পেনড্রাইভ দিয়ে কম্পিউটারকে পাসওয়ার্ড সুরক্ষিত করুন

পেনড্রাইভ আসার ফলে আমাদের কত উপকার হয়েছে তা বলে বুঝানো সম্ভব না ।পেনড্রাইভ এর ব্যবহার বলে শেষ করা সম্ভব নয় ।ফাইল আদান প্রদান হতে শুরু করে উইন্ডোজ ও ইন্সটল করা যায় এই ছোট পেইড্রাইভে ।আজকে আপনাদের পেইড্রাইভ দিয়ে আপনার কম্পিউটারকে কিভাবে পাসওয়ার্ড দেয়া যায় তা দেখাবো আশা করি কাজে আসবে।
এই পদ্ধতিতে আপনার পেনড্রাইভটি হবে আপনার পাসওয়ার্ড ,পেইড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে ok দিলেই কেবল কম্পিউটার ওপেন হবে অন্যথায় নয়।এবার আসি বিস্তারিততে::::
আমরা আমাদের কম্পিউটার যেন অন্যকেউ ব্যবহার না করতে পারে এজন্য পাসওয়ার্ড দিয়ে রাখি ।কিন্তু কম্পিউটারের ব্যাপারে যারা একটু অভিজ্ঞ তারা এই পাসওয়ার্ড ভেঙ্গে ফেলতে পারে।যেমন administrator পাসওয়ার্ড দেয়া না থাকলে ctrl+alt+delete চেপে administrator লিখে ok দিলেই যেকেউ আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারে।এছাড়া আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে পাসওয়ার্ড ব্রেক করে কম্পিউটার ওপেন করা যায়।
Blue Micro USB Flash Drive Logon সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার পেনড্রাইভকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন ।এর মানে হল কম্পিউটার ওপেন হবার সময় Blue Micro USB Flash Drive Logon সফটওয়্যারটি আসবে তখন আপনি আপনার পেনড্রাইভটি লাগিয়ে ok দিলেই কেবল কস্পিউটার ওপেন হবে অন্যথায় নয়।
প্রথমে নীচের লিংক হতে Blue Micro USB Flash Drive Logon সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।তারপর ওপেন করুন ।১৪ ডিজিটের একসেস কোড দিন এবং পেনড্রাইভটি লাগিয়ে এর লোকেশনটি লিখুন যেমন আমার কম্পিউটারে হল লোকেশন আই (i)ড্রাইভ ।এবার enable/disable logon এ গিয়ে সব enable করুন।এবার কম্পিউটার রিস্টার্স করুন Blue Micro USB Flash Drive Logon সফটওয়্যারটি আসলে পেনড্রাইভটি লাগিয়ে ok করুন অথবা কালো অংশটির উপরে ক্লিক করুন ব্যাস হয়ে গেল।
এই পদ্ধতির একটি খারাপ দিক হলো পেইড্রাইভটি হারানো গেলে উইন্ডোজ রিইন্সটল করতে হবে।

download

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভয়েজ চেক করে লগইন করার সিস্টেম আছে কি? জানলে জানাবেন…. টিউনটি ভালই লাগলো…

ধন্যবাদ এমন তথ্যের জন্য। তবে মামুন ভাই মনে হয় ব্যাস্ত অবস্থায় টিউনটি করেছেন তাই কিছু বানান ভুল হয়েছে। এডিটিং করে নিন আর প্যারা করে ছবি দিয়ে দিলে ভাল হয়।

3 বছর আগে পেনড্রাইভ নষ্ট হয়ে বিপদে পড়েছিলাম তাই ভুলেও আর একাজ করবো না। আর এখনকার পেনড্রাইভের যে Quality…………….?

কথা আছে একটা । এটা কি যে কোন পেনড্রাইভ দিলেই Logon হবে????

ভাই যেই পেনড্রাইভটি কনফিগার করবেন সেটি দিয়েই শুধু ওপেন হবে

Level 0

মামুন ভাই, ধন্যবাদ। দয়া করে কি জানাবেন পেনড্রাইভ নষ্ট হলে বা হারালে কিভাবে পিসি ওপেন হবে?

কতনকত্কবহ

Thank U for good tune

Level 0

thanks

ভাই আপানার লিঙ্ক টা ঠিক করে দিন এটা কাজ করছে না।