৪৭ বছরের মার্টিন গ্রিন সম্প্রতি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন নর্থ ওয়েলসের কেরনারফনের কাছে একটি সমুদ্র সৈকতে। সেখানে কাঠের টুকরোর মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন সমুদ্র থেকে কোনো কাঠের টুকরো ভেসে এসেছে। কিন্তু কাছে যেতেই বুঝতে পারেন সেটি আসলে সামুদ্রিক প্রাণীর একটি কলোনি।
সেই প্রাণীর ছবি-ভিডিও তিনি ফেসবুকে টিউন করেন। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে। সে দেশের এক সংবাদ মাধ্যমকে এই প্রাণীর ব্যাপারে বলেছেন, ‘‘আমার স্ত্রী জেম্মা প্রথম এটি দেখতে পেয়েছিলেন। সে আমাকে বলে, ওই দেখো কী পড়ে রয়েছে। ’’ দেখুন সেই টিউন— https://lttbnews.blogspot.com/2020/09/birol-projatir-burnacle.html
https://www.youtube.com/channel/UCYa-gXGMnR3mmJuGeB8vvg?sub_confirmation=1
গ্রিন ও তাঁর ছেলে গুগ্লে সার্চ করে দেখেন এটি এক ধরনের বার্নাকলস। এই বিরল প্রজাতির বার্নাকল স্পেন ও পর্তুগালে খুবই জনপ্রিয় খাবার। একটি বার্নাকল সেখানে প্রায় ২৫ পাউন্ডে বিক্রি হয়। কেরনারফনের ওই সৈকতে দুই হাজারেরও বেশি বার্নাকল ছিল। অর্থাৎ সামুদ্রিক প্রাণীর ওই ঝাঁকের দাম হতে পারে প্রায় ৫০ হাজার পাউন্ড।
যদিও ওই সৈকতের ঠিক কোথায় সামুদ্রিক প্রাণীগুলোর দেখা মিলেছে তা নির্দিষ্ট করে জানাননি গ্রিন। কারণ, সুযোগ সন্ধানী লোকেরা সেই ঝাঁক নষ্ট করে দিতে পারে, এই আশঙ্কাতেই জায়গার অবস্থান তিনি নির্দিষ্ট করে জানাননি।
আমি লেটেস্ট টপ বাংলা নিউজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
লেটেস্ট টপ বাংলা নিউজ, This is a latest top bangla authentic news channel. You can watch international & local top news in bangla language. You can watch here latest top news only.