেটিতে লগইন করুন।

২ | ব্লগার ড্যাশবোর্ড ➤ Settings ➤ Basic এ যান। নিচে Permissions সেকশনে Authors পাবেন।

৩ | " Add Authors " বাটনে ক্লিক করুন এবং আপনি যে নতুন ইমেইলটি ব্যবহার করতে চান সেটি লিখে Author ইনভাইটেশন পাঠান।

৪ | নতুন ইমেইলে একটি ইনভাইটেশন মেসেজ যাবে। সেটি অবশ্যই Accept করতে হবে।

৫ | এখন আপনার ব্লগে সেই নতুন ইমেইলটিকে Author হিসাবে দেখতে পাবেন। এবার এটিকে Author থেকে Admin বানিয়ে ফেলুন।

৬ | কাজ মোটামোটি শেষ। এখন আপনার নতুন ইমেইল অ্যাড্রেসটি দিয়ে ব্লগে লগইন করে সেটিংস থেকে বেসিক এ গিয়ে পুরোনো ইমেইলটিকে ডিলেট করে দিন। দ্যাটস ইট।

আরো পড়ুনঃ কীভাবে ব্লগের URL থেকে Date এবং.html ডিলেট করতে হয়? 

যদিও সবসময় একটি ইমেইল অ্যাড্রেস ব্যবহার করাই ভালো, কারণ আপনার ভিজিটররা এতে অভ্যস্ত হয়ে যায় এবং অন্যান্য সার্ভিসগুলো এর সাথে যুক্ত থাকে। তবে অনেকসময় ইমেইল পরিবর্তন করা অনেক জরুরী হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি উপরের স্টেপগুলো অনুসরণ করে আপনার ব্লগের অ্যাডমিন ইমেইল চেঞ্জ করতে পারেন।

এটি টেকটিউনসে আমার প্রথম টিউন। পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় আমার প্রযুক্তিভিত্তিক ব্লগ Rijonistic এ। নিত্য নতুন ইন্টারনেটভিত্তিক বিভিন্ন টিপস এবং ট্রিকস পেতে ব্লগটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।

 

Level 1

আমি শাহারিয়ার রিজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস